শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সবখানেই 'মোশাররফ জাদু'

প্রকৃতি যেন অভিনয়ের সবকিছু ঢেলে দিয়েছেন তার মধ্যে। যে কোনো চরিত্রে অভিনয় করে দর্শককে মাতিয়ে রাখার অসাধারণ ক্ষমতা রয়েছে তার। ঠিক যেন জাদুকরের মতোই হাতের মুঠোয় যেন অভিনয়ের সব কলাকৌশল রেখে দেন তিনি। অভিনয়ের এই জাদুকরের নাম মোশাররফ করিম। মঞ্চ নাটক থেকে টিভি পর্দা এমনকি চলচ্চিত্র অথবা ওটিটি পস্ন্যাটফর্ম- সবখানেই মোশাররফ-জাদু। দেশের গন্ডি পেরিয়ে তার অভিনয়ের সৌরভ ছড়িয়ে গেছে ওপার বাংলায়। আলোকিত এই তারকাকে নিয়ে লিখেছেন মাসুদুর রহমান
নতুনধারা
  ২৬ জানুয়ারি ২০২৩, ০০:০০

প্রতি বছরই আলোচনায় থাকলেও চলতি বছরের শুরুতে আলোচনার চেয়েও যেন আরও একধাপ বেশি আলোচনায় মোশাররফ করিম। নতুন কাজের পাশাপাশি পশ্চিমবঙ্গের কবি জয় গোস্বামীর কণ্ঠে ঝরলো তার অভিনয়ের প্রশংসা। মোশাররফ করিমের কাছে তার 'প্রণাম' পৌঁছে দেওয়ার অনুরোধও করেন কবি। সদ্য শেষ হওয়া ঢাকা লিট ফেস্টের দ্বিতীয় দিনের সন্ধ্যায় 'কবিতা বিষয়ক একটি সেশনে বক্তব্যের এক ফাঁকে মোশাররফ করিমের অভিনয়ের তুমুল প্রশংসা করেন জয় গোস্বামী। বাংলা একাডেমির নজরুল মঞ্চে 'মুখোমুখি' শিরোনামে ওই আলোচনা অনুষ্ঠানটি হয়। সঞ্চালনা করেন কবি শামীম রেজা। জয় গোস্বামী বলেন, 'আমি অভিনেতা মোশাররফ করিমের অভিনয় দেখেছি। তার সঙ্গে যদি আপনাদের কারো দেখা হয়, আমার প্রণাম তার কাছে পৌঁছে দেবেন। তাকে বলবেন, কলকাতা শহরের এক বৃদ্ধ তাকে প্রণাম জানিয়েছেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ।' কবির কণ্ঠে এমন প্রশংসার কথা শুনে জয় গোস্বামীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মোশাররফ করিমও। তিনি বলেন, 'জয় গোস্বামীর সঙ্গে ফোনে কথা হলেও কখনো দেখা হয়নি। তিনি কত বড় মাপের একজন মানুষ। তিনি আমার অভিনয় পছন্দ করেন, এটা শুনেই তো ভালো লাগছে। আমি তার সঙ্গে দেখা করব।'

২০২১ সালে ভারতীয় হইচই ওটিটি পস্ন্যাটফর্মে মুক্তি পায় মোশাররফ করিম অভিনীত ওয়েব সিরিজ 'মহানগর'। ভারতের গণমাধ্যমেগুলো 'মহানগর' রিভিউ লিখতে গিয়ে মোশাররফ করিমের অভিনয়কে এ সিরিজের সম্পদ হিসেবে অভিহিত করেছে। শুধু ভারতীয় মিডিয়ার সাধারণ দর্শকই নয়, মোশাররফ করিমের অভিনয়ের প্রশংসা করেন ভারতের শোবিজ তারকারাও। মোশাররফ করিমের অভিনয়ে মুগ্ধ হয়ে পশ্চিমবঙ্গের প্রখ্যাত অভিনেতা প্রসেনজিৎ, পরিচালক আশফাক নিপুণ ফোন দিয়েছিলেন। প্রসেনজিৎ বলেন, ??'মহানগর' সিরিজটা দেখে আমি অভিভূত। অসম্ভব ভালো লেগেছে। প্রত্যেকের অভিনয় এত ভালো, বিশেষ করে মোশাররফ করিম। তার কাজ আগে দেখেছি। দুই বাংলা মিলিয়ে এ রকম একজন অভিনেতা আছেন, এটা ভেবেও আমি গর্বিত। তার আগে ব্রাত্য বসুর ছবি 'ডিকশনারি' দিয়ে ওপার বাংলায় অভিষেক হয় বাংলাদেশি অভিনেতা মোশাররফ করিমের। প্রথম সিনেমাতেই সমালোচকদের মন জয় করেন তিনি। তখনই মোশাররফ করিম জানিয়েছিলেন টালিগঞ্জের বেশ কয়েকটি সিনেমার প্রস্তাব পেয়েছেন তিনি। তারই একটি 'গু কাকু : দ্য পটি আংকেল'। স্যাটায়ারধর্মী এই সিনেমার গল্প নব্বইয়ের দশকের পশ্চিম বাংলার এক মফস্বল শহরকে কেন্দ্র করে। একজন ব্রাত্য, প্রান্তিক মানুষ কীভাবে একটি গোটা জনগোষ্ঠীর জীবনকে তীব্রভাবে প্রভাবিত করে এবং শেষমেশ সেই অঞ্চলের অধিবাসীদের জন্য হ্যামিলনের বাঁশিওয়ালা হয়ে ওঠে, সে গল্পই উঠে আসবে। সিনেমাটি পরিচালনায় আছেন মণীশ বসু। শুটিং শেষ করে সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায়। এছাড়া অনেক আগে মোশাররফ করিম শেষ করেছন ফজলুল হক তুহিনের পরিচালনায় 'গাঙকুমারী' সিনেমার কাজ। সরকারি অনুদানপ্রাপ্ত 'বিলডাকিনি' সিনেমাটিও মুক্তির অপেক্ষায়। সিনেমাটিতে মোশাররফ করিমের সঙ্গী হয়েছেন কলকাতার পার্নো মিত্র। সম্প্রতি নেত্রকোনার বিরিসিরি দুর্গাপুরের বিভিন্ন লোকেশনে নেয়ামুল মুক্তার পরিচালনায় 'বৈদ্য' নামে একটি সিনেমার শুটিং করেছেন এই অভিনেতা। তিনি বলে, 'বৈদ্য' খুব ভালো একটি কাজ হচ্ছে। সিনেমাটি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে আশা করি।'

এদিকে, বাংলাদেশের নতুন একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন টালিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এই সিনেমায় তার সঙ্গে দেখা যাবে মোশাররফ করিমকে। আছেন চিত্রনায়ক ফেরদৌসও। ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ঢাকায় এসে ১৬ জানুয়ারি বিষয়টি নিশ্চিত করেন শ্রীলেখা নিজেই। তিনি জানান, আগামী ফেব্রম্নয়ারিতে এ সিনেমার শুটিং হবে। শ্রীলেখা।

সিনেমা নিয়ে ব্যস্ত থাকলেও সম্প্রতি টেলিভিশনের জন্য নতুন একটি কাজ করলেন মোশাররফ করিম। নাম 'স্বর্ণমানব-৫'। এর আগেও এই সিরিজে কাজ করেছেন মোশাররফ করিম। 'স্বর্ণমানব' পঞ্চম সিরিজে এবার দেখানো হবে চোরাচালানের মাধ্যমে উপার্জিত অর্থ দিয়ে কীভাবে কানাডায় সেকেন্ড হোম গড়ে তোলা হয়। গল্পে সেকেন্ড হোম তৈরির নামে যে অর্থ পাচার হয়, তা একটা ফাঁদ। এই ফাঁদে পা দিলে বিপদ ঘাড়ে চেপে বসে। গল্পে মোশাররফ করিম অপরাধজগতে জড়িত হলেও ব্যক্তি মানুষ হিসেবে তার চরিত্রটিতে থাকবে গভীর প্রেম। এ ছাড়া এবারের সিরিজে অন্যান্যের মধ্যে রয়েছেন রুনা খান, তারিন, আজিজুল হাকিম, রাশেদ সীমান্ত, শহীদুজ্জামান সেলিম, ওয়ালিউর রহমান রুমী, আমানুল হক হেলাল, খালিদ ও মাসুদ। টেলিফিল্মের চার দিনব্যাপী শুটিং শেষ হয়েছে। ঢাকার বিমানবন্দর, রেলস্টেশন, দুটি পাঁচ তারকা হোটেল ও দেশের বিভিন্ন এলাকায় এই শুটিং সম্পন্ন হয়। সীমান্ত এলাকায় সংঘটিত চোরাচালানের চিত্রও উঠে এসেছে গল্পে। বর্তমানে টেলিফিল্মের সম্পাদনার কাজ চলছে। আজ ২৬ জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবসে টেলিফিল্মটি প্রচার করা হবে। চ্যানেল আই, বৈশাখী, আরটিভি, এনটিভি ও বাংলাভিশনসহ পাঁচটি টেলিভিশন একই দিনে বিভিন্ন সময়ে প্রচারিত হবে টেলিফিল্মটি। এটি পরিচালনা করেছেন এস এ হক অলিক। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছর পর একসঙ্গে কাজ করলেন মোশাররফ-অলিক। 'স্বর্ণমানব-৫'এর রচয়িতা ও সার্বিক নির্দেশনা দিয়েছেন মইনুল খান। তিনি কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক; বর্তমানে এনবিআরের সদস্য। টেলিফিল্মটির লেখক বলেন, 'এবারের সিরিজের গল্পে ভিন্নতা আছে, ভিন্নতা রয়েছে চরিত্রের বুননেও, যার সঙ্গে বাস্তবতার মিল দেখা যাবে।' প্রতিটি সিরিজের মতো এবারের পর্বটিও গল্পের মাধ্যমে জনমনে সচেতনতা বাড়াবে বলে মইনুল খান মনে করেন। বলেন, 'স্বর্ণমানব' টেলিফিল্ম সমাজের নানা অপরাধের বিরুদ্ধে একটি আন্দোলনে পরিণত হয়েছে। তিনি জানান, দর্শকপ্রিয়তার কারণে ভবিষ্যতেও এর ষষ্ঠ পর্ব নির্মাণ করা হবে। এর আগে 'স্বর্ণমানব'-এর ৪টি খন্ড প্রচার হয়েছে। সাড়া ফেলেছিল সেগুলো। সেই বিবেচনায় এবার নির্মাণ হলো স্বর্ণমানব-৫। এবারের খন্ডটির নাম 'মাই সেকেন্ড হোম'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে