ফারহানা মিলির 'বস্নাড কানেকশন'

প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

তারার মেলা রিপোর্ট
মঞ্চ, টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী ফারহানা মিলি। যদিও গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত বহুল আলোচিত 'মনপুরা'ই তার প্রথম ও শেষ সিনেমা। মনের মতো গল্প না পাওয়ায় আর কোনো সিনেমায় অভিনয় করা হচ্ছে না এই অভিনেত্রীর। তবে সিনেমায় অভিনয় না করলেও ফারহানা মিলিকে বর্তমানে বিভিন্ন একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করতে দেখা যাচ্ছে। কাজ করছেন নতুন নতুন নাটকে। সম্প্রতি তরুণ নাট্যকার সজিবুর রহমান পিন্টুর রচনা ও এস আই সোহেলের পরিচালনায় 'বস্নাড কানেকশন' নামের একটি নাটকে কাজ করলেন। নাটকটিতে মিলির সঙ্গে অভিনয় করেছেন আরফান আহমেদ। নাটকের গল্প সম্পর্কে ফারহানা মিলি জানান, এখানে আমার চরিত্র নাম রিমা। আমার স্বামী আসিফ একজন ইঞ্জিনিয়ার। আমাদের সংসারে কোনো অভাব না থাকলেও একটি সন্তান না হওয়ার কারণে চাপা একটা কষ্ট বিরাজ করে স্বামী-স্ত্রীর মধ্যে। ফারহানা মিলি বলেন, রিমা তার বৈবাহিক জীবনের পরপরই সন্তান নিতে চেয়েছিল কিন্তু আসিফ তখন রাজি ছিল না। এ নিয়ে পরপর তিনবার অকাল গর্ভপাত হয়েছে, ডাক্তার বলেছে 'রিমা মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে'। তাই আসিফ সন্তানের স্বাদ পাবার জন্য, টেস্টটিউবের মাধ্যমে সন্তান জন্ম দেয়। আর এ কারণে রিমা আসিফকে বেশি অপছন্দ করে। রিমা মনে করে, টেস্টটিউবের মাধ্যমে সন্তান জন্ম দেওয়া পাপ। তাই রিমা আসিফকে সম্পূর্ণ দোষারোপ করে। এভাবে একপর্যায়ে সংসারে অশান্তি নেমে আসে।