এবার পেস্ন-ব্যাকে মোশাররফ করিম

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

তারার মেলা রিপোর্ট
টিভি ও চলচ্চিত্রের জাঁদরেল অভিনেতা মোশাররফ করিম। ইতিপূর্বে বহুরূপী চরিত্রে দর্শকদের সামনে হাজির হয়েছেন এই অভিনেতা। চরিত্রের প্রয়োজনে তাকে বিভিন্ন সময় নাটকে গান গাইতে দেখা গেছে। অভিনয়ের পাশাপাশি তিনি যে ভালো সঙ্গীত শিল্পীও তার প্রমাণ দিয়েছেন আগেই। এবার চলচ্চিত্রে পেস্ন-ব্যাক করবেন দাপুটে এই অভিনেতা। ফজলে কবীর তুহিন পরিচালিত 'বিলডাকিনি' সিনেমা দিয়েই তার প্রথম পেস্ন-ব্যাক যাত্রা শুরু হতে যাচ্ছে। আগামীকাল ৯ ফেব্রম্নয়ারি গানটিতে কণ্ঠ দেবেন মোশাররফ করিম। নির্মাতা ফজলে কবীর তুহিন জানান, সিনেমার প্রয়োজনে জেলখানার মধ্যে একটা গান দরকার। আর এই গানটিতে কণ্ঠ দেবেন তিনি। 'যা দেখি তার সবই ভালো/ ভালো, ভালো লাগে না/ ভালো কেন এত ভালো তাই/ কিছু ভালো লাগে না।'- এমন কথার গানটির কথা ও সুর মোশাররফ করিমের, সঙ্গীত পরিচালনা করেছেন আশরাফ বাবু। 'বিলডাকিনি' সিনেমায় মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন কলকাতার পার্ণো মিত্র। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, আইনুন পুতুল, উজ্জ্বল, সম্রাট, ফারুক প্রমুখ।