নিজস্ব স্টাইলে অধরা...

ঢালিউডে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন অধরা। সম্প্রতি ‘সুন্দরীতমা’ ছবির নায়িকা হয়েছেন তিনি। ছবিতে তার বিপরীতে আছেন চিত্রনায়ক রোশান। এএস সিনেমা প্রযোজিত ‘সুন্দরীতমা’ ছবিটির শুটিং শুরু হবে মাচর্ মাসে। নতুন ছবি নিয়ে অনেকটাই উচ্ছ¡সিত অধরা...

প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

সালেহীন বাবু
অধরা খান
প্রত্যেকটি মানুষের জীবনে একটি লক্ষ্য ও উদ্দেশ্য থাকে। তারকারাও এর বাইরে নয়। তারপরেও অনেক তারকা আছেন যারা একবার টেলিভিশনের পদার্য় আবার সিনে পদার্য়, কখনও আবার উপস্থাপনাসহ বিভিন্ন কমর্কাÐে যুক্ত হচ্ছেন। সে ক্ষেত্রে একজন তারকার যে নিজস্বতা কিংবা স্বকীয়তা থাকে, তা অনেকটাই অপ্রকাশিত থেকে যায়। এর মূল কারণটিই হলো বাণিজ্যিক মনোভাব। তাই বলে এই স্রোতের বিপরীতে চলেন এমন তারকাও আছেন। তাদের মধ্যে একজন ঢালিউডের আলোচিত নায়িকা অধরা খান। যদিও এই আলোচনা তৈরি হয়েছে চলচ্চিত্রে অভিষেকের আগেই। ছবি মুক্তির আগেই দেশীয় চলচ্চিত্রে নিজের আলাদা একটা ইমেজ নিয়ে ঝলক দেখান এই নায়িকা। গত বছরে প্রথমবার দশের্কর সামনে আসেন তিনি। তারপর ক্রমেই উজ্জ্বল হতে থাকে তার ক্যারিয়ার। চলচ্চিত্রই তার সব চিন্তাচেতনা- আলাপনের শুরুতেই সেটাই পরিষ্কার করলেন অধরা। জানালেন, ‘চলচ্চিত্র নিয়েই তার মূল ভাবনা। তিনি কখনই চিন্তা করেননি টেলিভিশনে অভিনয় কিংবা উপস্থাপনা করবেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ নিয়ে দৌড়ানোর পক্ষে তিনি নন। চলচ্চিত্র একটা বড় ক্ষেত্র বলে মনে করেন তিনি। যেখানে অভিনয়ের বিস্তর সুযোগ আছে। আর সে সুযোগটাই কাজে লাগাতে চান তিনি। ঢালিউডে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন অধরা। সম্প্রতি ‘সুন্দরীতমা’ ছবির নায়িকা হয়েছেন তিনি। ছবিতে তার বিপরীতে আছেন চিত্রনায়ক রোশান। এএস সিনেমা প্রযোজিত ‘সুন্দরীতমা’ ছবিটির শুটিং শুরু হবে মাচর্ মাসে। নতুন ছবি নিয়ে অনেকটাই উচ্ছ¡সিত অধরা। তিনি বলেন, ‘আমি দ্বিতীয়বারের মতো ইস্পাহানি আরিফ জাহান স্যারদের ছবিতে অভিনয় করতে যাচ্ছি। এটা আমার জন্য অবশ্যই সৌভাগ্যের বিষয়। এই ছবির গল্পটি শুনে অনেক ভালো লেগেছে। নিজের সেরাটা দিয়ে অভিনয় করার চেষ্টা করব।’ এ ছাড়া শাহিন সুমন পরিচালিত ‘বখাটে’ শিরোনামে আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এ ছবির শুটিংও শিগগিরই শুরু হবে। আরও কিছু নতুন ছবিতে অভিনয়ের প্রস্তাব পেলেও তা ভেবে দেখছেন অধরা। কারণ ছবির গল্প নিবার্চনের ক্ষেত্রে বরাবরই গুরুত্ব দেন এ অভিনেত্রী। অধরা বলেন, ‘একটি ছবির গল্পের ওপর ছবির জনপ্রিয়তা নিভর্র করে। ছবিতে অভিনেতা অভিনেত্রী যতই ভালো অভিনয় করুক গল্প ভালো না হলে সেই ছবি গ্রহণযোগ্যতা হারায়।’ ঢালিউডে অনেক ছবির অফার পেলেও অধরা বেছে বেছেই কাজ করেন। অভিনয়ের ব্যাপারে কোনো আপস করতে চান না তিনি। ঢালিউডে অধরার প্রথম ছবি ‘পাগলের মতো ভালোবাসি’। গেল বছর জোড়া ছবি ‘নায়ক’ আর ‘মাতাল’ দিয়ে সিনেমাপ্রেমী দশের্কর কাছে নিজের দ্যুতি ছড়িয়ে দেন তিনি। শাহিন সুমন পরিচালিত ‘মাতাল’ ছবিতে অভিনয় করেছিলেন সাইমন সাদিকের বিপরীতে। আর ‘নায়ক’ ছবিতে বাপ্পী চৌধুরীর সঙ্গে জুটি বেঁধেছিলেন। আহামরি ব্যবসা সফল না হলেও দশর্ক ও চিত্রসমালোচকদের প্রশংসায় নিজেও খুশি অধরা। বলেন, ‘আমি কৃতজ্ঞ সবার কাছে। এতটা সাড়া পাব। ভাবতে পারিনি।’ চলচ্চিত্রে বতর্মান প্রেক্ষাপট নিয়ে যথেষ্ট আশাবাদী অধরা। তিনি বলেন, ‘চলচ্চিত্রের বতর্মান প্রেক্ষাপট ভালো। এখন বেশ কিছু ভালো ভালো ছবি হচ্ছে। নতুন নতুন তারকা তৈরি হচ্ছে।’ সময়ের বিবতের্ন সিনেমা হলে যেয়ে ছবি দেখার চল নেই বলে হতাশা জানান অধরা। এখন অনেক হল বন্ধ হয়ে গেছে। ইন্টারনেট থাকায় সহজেই মানুষ বাসায় বসে সব দেখতে পাচ্ছে। অধরা যে কোনো ছবি দশর্কদের সিনেমা হলে গিয়ে দেখার অনুরোধ করেন। হল বিমুখতা পরিহার করে আবার আগের মতো হলে দশর্ক আনার প্রতি জোর দেন তিনি। ‘দশর্ক হচ্ছে ছবির প্রাণ। তাদের হলমুখী করতেই হবে।’ সাবলীল অভিনয় আর পদার্ রসায়নে দশর্ককে মুগ্ধ করেছেন অধরা। নিমার্তাদেরও আস্থা অজর্ন করেছেন। চলচ্চিত্রে অভিষেকের পর থেকে লাগামহীন নয়, হিসেব কষেই নিজের ছন্দে ছুটে চলেছেন অধরা।