নচিকেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
প্রকাশ | ০১ জুন ২০২৩, ০০:০০
তারার মেলা ডেস্ক
অগ্রিম পারিশ্রমিক নিয়েও অনুষ্ঠান না করায় ভারতীয় সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ তুলেছে আয়োজক কমিটি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি বরাহনগরে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল শিল্পীর কিন্তু শেষ পর্যন্ত অনুষ্ঠানে উপস্থিত হননি তিনি। তবে ভারতীয় গণমাধ্যমকে নচিকেতা বলেন, 'বারবার বলা সত্ত্বেও ওরা সময় মতো পারিশ্রমিক দেননি। তাই শেষে আর কোনো পথ না দেখে আমি অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিই এবং বরাহনগর থানায় এই বিষয়ে অভিযোগ জানাই।' তিনি বলেন, আমার বিরুদ্ধে তোলা অভিযোগ পুরোটাই ভিত্তিহীন। যারা আমাকে চেনেন, কেউ কোনো দিন এই অভিযোগ করতে পারবেন না যে চুক্তি হওয়ার পর আমি অনুষ্ঠান করিনি। উল্টো যে শ্রোতারা অনুষ্ঠান দেখার আশা করেছিলেন, তাদের কথা ভেবেই আমার খারাপ লাগছে।'
নচিকেতার ফেসবুক পেজে শিল্পীর দলের পক্ষে একটি পোস্ট করে এই প্রসঙ্গে যুক্তি প্রদর্শন করা হয়েছে। পোস্টে লেখা হয়েছে, 'সাধারণত কোনো অনুষ্ঠানের পারিশ্রমিক নির্ধারিত দিনের অন্তত ৪৮ ঘণ্টা আগে মিটিয়ে দেওয়ার কথা থাকে। কিন্তু ওই অনুষ্ঠানের ক্ষেত্রে সেই কাজ করা হয়নি। এমনকি নচিকেতা স্বয়ং ওইদিন সন্ধ্যা ৬টা অবধি অপেক্ষা করা সত্ত্বেও আয়োজকদের তরফ থেকে তার সঙ্গে কোনোরকম যোগাযোগ করা হয়নি।'