আপন ভাবনায় ভাবনা

আশনা হাবিব ভাবনা। ছোটপর্দার এই ব্যস্ত অভিনেত্রী আলোচনায় আসেন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। অনিমেষ আইচের 'ভয়ঙ্কর সুন্দর' ছবিতে নাম ভূমিকায় অভিনয় করে খুব সহজেই চলচ্চিত্রবোদ্ধাদেরও নজর কাড়েন তরুণ এই মডেল অভিনেত্রী। লেখক হিসেবেও পরিচিত তিনি। গতবারের মতো এই বইমেলাতেও প্রকাশ পেয়েছে তার নতুন একটি বই। একুশ, একুশের বইমেলা এবং সমসাময়িক বিষয় নিয়ে তারার মেলার সঙ্গে কথা হয় তার।

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

মাসুদুর রহমান
আশনা হাবিব ভাবনা
একুশের ভাবনা... দীর্ঘ ক্যারিয়ারে নানা চরিত্রে সাবলীল অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন ভাবনা। নিয়মিত তাকে টিভি পর্দায় দেখা না গেলেও নিজেকে ব্যস্ত রেখেছেন আপন কাজে। মঙ্গলবার মুঠোফোনে তার সঙ্গে কথা শুরু হয়েছিল ভাষা ও ভাষার মাস ফেব্রম্নয়ারি নিয়ে। মাতৃভাষা নিয়ে তার কাছে জানতে চাইলে ভাবনা বলেন, 'একটি জাতিসত্তার মূল বিষয় হচ্ছে ভাষা আর আমাদের এই মূলসত্তাকে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জন করতে হয়েছে। এক কথায় পৃথিবীর ইতিহাসে আমরাই একমাত্র জাতি, যারা ভাষার জন্য জীবন দিয়েছি। আর বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্ম হয়েছে ভাষা রক্ষার আন্দোলনের মাধ্যমে'। প্রতি বছরই ফেব্রম্নয়ারি বাংলা একাডেমি চত্বরে মাসব্যাপী বইমেলার আয়োজন করা হয়। বইপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয় এই অঙ্গন। ছোটবেলা থেকেই বইমেলার সঙ্গে সখ্য ভাবনার। তবে বড় হয়ে এই সম্পর্কটা আরও জোরালো হয়েছে। কারণ গত দুই বছর ধরে বইমেলায় প্রকাশ হচ্ছে তার লেখা বই। নিজের লেখা বইয়ে প্রচ্ছদ হাতিয়ে দেখতে, নতুন বইয়ের ঘ্রাণ নিতে কার না ভালো লাগে। গত বছর প্রকাশ হয়েছিল ভাবনার প্রথম উপন্যাস 'গুলনেহার'। ৮৫ বছরের এক বৃদ্ধাকে নিয়ে এর গল্প। মেলায় বইটি ব্যাপক সাড়া ফেলেছিল। পরবর্তীতে এই উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছিল টেলিফিল্ম। এই টেলিফিল্মে একজন নারীর যৌবন, বিবাহ, পরিণত বয়স, তার মনের ভেতর আবেগ অনুভূতি, বাস্তব জীবনের সঙ্গে মিল অমিল, জীবনের চরম উত্থান, প্রেম, দাম্পত্য, ভালোবাসা ইত্যাদি তুলে ধরেছেন ভাবনা। প্রথম জীবনে তার স্বামী, প্রেম, মধ্য বয়সে সন্তান, পরিণত বয়সে অন্যান্য সম্পর্ক, একই সাথে বনেদি পরিবারের পুরান ঢাকার একটি মেয়ের জন্মগ্রহণ থেকে পরিণত বয়স পর্যন্ত ঘটে যাওয়া বিভিন্ন বিষয় উঠে এসেছে। 'গুলনেহার'র পর 'তারা'... প্রথম উপন্যাস প্রকাশের পরপরই তা নাট্যরূপে টিভি পর্দায় আসাটা বিরলই বটে। এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে ভাবনার দ্বিতীয় উপন্যাস 'তারা'। প্রকাশ করেছে তাম্রলিপি। ২০ ফেব্রম্নয়ারি থেকে বইটি মেলায় পাওয়া যাচ্ছে। তবে এটির গল্প ও প্রেক্ষাপট নিয়ে আগেই কিছু বলতে রাজি হননি এই লেখিকা তারকা। তিনি বলেন, 'তাম্রলিপির মতো বড় একটি প্রকাশনা থেকে আমার দ্বিতীয় উপন্যাস বের হয়েছে। এটি সত্যিই ভালো একটি খবর। উপন্যাসের গল্প কী নিয়ে, কাকে কেন্দ্র করে তা আগেই বলতে চাই না। তাতে পাঠকের আগ্রহ কমে যাবে। আমি চাই বইটি আমার ভক্তরা স্টল থেকে সংগ্রহ করুক। আমার বিশ্বাস উপন্যাসটি পড়ে সবার ভালো লাগবে।' অভিনেত্রী হিসেবে পরিচিতি পেলেও ভাবনার লেখালেখির অভ্যাস অনেক আগে থেকে। পরিবার থেকেই পেয়েছেন লেখার অনুপ্রেরণা। কারণ নাট্য ও চলচ্চিত্র নির্মাতা বাবা হাবিবুল ইসলাম হাবিব লিখতেন। বাবাকে দেখে তার প্রথম আগ্রহ তৈরি হয়েছিল। ভাবনা বলেন, 'ছোটবেলা থেকেই লেখালেখির অভ্যাস ছিল। বাবা লেখালেখি করতেন। তা দেখে নিজের মধ্যেও আগ্রহ তৈরি হয়। স্কুল-কলেজে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন কবিতা ও গল্প লিখতাম। বিভিন্ন পত্রিকাতেও আমার লেখা ছাপা হয়েছে। এভাবেই লেখালেখি শুরু।' ভাবনার প্রথম উপন্যাসের মতো এ উপন্যাস অবলম্বনে কোনো নাটক কিংবা টেলিফিল্ম তৈরি হবে কি না তা জানাতে পারেননি ভাবনা। বইমেলায় প্রকাশ হওয়ার পর যদি প্রথম উপন্যাসের মতো এটিও পাঠকমহলে সাড়া ফেলে তাহলে হয়তো নাটক-টেলিফিল্মে রূপ নেবে 'তারা'। ভাবনা বলেন, 'গুলনেহার' উপন্যাস থেকে টেলিফিল্ম নির্মিত হয়। বাংলাভিশনে গত বছর ঈদেও অনুষ্ঠানমালায় প্রচার হয়েছিল 'গুলনেহার'। প্রচারের পর কল্পনাতীত প্রশংসা কুড়ায় এ টেলিফিল্ম। অনিমেষ আইচের পরিচালনায় জীবন্ত হয়ে ওঠে 'গুলনেহার' উপন্যাসের চরিত্রগুলো। গুলনেহার চরিত্রে অভিনয় করেছেন ভাবনা। এতে আরও রওনক হাসান, লুৎফর রহমান জর্জ, রুনা খান, অ্যালেন শুভ্র, দিলারা জামান প্রমুখ। এবারের 'তারা' উপন্যাস নিয়ে এখনই তেমটা ভাবার সময় হয়নি।' এ বইটি নিয়েও হয়তো ভাবনার ভাবনায় রয়েছে নতুন কোনো পরিকল্পনা, কিন্তু আগেই খোলাসা করে বলতে চাননি। তবে স্পষ্ট করেই জানালেন ব্যস্ততার কিছু তথ্য। একুশে ফেব্রম্নয়ারি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের আয়োজনে আজ বিটিভিতে প্রচার হবে নৃত্যনাট্য। এখানে ভাবনা নিজেকে উপস্থাপন করেছেন নৃত্যশিল্পী হিসেবে। এজন্য দীর্ঘ প্রস্তুতিও নিতে হয়েছে। সাধারণ নাচের চেয়ে নৃত্যনাট্য কিছুটা কঠিন বলেও জানালেন তিনি। অন্যদিকে অভিনয়েও সচল রয়েছেন ভাবনা। তবে খুব বেশি কাজ না করে ভালোমানের অল্প কাজকেই প্রাধান্য দেন এ অভিনেত্রী। তিনি বলেন, 'সবসময় নিজেকে টিভি পর্দায় না দেখিয়ে বছরে বেছে বেছে অল্প সংখ্যক কাজ করি। লেখালেখিটা যেমন ভালো লাগা থেকে করি তেমনই অভিনয়টাও। তাই হয়তো আমাকে নাটকে কম দেখা যায়। তবে যা করি তা দেখে দর্শকরা পরিতৃপ্ত হন।' নাটকের ভাবনা... ভাবনা অভিনীত দুটি ধারাবাহিক নাটক দুটি চ্যানেলে প্রচার হচ্ছে। এর মধ্যে বাংলাভিশনে এস এ হক অলিকের পরিচালনায় 'জায়গির মাস্টার' নাটকে ভাবনা সাধারণ এক নারীর চরিত্রে অভিনয় করলেও 'সোনালী দিন' নাটকে অভিনয় করেছেন অন্যরকম এক নারীর চরিত্রে। যে কিনা একজন নারী নির্মাতা। মাতিয়া বানু কুকুর রচনায় এ নাটকটি পরিচালনা করেছেন রোকেয়া প্রাচী। এ ছাড়া নাগরিক টিভির জন্য 'জোসনাময়ী' নতুন ধারাবাহিকে অভিনয় করছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। নাটকে চরিত্র নিয়ে ভাবনা বলেন, 'যেহেতু টিভি পর্দায় নিজেকে বারবার দেখানোর ইচ্ছে আমার একেবারইে নেই। তাই বেছে বেছে কাজ করি। সংখ্যার চেয়ে মানই আমার কাছে বড় বিষয়। অনেক প্রস্তাব এলেও সব করি না। কাজের ক্ষেত্রে নাটকের স্ক্রিপ্ট ও চরিত্রের গুরুত্ব বিবেচনা করেই কাজ করে থাকি। একই চরিত্রে বার বার অভিনয় না করে বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে ভাঙতে চাই।' আঞ্চলিকতার প্রচুর ব্যবহার, প্রমিত বাংলা ভাষার ব্যবহারের গুরুত্ব কমসহ টিভি নাটকে বাংলা ভাষার ব্যবহার নিয়ে নানা অভিযোগ শোনা যায়। এনিয়ে ভাবনা বলেন, 'আমরা একেক জনের সঙ্গে একেকভাবে কথা বলি। বাসায় যে রকম ভাষায় কথা বলি, অফিসে সে ভাষায় কথা বলি না। বন্ধুর সঙ্গে এক রকম ভাষায় কথা বলি, রিকশাওয়ালার সাথে কথা বলি আরেকভাবে। ব্যক্তি ও পরিবেশ ভেদে ভাষার ব্যবহার হয়। নাটকের বেলাতেও তাই হয়। আমার কাছে এ বিষয়গুলো সমস্যা মনে হয় না।' বিয়ে ও অন্যান্য ভাবনা... শুধু নাটকে নয়, ভাবনা অভিনয় করেছেন চলচ্চিত্রেও। বছর দুই আগে মুক্তি পায় তার অভিনীত চলচ্চিত্র 'ভয়ঙ্কর সুন্দরী'। এতে তার অভিনয় প্রশংসিত হলেও এরপর নতুন কোনো চলচ্চিত্রে দেখা যায়নি ভাবনাকে। তবে মিডিয়া পাড়ায় এ ছবির পরিচালক অনিমেষ আইচ ও ভাবনাকে নিয়ে নানা কথার গুঞ্জন উড়ে বেড়ায় থেকে থেকে। সম্প্রতি তাদের দুজনের বিয়ে নিয়েও খবর রটে। গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিয়ে এ বিষয়ে ভাবনা বলেন, 'আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই। বিয়ে যখন করব তখন অবশ্যই সবাইকে জানিয়ে করব। আমি যেহেতু শোবিজের লোক তাই বিষয়টি গোপন থাকবে না। তবে আমাকে নিয়ে যেসব গুজব রটে তা নিয়ে আমার কিছু বলার নেই। কিছু ব্যক্তি ও অখ্যাত মিডিয়া আমাকে নিয়ে মিথ্যা খবর প্রচার করেছে, যা বিশ্বাস যোগ্য নয়।'