স্বাধীনতা দিবসে সালমা'র জীবনের শুভ সূচনা

প্রকাশ | ১৪ মার্চ ২০১৯, ০০:০০

তারার মেলা রিপোর্ট
লালন কন্যা সালমাকে সাধারণত শ্রোতা দর্শকরা এক ঘরানার শিল্পী হিসেবেই ভেবে নিয়েছিলেন। কিন্তু সালমা শ্রোতা দর্শকের সেই ধারণা ভেঙে দিয়েছেন গীতা দত্তের গাওয়া জনপ্রিয় গান 'এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায়' গানটি গেয়ে। সেলন মিউজিক লাউঞ্জের পার্থ বড়ুয়ার রি-অ্যারেঞ্জম্যান্টে আয়োজিত এই গানটির জন্য প্রতিনিয়তই প্রশংসিত হচ্ছেন সালমা। সালমাও এই গান গেয়ে গর্বিত। যারা সালমাকে নিয়ে নিয়মিত গান করেন তারাও সালমাকে নিয়ে ভিন্ন ধরনের গান করার চিন্তাভাবনা করছেন। সবার এই ভাবনাকে স্বাগত জানাচ্ছেন সালমা। এদিকে আগামী স্বাধীনতা দিবসে নতুন পরিচয়ে আবির্ভূত হচ্ছেন সালমা। সেদিন তিনি তার নিজস্ব অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান 'সালমা মিউজিকে'র শুভ সূচনা করতে যাচ্ছেন। সালমা মিউজিকের সার্বিক তত্ত্বাবধানে থাকবে এস এস মাল্টিমিডিয়া। এটা সালমার নিজস্ব প্রতিষ্ঠানই। এরই মধ্যে এই প্রতিষ্ঠানের জন্য সালমা বেশ কয়েকটি নতুন গানেও কণ্ঠ দিয়েছেন। যার মধ্যে উলেস্নখযোগ্য হচ্ছে 'ভালোবাসি বন্ধু তোকে', 'পীরিতের ঘর', 'আউলা প্রেম', 'পরাণের বন্ধু' ও 'বাংলাদেশ'। বর্তমানে ব্যস্ত আছেন তিনি গানগুলোর মিউজিক ভিডিও নির্মাণের কাজ নিয়ে। সালমা বলেন, 'যেহেতু স্বাধীনতা দিবসে সালমা মিউজিকে'র শুভ সূচনা হতে যাচ্ছে, তাই সেদিন বাংলাদেশ গানটি প্রকাশের মধ্যদিয়ে সালমা মিউজিকের যাত্রা শুরু হবে। আর তাতে স্বাধীনতা দিবসের সঙ্গে আমার গাওয়া বাংলাদেশ গানটিরও একটি অন্যরকম সম্পৃক্ততা হবে। মূলত আমার স্বামী সাগরের উৎসাহেই সালমা মিউজিকের শুভ সূচনা হতে যাচ্ছে। সবাই আমার জীবনের নতুন যাত্রায় দোয়া করবেন। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে যেন সালমা মিউজিক বিশেষ ভূমিকা রাখতে পারে।'