চার সিনেমায় নিকুল

প্রকাশ | ১৪ মার্চ ২০১৯, ০০:০০

তারার মেলা রিপোর্ট
নাটকে কিংবা সিনেমায় যারা ছোট ছোট চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে অভিনয়কেই পেশা হিসেবে নিয়ে এগিয়ে যান তাদের জন্য এটা অনেক চ্যালেঞ্জিং ব্যাপার। এ কারণেই চ্যালেঞ্জিং যে তারা চাইলেই তাদের পারশ্রমিক বাড়াতে পারেন না। তাই এভাবেই তারা সংগ্রামের মধ্যদিয়ে অভিনয়কে ভালোবেসেই সারাটা জীবন কাটিয়ে দেন। ঠিক তেমনি একজন নিবেদিত অভিনেতা নিকুল কুমার মন্ডল। ২০০৪ সাল থেকে যিনি নিয়মিত মঞ্চে এবং ২০০৬ সাল থেকে যিনি নিয়মিত টিভি নাটকে অভিনয় করে যাচ্ছেন। পাশাপাশি সিনেমাতেও নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। মাগুড়ার বাবু নীশিকান্ত চন্দ্র মন্ডল ও শ্রীমতি বাঁকা রানীর সন্তান নিকুল অভিনয়ের প্রতি ভালোবাসা নিয়েই পেশা হিসেবে অভিনয়ই করে যাচ্ছেন। এই মুহূর্তে নিকুল নতুন চারটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। যার মধ্যে আগামী পহেলা বৈশাখে একটি মুক্তি পেতে যাচ্ছে। সেটি হচ্ছে গোলাম সোহরাব দোদুলের 'সাপলুডু'। এ ছাড়া বাকি শুটিং চলতি সিনেমা হচ্ছে সোয়াইবুর রহমানের 'নন্দিনী', হাসান শিকদারের 'অবতার' এবং নঈম ইমতিয়াজ নেয়ামুলের 'গাঙচিল'। প্রতিটি সিনেমাতেই নিকুল বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। নিকুল প্রথম অভিনয় করেন মিজানুর রহমান লাবুর 'নূরু মিয়া ও তার বিউটি ড্রাইভার' সিনেমায়।