স্বাগত জাহ্নবী

ক্যারিয়ারের প্রথম ছবির মুক্তির দিন মা (শ্রীদেবী) পাশে না থাকলেও, জাহ্নবীর বলিউডে পদাপর্ণ, ছবি বাছাইÑ সব বিষয় মা শ্রীদেবীর তত্ত¡াবধানেই হয়েছে। মেয়ের ছবির প্রথম দিনের শুটিংয়েও সেটে উপস্থিত ছিলেন তিনি। শুধু তাই নয়, মৃত্যুর আগে তার মা শ্রীদেবী ‘ধড়ক’ সিনেমার ২৫ মিনিট দেখেছিলেন...

প্রকাশ | ১৯ জুলাই ২০১৮, ০০:০০

হ ইয়াফির রহমান আযান
জাহ্নবী কাপুর
কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর বলিউডে অভিষেক হতে যাচ্ছে। মা অথার্ৎ শ্রীদেবী আর নেই। কিন্তু মায়ের দেখানো পথেই ক্যারিয়ার শুরু করেছেন তিনি। তার অভিনীত প্রথম সিনেমা ‘ধড়ক’ ছবিটি আগামীকাল ২০ জুলাই মুক্তি পাবে। সিনেমাটি মুক্তির জন্য আর মাত্র এক দিন অপেক্ষায় থাকতে হবে দশর্কদের। স্বাভাবিকভাবেই গণমাধ্যমের আলোচনায় আছেন জাহ্নবী। ছবিটি পরিচালনা করেছেন শশাংক খৈতান। আর প্রযোজক হচ্ছেন করণ জোহর। মুম্বাই ও কলকাতার বিভিন্ন জায়গায় ‘ধড়ক’ ছবির শুটিং হয়েছে। সম্প্রতি জাহ্নবী কাপুর এবং ইশান খট্টরের প্রথম বলিউড ছবি ‘ধড়কের’ ট্রেলার প্রকাশ হয়েছে । বহু প্রতীক্ষিত এই ট্রেলার মুক্তির পর থেকেই বি-টাউনে খুশির হাওয়া বইছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জাহ্নবী-ইশানকে শুভেচ্ছা জানালো প্রায় গোটা বলিউড। মারাঠি ছবি ‘শইরাতের’ হিন্দি ভাসর্ন ‘ধড়ক’। রিমেক হলেও ‘ধড়ক’-এ নতুন চমকের ইঙ্গিত দিয়েছেন পরিচালক। এ ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে জাহ্নবী-ইশান খট্টরকে। ছবির ট্রেলার মুক্তির পর থেকেই শুভেচ্ছাবাতার্ পাঠাতে থাকেন বলিউড তারকারা। আলিয়া ভাট, সোনম কাপুর, মাহিপ কাপুর টুইটারে উইশ করেন এই জুটিকে। শুভেচ্ছা জানিয়েছেন বরুণ ধাওয়ানও। এমনকি, ধড়ক ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির আগেই দেখেছেন বাবা প্রযোজক বনি কাপুর। আর মেয়ের সিনেমা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। এ প্রসঙ্গে জানভি কাপুর বলেন, ‘তিনি (বনি কাপুর) খুবই আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। তিনি সিনেমাটি খুবই পছন্দ করেছেন এবং খুশি হয়েছেন। তিনি আমাকে নিয়ে বেশ গবির্ত। আমার বিশ্বাস, কাজের মাধ্যমে অন্যদেরও খুশি করতে পারব।’ ক্যারিয়ারের প্রথম ছবির মুক্তির দিন মাকে (শ্রীদেবী) পাশে না থাকলেও, জাহ্নবীর বলিউডে পদাপর্ণ, ছবি বাছাই-সব বিষয় মা শ্রীদেবীর তত্ত¡াধানেই হয়েছে। মেয়ের ছবির প্রথম দিনের শুটিংয়েও সেটে উপস্থিত ছিলেন তিনি। শুধু তাই নয়, মৃত্যুর আগে তার মা শ্রীদেবী ধড়ক সিনেমার ২৫ মিনিট দেখেছিলেন। এমনকি জানভিকে কিছু বিষয় পরিবতর্ন করারও পরামশর্ দিয়েছিলেন প্রয়াত শ্রীদেবী। জানভি বলেন, ‘তিনি টেকনিক্যাল বিষয়গুলো নজর দিয়েছিলেন। প্রথম যে বিষয়টি তিনি আমাকে বলেছিলেন, যেটি আমাকে ঠিক করতে হবে তা হলো- মাসকারা বেশি লেপ্টে গেছে যা তাকে বিরক্ত করেছে। সিনেমার দ্বিতীয় অংশ একটু ভিন্ন। তিনি আমাকে বলেছেন, ‘তোমার মুখে কোনো কিছু লাগাবে না।’ এই কথাগুলোই তিনি আমাকে বলেছেন কিন্তু তিনি খুব খুশি ছিলেন।” সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই দুই মেয়ের সঙ্গে ছবি প্রকাশ করতেন শ্রীদেবী। কিন্তু বড় সন্তান জাহ্নবীর প্রতি বুঝি তার দুবর্লতা ছিল একটু বেশি। এই নবাগতার স্টাইল আর ফ্যাশন সেন্সও মায়ের কাছ থেকে পাওয়া। কেউ ভাবতে পেরেছিলেন, মেয়ের প্রথম ছবি না দেখেই শ্রীদেবীকে চলে যেতে হবে? কাকতালীয়ভাবে বনি কাপুরের প্রথম স্ত্রীর সন্তান নায়ক অজুর্ন কাপুরের প্রথম ছবি মুক্তির মাত্র এক মাস আগে তার মা মোনার মৃত্যু হয়। বতর্মানে প্রোমোশন নিয়ে তুমুল ব্যস্ত জাহ্নবী। কিন্তু ট্রেলার দেখার পর ইতিমধ্যেই নাকি মায়ের সঙ্গে অভিনেত্রী হিসেবে তার তুলনা শুরু করেছেন বলিউডের কোনো কোনো অংশের মানুষ। একটানা তুলনায় ছবি মুক্তির আগেই বেশ ক্লান্তবোধ করছেন তিনি। মন খারাপ হয়ে যাচ্ছে শ্রীদেবীর আদরের কন্যা । হিন্দুস্তান টাইমসে দেওয়া সাক্ষাৎকারে জাহ্নবী বলেন, ‘আমি জানি এই তুলনাটা হবেই। এটা নিয়ে কম ভাবার চেষ্টা করি। কিন্তু সেটা খুব কঠিন। আসলে এই তুলনাটা নিয়েই হয়তো আমাকে আজীবন থাকতে হবে। তবে আমি আমার নিজস্ব জগৎ তৈরি করতে চাই।’ শুধু শ্রীদেবী নন, জাহ্নবীর সঙ্গে তুলনা টানা হচ্ছে দক্ষিণি ইন্ডাস্ট্রির অভিনেত্রী রিংকু রাজগুরুরও। কারণ ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত সাড়া জাগানো মারাঠি ভাষার সাইরাত সিনেমার রিমেক ধড়ক। এর আগে জানভি জানিয়েছিলেন, ‘ধড়ক’ মারাঠি ভাসর্ন ছবির মূল মহিলা চরিত্রে অভিনয় করেছিলেন রিংকু। ফলে শুধু মায়ের অভিনয় দক্ষতার সঙ্গেই নয়, ‘সাইরাত’-এর অভিনেত্রীর সঙ্গেও নাকি জাহ্নবীর তুলনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। তবে ‘ধড়ক’ ছবির ইউনিটের অনুরোধ, ‘ছবিটি দেখার পর মতামত দিলে ভালো।’ জাহ্নবী কাপুর বহুবার খোলামেলা ছবি ও প্রেমের গুঞ্জনের মাধ্যমে আলোচনায় এসেছেন। এখন সিনেমায় তিনি নিজেকে কতটা মেলে ধরতে পারেন, তা সময়ই বলে দেবে। মা কালজয়ী নায়িকা শ্রীদেবীর সঙ্গে জাহ্নবীর তুলনা হলেও ক্যারিয়ারে মায়ের মতো হতে চান না তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহ্নবী জানান, মা শ্রীদেবী নন, অন্য এক অভিনেত্রীর মতো হতে চান তিনি। জাহ্নবীর পছন্দের অভিনেত্রীদের তালিকায় আছেন মধুবালা, মীনাকুমারী, ওয়াহিদা রহমান। তবে সবচেয়ে প্রিয় মধুবালা। পছন্দের তালিকায় বেশ কজন অভিনেত্রীর নাম থাকলেও নেই মা শ্রীদেবীর নাম। তার ভাষ্য, ‘আমি মধুবালার ‘মুঘল-এ-আজম’, ‘চলতি কা নাম গাড়ি’র মতো ছবি দেখেছি। ওয়াহিদার ‘গাইড’, মীনাকুমারীর ‘সাহেব বিবি অউর গোলাম’- এ সব দেখে আমি অনুপ্রাণিত। যত বার দেখি এসব ছবি মোটিভেটেড হই। মধুবালাজির অনস্ক্রিন ম্যাজিক আমি নতুনভাবে করতে চাই।’ জাহ্নবী কাপুর একাধিকবার খোলামেলা ছবি ও প্রেমের গুঞ্জনের মাধ্যমে আলোচনায় এসেছেন। এখন সিনেমায় তিনি নিজেকে কতটা মেলে ধরতে পারেন, তা সময়ই বলে দেবে।