আত্মবিশ্বাসী পরিনীতি চোপড়া

প্রকাশ | ২১ মার্চ ২০১৯, ০০:০০

তারার মেলা ডেস্ক
ভারতীয় অভিনেত্রী পরিনীতি চোপড়া খুব অল্প সময়েরই বেশ আলোচনায় এসেছেন। হরিয়ানার আমবালায় একটি পাঞ্জাব পরিবারে ১৯৮৮ সালের ২২ অক্টোবর জন্মগ্রহণ করেন তিনি। ২০১১ সালে 'লেডিস ভার্সেস রিকি বেহেল' চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন তিনি। শুরুতে একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার হতে চেয়েছিলেন এই অভিনেত্রী। তবে ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে ব্যবসা, ফিন্যান্স এবং অর্থনীতিতে তিনটি স্নাতক ডিগ্রি নেয়ার পর ২০০৯ সালে ভারতে চলে আসেন। ভারতে এসে যশ রাজ ফিল্মস-এ 'জনসংযোগ পরামর্শক' হিসেবে কাজ শুরু করেন। প্রতিষ্ঠানে কর্তব্যরত অবস্থাতেই চলচ্চিত্র পরিচালক মনীশ শর্মার নজরে আসেন। পরবর্তী সময়ে অডিশনের মাধ্যমে তিনি এ প্রতিষ্ঠানের সঙ্গে অভিনেত্রী হিসেবে তিনটি চলচ্চিত্রে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হন। তারপর থেকেই ধীরে ধীরে বলিউডে ব্যস্ত হয়ে পড়েন তিনি। মাঝখানে নয় মাসের বড় একটা বিরতিতে ছিলেন তিনি। সম্প্রতি আবার সরব হয়ে উঠেছেন অভিনয়ে। সাইনা নেহওয়ালের বায়োপিক নিয়ে এ বছর আপনার মোট চারটে ছবি মুক্তি পাচ্ছে তার। তবে এই ছোট ক্যারিয়ারে যতগুলো ছবি করেছেন তার সবগুলোতে অভিনয় করা কিংবা চরিত্র বাছাই করা সঠিক ছিল না বলে মনে করেন এই অভিনেত্রী। পরিনীতি চোপড়া বলেন, 'কোনো কোনো ছবি ভুল বেছেছি। কিন্তু এমন কোনো ছবি নেই যেটায় কাজ করার আগে মনে হয়েছে যে, এটা চলবে না। প্রতিটা ছবি নিয়ে আমি পজিটিভ থাকি। কোনোটা চলে, কোনোটা চলে না। প্রথম তিন বছর আমার প্রত্যেকটা ছবি হিট হয়েছিল। আমি কিন্তু তখন যেভাবে ছবি বাছতাম, আজও সে ভাবেই করি। কখনও কখনও ভাগ্য সহায় হয় না। যে কোনো সৃজনশীল কাজেই সাফল্য-ব্যর্থতা থাকে, তা বলে আমি কী পেলাম আর কী পেলাম না ভেবে সময় নষ্ট করে লাভ নেই। আমার কেরিয়ার গ্রাফটা প্রথমে উঁচুতে ছিল, তারপর নেমে গেল, এখন আবার ধীরে ধীরে উঠছে।' ছবি পরপর ফ্লপ হলে চাপ অনুভব করেন কিনা- এ প্রশ্নের উত্তরে সাংবাদিকদের অনেকটাই দুষলেন তিনি। বললেন, 'চাপ তো আপনারাই তৈরি করেন! সব কিছু নিয়ে সমানে প্রশ্ন করে যান। এটা স্বাস্থ্যকর না। এক সময় অক্ষয় কুমারের পর পর ছ'টা ছবি ফ্লপ হয়েছিল, আমার দিদি প্রিয়াঙ্কারও তাই। কারও কারও তো দশ-এগারোটা ছবি পর পর ফ্লপ করে। সেটা নিয়ে এত মাতামাতি করার তো কিছু হয়নি। আমি কোনো কিছু নিয়ে আফসোস করি না। আমার এত সময় নেই। হিটস অ্যান্ড ফ্লপস আর অল পার্ট অব দ্য গেম। যখন 'গোলমাল' সই করেছিলাম, তখন আপনারা প্রশ্ন করেছিলেন মাল্টি স্টারার ছবিতে কেন কাজ করছি। অথচ আজকের তারিখে ওটাই আমার সবচেয়ে বড় হিট!' তিনি আরও বলেন, 'ছবি ফ্লপ হলে কখনো প্রযোজকের সঙ্গে বা সহ-অভিনেতার সঙ্গে বসে আলোচনা করি। কখনো একা বসে চিন্তা করি। ছবিটা কেন চলল না? কী কী ভুল করেছি? তবে প্রযোজকরা কিন্তু হিট বা ফ্লপের সংখ্যা দেখে অভিনেতা বাছেন না। দর্শক যাদের ভালোবাসে, তাদেরই সুযোগ দেয়া হয়।' আত্মবিশ্বাসী পরিনীতি চোপড়া বলেন, 'যে মুহূর্তে আমি নিজের ওপর বিশ্বাস হারাব, সে মুহূর্তে অজস্র দর্শক আমার ওপর বিশ্বাস হারাবেন। আসলে দর্শকরা আপনাদের মতো করে ভাবেন না। তারা খুবই সিম্পল। এখনো আমাকে কেউ কেউ বলে যে, সে ' মেরি প্যায়ারি বিন্দু' রোজ দেখে। সে এটা ভাবে না যে দু'বছর আগে আমার ছবি নির্বাচনে ভুল ছিল কি না বা এখন আমি কী কী ভুল করছি। এ ভাবে শুধু মিডিয়া চিন্তা করে, কারণ আপনারা ফিল্ম স্টারদের সঙ্গে দিনের অনেকটা সময় কাটান আর এটা আপনাদের কাজ।'