প্রকাশ | ২৮ মার্চ ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
৬ বছর পর চলচ্চিত্রে স্বাগতা তারার মেলা রিপোর্ট একাধারে তিনি অভিনেত্রী, উপস্থাপক এবং কণ্ঠশিল্পী। স্বাগতা অভিনীত সর্বশেষ ছবি 'সূচনা রেখার দিকে'। ২০১৪ সালে অভিনয় করেছিলেন ছবিটিতে। এরপর দীর্ঘ বিরতি। নানা কারণে চলচ্চিত্রে আর অভিনয় করেননি তিনি। সংসার আর নাটকে অভিনয় ও উপস্থাপনাতেই নিজেকে ব্যস্ত রেখেছেন। ছয় বছর পর ফিরেছেন নতুন ছবির শুটিংয়ে। ছবির নাম 'মানুষের বাগান'। নুরুল আলম আতিকের এই ছবিটির মাধ্যমেই চলচ্চিত্রে অভিনয়ের দীর্ঘ বিরতি ভেঙ্গেছেন তিনি। ইতোমধ্যে ছবিটির শুটিংও শেষ করেছেন। এখন চলছে ডাবিংয়ের কাজ। স্বাগতা বলেন, 'ছয় বছর পর ভালো একটি গল্পের ছবিতে অভিনয় করলাম। এখন চলছে ডাবিংয়ের কাজ। ছবিটি নিয়ে এখনই কিছু বলতে চাই না। শুধু বলব গল্পটি অসাধারণ। দর্শক দেখার পরই সেটা বোঝতে পারবেন।' স্বাগতা ছোটপর্দার পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করে পরিচিতি পেয়েছেন। শৈশবে 'টপ মাস্তান' সিনেমাতে শিশুশিল্পীর চরিত্রে অভিনয় শুরু করেন তিনি। নায়িকা চরিত্রে তিনি প্রথম জয়নাল আবেদীনের 'শত্রু শত্রম্ন খেলা' সিনেমাতে অভিনয় করেন এরপর 'কোটি টাকার ফকির', 'অশান্ত মন'ও 'সূচনা রেখা' প্রভৃতি সিনেমাতে অভিনয় করেন স্বাগতা। নায়িকা হিসেবে প্রথম ছবিতেই নায়ক হিসেবে পেয়েছিলেন প্রয়াত নায়ক মান্না।