গাজী মাজহারুল আনোয়ারের গান নিয়ে দিঠি

প্রকাশ | ২৮ মার্চ ২০১৯, ০০:০০

তারার মেলা রিপোর্ট
আজ রাত ১১টায় মাছরাঙ্গা টিভিতে প্রচার হবে দিঠি আনোয়ার ও ইউসুফ আহমেদের সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে 'তোমায় গান শোনাব'র বিশেষ পর্ব। যেহেতু আজকের আয়োজনটির পরিকল্পনা বেশ কিছুদিন আগের। তাই পরিকল্পনা ছিল যে দিঠি আনোয়ার ও ইউসুফ আহমেদ খান গাজী মাজহারুল আনোয়ারের লেখা বিভিন্ন গান গাইবেন। কিন্তু গেল ২৩ মার্চ শাহনাজ রহমতউলস্নাহ'র হঠাৎ মৃতু্যতে অনুষ্ঠানটিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আর তাই অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত বরেণ্য সঙ্গীতশিল্পী শাহনাজ রহমতউলস্নাহ'র প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরুতেই দিঠি আনোয়ার গাইবেন 'আমায় যদি প্রশ্ন করো', 'সাগরের সৈকতে কে যেন দূর হতে', 'আমি তো আমার গল্প বলেছি' গানগুলো। এরপর দিঠি ও ইউসুফ গাইবেন 'তুমি সাত সাগরের ওপার হতে' গানটি। এছাড়াও দিঠি গাইবেন 'ফুলের কানে ভ্রমর এসে'সহ তার বাবা গাজী মাজহারুল আনোয়ারের লেখা আরো কিছু গান। ইউসুফ গাইবেন গাজী মাজহারুল আনোয়ারের লেখা 'ভাবী যেন লাজুক লতা', 'জানতাম যদি শুভ ঙ্করের ফাঁকি'সহ আরো বেশকিছু গান। মূলকথা, দিঠি ও ইউসুফ গাজী মাজহারুল আনোয়ারের লেখা গানগুলো পরিবেশনের পাশাপাশি শাহনাজ রহমতউলস্নাহ'র গাওয়া কিছু গানও পরিবেশন করবেন।