সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৪ এপ্রিল ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বন্ধ থাকছে না সিনেমা হল তারার মেলা রিপোর্ট দেশের সিনেমা হলগুলো '১২ এপ্রিল থেকে' বন্ধের যে ঘোষণা ছিল তা প্রত্যাহার করেছে হল মালিকদের সংগঠন চলচ্চিত্র প্রদর্শক সমিতি। মঙ্গলবার বিকেলে রাজধানীর সচিবালয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠকের পর চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ এবং প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস এ সিদ্ধান্ত জানান। এর আগে বৈঠকে তথ্যমন্ত্রী বলেন, 'সিনেমা হলই যদি বন্ধ হয়ে যায়, তাহলে সিনেমা দেখানো হবে কোথায়! সে কারণে দেশের চলচ্চিত্র বাঁচাতে হলে সিনেমা হল বাঁচাতে হবে। এক সময় সপ্তাহে দুটোর বেশি সিনেমাও মুক্তি পেত। এখন তা হয় না।' হল মালিকদের দাবি প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, 'হল মালিকরা বিদু্যৎ বিলের বাণিজ্যিক হার এবং 'পিক আওয়ার' হার রেয়াতের দাবি জানিয়েছেন। মন্ত্রণালয় থেকে আগেই এ বিষয়ে বিদু্যৎ বিভাগে যোগাযোগ করা হয়েছে, নতুন করে আবারও বিষয়টি আলোচনা করা হবে। দেশি একটি ছবি রপ্তানির বিপরীতে ভারতীয় একটি সিনেমা আমদানির ছাড়পত্র পেতেও যে বিলম্ব হতো, তা দূর করা হবে।' হলিউডে মুগ্ধতা ছড়ালেন প্রিয়াঙ্কা তারার মেলা ডেস্ক মার্কিন মুলুকে অনেক আগে থেকেই জনপ্রিয়তা পেয়েছেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। ধারাবাহিক নাটক ' কোয়ান্টিকো' দিয়েই সাফল্য পাওয়া শুরু তার। এরপর একে একে করে ফেলেছেন তিনটি হলিউড সিনেমা। সেই সঙ্গে মার্কিন পপ তারকা-অভিনেতা নিক জোনাসের সঙ্গে বিয়ের কাজটা সেরে ফেলেছেন প্রিয়াঙ্কা। এবার তার কাজে মুগ্ধ হয়ে তার সঙ্গে কাজ করতে উৎসাহী হলেন 'অ্যাভেঞ্জার্স: এন্ডগেম' পরিচালক জো রুসো। কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে মার্ভেল কমিকসের সিনেমা 'অ্যাভেঞ্জার্স: এন্ডগেম'। জনপ্রিয় অ্যাভেঞ্জার্স সিরিজের এখন পর্যন্ত শেষ সিনেমাটির প্রচারে রুসো এখন ভারতে। তারই প্রোমোশনাল ইভেন্টে এসে পরিচালক জো রুসো জানালেন তিনি ভবিষ্যতে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে কাজ করতে আগ্রহী। প্রিয়াঙ্কায় মুগ্ধ জো এদিন আরও বলেন, 'প্রিয়াঙ্কা অসাধারণ! তার সঙ্গে আমার আলোচনাও চলছে। তবে এখনই বলব না কী নিয়ে আমাদের মধ্যে কথা হচ্ছে।' প্রিয়াঙ্কা মার্ভেল সিরিজে কোনো সুপারহিরো হিসেবে অভিনয় করবেন কি না সেটি নিশ্চিত করেননি পরিচালক এবং নায়িকা। জো রুসোর মতে, মার্ভেল স্টুডিওর সিনেমার জন্য সবচেয়ে দ্রম্নত বাড়তে থাকা বাজার ভারত। বিশ্বের যাবতীয় চলচ্চিত্রের প্রচারের জন্য এটাই প্রথম ঠিকানা। তিথির 'চৈতী চাঁদের আলো' তারার মেলা রিপোর্ট বাজারে এলো প্রতিশ্রম্নতিশীল কণ্ঠশিল্পী জান্নাতে রোম্মান তিথির প্রথম নজরুল সংগীতের একক অ্যালবাম ' চৈতী চাঁদের আলো'। গত ২ এপ্রিল সন্ধ্যা ৬টায় 'ছায়ানট' মিলনায়তনে অনুষ্ঠিত হলো অ্যালবামটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান। 'সাদামাটা' প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারের এই প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ও কবি নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়াম্যান ড. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক কবি মো. আব্দুর রাজ্জাক ভূঁইয়া, বিশিষ্ট সুরকার ও সংগীত পরিচালক শেখ সাদী খান, নজরুল সংগীত শিল্পী খায়রুল আনাম শাকিল, নজরুল ও উচ্চাঙ্গ সংগীত শিল্পী সালাউদ্দিন আহমেদ, উচ্চাঙ্গ সংগীত শিল্পী অনিল কুমার সাহা, বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী রুমী আজনবী ও সাদামাটার পরিচালক ওয়ালিদ আহমেদ।