আফসানা মিমি

বৈশাখ বরণের ধারা অনেকটাই বদলে গেছে

প্রকাশ | ১১ এপ্রিল ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
আফসানা মিমি
এখনকার পহেলা বৈশাখ বরণের ধারা অনেকটাই বদলে গেছে। পহেলা বৈশাখ এখন পান্তা-ইলিশ খাওয়া আর ফেসবুকে সেই ছবি পোস্ট করাই যেন একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে। আমরা যখন ছোট্ট ছিলাম তখন পহেলা বৈশাখ এখনকার মতো এতটা করপোরেট ঘরানার হতো না। নিরেট বাঙালি সংস্কৃতিটাই তখন প্রচলিত ছিল। ছেলেমেয়েরা দলবেঁধে বৈশাখী মেলা দেখতে হাজির হতাম। নাগরদোলায় ওঠা হতো। দেখা হতো বায়োস্কোপ, আরও কত কী। কিন্তু এখন বাংলা বর্ষবরণে মানুষের অংশগ্রহণ বেড়েছে বৈকি সেটি যেন শুধু পান্তা-ইলিশ আর ছবি তোলা পর্যন্তই। তাই এখনকার বর্ষবরণে আগের মতো আর প্রাণ পাই না, আনন্দও করতে পারি না। সাধারণত আমি চেষ্টা করি বাঙালি রীতি মেনে সবকিছু করতে। এবারও তার ব্যতিক্রম হবে না বলে আশা করছি।