তরুণদের নজরুলসংগীত চর্চা

চির তারুণ্যের কবি কাজী নজরুল ইসলাম। তারুণ্যের চেতনার গভীরে যে স্বপ্নজয়ের গল্প লেখা থাকে, সে গল্পকে অপ্রতিদ্বন্দ্বী করে উপস্থাপন করেছেন তিনি। তরুণ প্রজন্মের মধ্যে দিন দিন নজরুলসংগীত চর্চা বাড়ছে। এ প্রজন্মের আধুনিক কণ্ঠশিল্পীরাও ঝুঁকছেন নজরুলসংগীতের প্রতি। এরই মধ্যে অনেক তারকাশিল্পীও কণ্ঠে তুলে নিয়েছেন নজরুলের গান। তাদের সঙ্গে কথা বলেই সাজানো হলো প্রতিবেদনটি

প্রকাশ | ২৩ মে ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ন্যান্সি কনা কোনাল ঐশি
ন্যান্সি নজরুলের গান দিয়েই সংগীতে হাতেখড়ি ন্যান্সির। আধুনিক গানে ক্যারিয়ার শুরুর আগে নজরুলেই স্বপ্ন বুনেছিলেন। সেই ভালোলাগার জায়গা থেকেই 'দুষ্টু ছেলে' অ্যালবামে নজরুলের 'তোমার আকাশে উঠেছিনু চাঁদ' গানটিতে কণ্ঠ দেন। ন্যান্সি বলেন, 'আমার বেসিকই নজরুলের গান দিয়ে। সবাই আমাকে আধুনিক গানের জন্য ডেকেছেন বলেই সেদিকে পরিচিতি এসেছে। কিন্তু নজরুলসংগীতকে আমি সব সময়ই হৃদয়ে লালন করি। নজরুলের গান নিয়ে পুরো একটি অ্যালবাম শুরু করেছিলাম। কিন্তু এখন তো অ্যালবামের পরিবর্তে সবাই সিঙ্গেল গান প্রকাশ করছেন। তার পরও এ বছর অ্যালবামটির কাজ শেষ করে প্রকাশ করার ইচ্ছা আছে।' তিনি আরো বলেন, 'নজরুল আমাদের জাতীয় কবি। তার গান নিয়ে আমাদের আরো বেশি কাজ করা উচিত। অবশ্য গত দুই-তিন বছর টিভি চ্যানেলগুলো নজরুলের জন্মদিন ও মৃতু্যবাষিকীতে নজরুলকে ভালোভাবেই স্মরণ করছে। তার গান যে কত বৈচিত্র্যময় গাইতে গেলেই তা বোঝা যায়।' কনা ২০১১ সালে প্রকাশিত 'সিম্পলি কনা' অ্যালবামে নজরুলের 'প্রিয় যাই যাই বলো না' গানটিতে কণ্ঠ দেন। নিজের প্রথম নজরুলসংগীতটাকে শ্রোতাদের মাঝে ছড়িয়ে দিতে পরের বছর ২০১২তে গানটির ভিডিও প্রকাশ করেন। আলোচিত সেই ভিডিওতে মডেল হন অভিনেতা নিরব। গত বছর নজরুলের জন্মদিনে ভিডিও আকারে প্রকাশ করেন নজরুলের আরেকটি গান 'পরদেশী মেঘ'। কনা বলেন, 'ছোটবেলায় একজন আমাকে বলেছিলেন তুমি যদি নজরুলসংগীত ভালো করে শেখো তাহলে সব ধরনের গানই গাইতে পারবে। নজরুল একাডেমিতে টানা ৯ বছর গান শিখেছি। সেই শিক্ষাটা আমার জীবনে দারুণভাবে কাজে লাগছে। এখন আমি সব ধরনের গানই গাইতে পারছি।' আরো বলেন, 'আমি চাই নতুন প্রজন্মের ছেলেমেয়েরাও নজরুলের গান শিখুক, শুনুক। তাই দুটি গানেরই ভালো মানের ভিডিও প্রকাশ করেছি। সামনেও এ ধারা অব্যাহত থাকবে।' কোনাল আধুনিক গানের আরেক গায়িকা সোমনূর মনির কোনাল নজরুলের গানও খুব পছন্দ করেন। ২০১৬ সালে তিনি নজরুলের 'আবার ভালোবাসার সাধ জাগে' গানটি গেয়ে ভিডিও আকারে প্রকাশ করেন। সে সময় অনেকেই কোনালের এ উদ্যোগের প্রশংসা করেন। কোনাল বলেন, 'অন্যান্য সংগীতের পাশাপাশি ছোটবেলা থেকেই নজরুলের গান চর্চা করে আসছি। আমি মনে করি, একজন শিল্পীর জন্য নজরুলের গান অনেক বড় একটা লেসন। নজরুলের 'আবার ভালোবাসার সাধ জাগে' আমার অসম্ভব প্রিয় একটি গান। সেই জায়গা থেকেই গানটি করেছি। সামনে আরো করার ইচ্ছা আছে। নজরুলের গান তুলনামূলক কঠিন, তাই অনেকেই গাইতে বা শুনতে চান না। কিন্তু এর ভেতর একবার ঢুকে গেলে নেশা ধরে যায়।' ঐশি চ্যানেল আই সেরাকণ্ঠ চ্যাম্পিয়ন রাকিবা ইসলাম ঐশি কিছুদিন আগে সোহেল আরমানের লেখা 'নীল আকাশে বসে' শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি। সোহেল আরমান নির্দেশিত 'হৃদয় আছে যার' নাটকে গানটি ব্যবহৃত হয়েছে। তবে এরই মধ্যে ঐশি প্রথমবারের মতো একটি নজরুলসংগীত গেয়েছেন। 'আমার নয়নে নয়ন রাখি' নজরুলসংগীতটি এরই মধ্যে তার কণ্ঠে রেকর্ড করা হয়েছে বলে জানান ঐশি। নতুন করে গানটির যন্ত্রানুষঙ্গ করেছেন বাসুদেব ঘোষ। ঐশি বলেন, কাজী নজরুলইসলামের এই গানটির প্রতি আমার অন্যরকম ভালোলাগা, ভালোবাসা, টান অনুভব করি সবসময়ই। মূলকথা নজরুলসংগীতের প্রতিই আসলে আমার ভালোবাসাটা একটু না অনেকখানিই বেশি। সেই ভালোবাসা থেকেই আমার নয়নে নয়ন রাখি গানটি করা। আমি চেষ্টা করেছি যথাযথ গাইতে। আমাকে সহযোগিতা করেছেন বাসুদেব ঘোষ দাদা। গানটি নতুন বছরের শুরুতে প্রকাশের ইচ্ছে রাখি। বিভিন্ন অনুষ্ঠানে এর আগে নজরুলসংগীত গাইলেই শ্রোতা- দর্শকের জন্য এবারই প্রথম ঐশি নজরুলসংগীত গাইলেন। চ্যানেল আই সেরা কণ্ঠের চ্যাম্পিয়ন হওয়ার পর বাসুদেব ঘোষের সঙ্গীতায়োজনে দুটি রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলেন ঐশি।