সৌদি কনসার্ট বাতিল করলেন নিকি মিনাজ

প্রকাশ | ১১ জুলাই ২০১৯, ০০:০০

তারার মেলা ডেস্ক
আগামী ১৮ জুলাই দেশটির কিং আবদুলস্নাহ স্পোর্টস স্টেডিয়ামে আন্তর্জাতিক কনসার্টের আয়োজন করার যাবতীয় প্রস্তুতি নিয়েছিল আরব। গায়িকা হিসেবে রাখা হয়েছিল পপ তারকা নিকি মিনাজকে। কনসার্টের আয়োজকদের পক্ষ থেকে এমন ঘোষণার পরপরই আলোচনা-সমালোচনার কেন্দ্রে চলে আসেন মিনাজ। কনসার্টটিতে মদ নিষিদ্ধ করা হয়েছিল সঙ্গে নারীদের আবায়া (এক ধরনের ঢিলেঢালা লম্বা পোশাক) পরিধান করে কনসার্টে আসার নির্দেশনার কথাও উলেস্নখ করা হয়েছে বেশ কয়েকটি গণমাধ্যমে। তবে কনসার্টে নিকি মিনাজের অংশ নেয়া নিয়ে দেশটির নারীদের একটা অংশ নাখোশ হন। তাদের কথায়, নিকি মিনাজের গানগুলো যৌনতা সংক্রান্ত এবং অশ্লীল শারীরিক অঙ্গভঙ্গিপূর্ণ। অথচ সেখানে উপস্থিত সৌদি নারীদের আবায়া পরতে বলা হয়েছে। এমন অবস্থার মধ্যে এক সপ্তাহের মাথায় নিকি মিনাজের পক্ষ থেকে কনসার্ট বাতিলের ঘোষণা দেয়া হয়। তিনি এক বিবৃতিতে বলেন, 'ভেবে চিন্তেই জেদ্দায় বিশ্ব ফেস্টে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।' নিকি আরও বলেন, 'যেখানে আমি শুধু সৌদি আরবে আমার ফ্যানদের জন্য যেতে চেয়েছিলাম। কিন্তু এই ইসু্যটিকে নিয়ে ভালোভাবে জেনে আমার মনে হয়েছে নারীদের অধিকার, এলজিবিটি সম্প্রদায় ও বাকস্বাধীনতাকে গুরুত্ব দেয়া আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ।'