দুই বাংলায় 'ফারিয়া জ্যোতি'

প্রথম বাংলাদেশি অভিনেত্রী হিসেবে কাজ করেছেন হিন্দি ভাষার বিজ্ঞাপনে। চলতি মাসেই পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে তার অভিনীত 'বিবাহ অভিযান' ছবিটি। বর্তমানে ব্যস্ত রয়েছেন 'ঢাকা-২০৪০' নামের একটি চলচ্চিত্রে। এক কথায় নুসরাত ফারিয়ার বৃহস্পতি এখন তুঙ্গে। নিজের ক্যারিয়ার, বর্তমান কাজ ও বিভিন্ন বিষয়ে সম্প্রতি তারার মেলার সঙ্গে কথা বলেছেন তিনি। লিখেছেন রায়হান রহমান

প্রকাশ | ১৮ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
নুসরাত ফারিয়া মাজহার
আজ ঢালিউড তো কাল টলিউড- এভাবেই চলছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার চলমান সময়। মাঝের কিছুটা সময় হালকা বিরতি নিয়ে আবারও দাপট দেখাচ্ছেন দুই বাংলার রূপালি পর্দায়। সম্প্রতি মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়া ও কলকাতার নায়ক অঙ্কুশ অভিনীত 'বিবাহ অভিযান' ছবিটি। কমেডি রোমান্টিক ঘরানার এ ছবিতে রীতিমত বাজিমাত করেছেন ফারিয়া। এ বিষয়ে নুসরাত ফারিয়া বলেন, 'কলকাতার শিল্পীদের সঙ্গে আগেও কাজ করার সুযোগ হয়েছে। তবে এবারই প্রথম, ওখানকার স্থানীয় প্রডাকশনে কাজ করলাম। সত্যি বলতে জার্নিটা অসাধারণ ছিল। অঙ্কুশের সঙ্গে আগেও কাজ করেছি। বন্ধুত্বটা পুরনো। তাই বিবাহ অভিযানে জমিয়ে কাজ করা গেছে।' ফারিয়া আরো বলেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, কাজ শেষে দর্শকদের প্রতিক্রয়া। বিবাহ অভিযান দেখে অনেকেই ইতিবাচক মন্তব্য করছে। শুনে ভালো লাগছে।' এদিকে চলতি মাসেই সাপটা চুক্তির আওতায় 'বিবাহ অভিযান' ছবিটি বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে। এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন হালের আলোচিত এ অভিনেত্রী। 'বিবাহ অভিযানে'র আগেই কলকাতার শিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে নুসরাত ফারিয়ার। পরিচিত সেখানকার চলচ্চিত্র আয়োজনের সঙ্গেও। কথা বলেন এসব নিয়েও। 'কাগজে কলমে দুই বাংলা আছে। যখন দুই বাংলার শিল্পীরা এক হয়ে কাজ করি তখন আমাদের মধ্যে সে বিষয়টি কাজ করে না। সবার টার্গেট থাকে ছবির গল্পকে এগিয়ে নেয়া। সবসময় আমি একটি কথা বলি, 'কলকাতার সবার মধ্যে প্রফেশনালিজমের ব্যাপার আছে। তারা জানে কখন কি কাজ করতে হবে। আর আমাদের দেশীয় ছবির অবস্থা দিনকে দিন ভালো হচ্ছে। দর্শক হলে যাচ্ছে। ছোট একটা দেশ কিছু সমস্যা তো থাকবেই। সেসব মেনে নিয়েই চলতে হবে।' শুধু দুই বাংলাই নয়, অভিনয়ের মুন্সিয়ানা দেখিয়ে পা মাড়িয়েছেন মুম্বাই শহরে। সম্প্রতি ভারতের বিখ্যাত প্রসাধনসামগ্রী প্রতিষ্ঠান 'এভারলাভ টারমারিকে'র বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। এ বিষয় নুসরাত বলেন, এটি হিন্দি ভাষায় করা আমার দ্বিতীয় বিজ্ঞাপন। মূলত বিবাহ অভিযানে কাজ করার সময় বিজ্ঞাপনটির নির্মাতা প্রভাকর শুল্কা আমাকে প্রস্তাব দেন। পরে ব্যাটে বলে মিলে যাওয়ায় কাজটি করেছি।' বলাই যায়, নুসরাত ফারিয়ার বৃহস্পতি এখন তুঙ্গে। একের পর এক দর্শকপ্রিয় কাজ উপহার দিচ্ছেন তিনি। জাজ মাল্টি- মিডিয়ার হাত ধরে চলচ্চিত্রাঙ্গনে এলেও বর্তমানে কাজ করছেন বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে। সম্প্রতি যুক্ত হয়েছেন 'ঢাকা-২০৪০' নামের একটি চলচ্চিত্রে। এতে প্রথমবারের জুটি বেঁধেছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর সঙ্গে। এ নিয়ে নুসরাত ফারিয়া বলেন, 'সম্প্রতি 'ঢাকা-২০৪০' ছবিটির কিছু অংশের শুটিং হয়েছে বিএফডিসিতে। একটানা ১২ দিন কাজ করেছি। মূলত ২০৪০ সালে ঢাকার অবস্থা কেমন হবে এ নিয়েই ছবির গল্প এগিয়েছে। অনেকদিন পর চমৎকার একটি গল্প পেয়েছি। আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে।' দীপঙ্কর দীপন পরিচালিত এ ছবিতে নুসরাত ফারিয়া ও বাপ্পী চৌধুরী ছাড়াও রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এ ছাড়াও মুক্তি অপেক্ষায় আছে নুসরাত ফারিয়ার আরেক ছবি 'শাহেনশা'। এতে ফারিয়াকে দেখা যাবে শাকিব খানের সঙ্গে। শাকিব খানের সঙ্গে কাজ নিয়ে নুসরাত ফারিয়া বলেন, শাকিব খান একজনই। তিনি বাংলাদেশের সুপারস্টার। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। চমৎকার মানুষ তিনি। একজন কো-আর্টিস্ট হিসেবেও বেশ ভালো। তার সঙ্গে বড় পর্দায় 'শাহেনশা'ই আমার প্রথম কাজ। ছবিটি মুক্তির পর সবাই অন্যরকম একটি গল্প দেখতে পাবেন।