মুক্তি পাচ্ছে 'ভালোবাসার রাজকন্যা'

প্রকাশ | ১৮ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
তারার মেলা রিপোর্ট কবি ও চ্যানেল আই-এর অনুষ্ঠান পরিচালক রাজু আলীম প্রথমবারের মতো ছবি নির্মাণ করেছেন। ছবিটির নাম দিয়েছেন 'ভালোবাসার রাজকন্যা'। এর আগে তিনি বহু নাটক ও টেলিছবি নির্মাণ করেছেন। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত ছবিটি ঈদুল আজহায় বড় পর্দায় ও টেলিভিশনে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার দিবে প্রযোজনা প্রতিষ্ঠান। ছবিটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে করেছেন অরুণ চৌধুরী। এ ছবিতে অভিনয় করেছেন মৌসুমী হামিদ, শিপন মিত্র, আবিদ রেহান, ফারজানা চুমকি, কাজী রাজু ও মিলি বাশার প্রমুখ। চ্যানেল আই-এ ছবিটি দেখানো হবে ঈদের দিন বেলা ২.৩০ মিনিটে। এর শুটিং হয়েছে নেপাল ও বাংলাদেশে। ছবিটির দৈর্ঘ্যে ১১০ মিনিট। ছবিতে সংগীত পরিবেশন করেছেন রেজওয়ানা চৌধুরী বন্যা এবং ফেরদৌস আরা। চিত্রগ্রহণ : সুজন মেহমুদ। সুরকার ও সম্পাদনা : শওকত আলী রানা। ছবির গল্পে দেখা যাবে- নায়িকা মৌসুমী পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকতে চায় না। কারণ, তার বড়লোক মায়ের কাছ থেকে অনেক দুঃখ পেয়েছে সে। সুন্দরী ও স্মার্ট তার মা বিজনেস পার্সন। স্বামী মারা গেছেন অনেক আগে। এদিকে বিশ্ববিদ্যালয়ের সুদর্শন তরুণ শিক্ষক আবেগের বশবর্তী হয়ে ভালোবাসে বসেন তারই একমাত্র কন্যা মৌসুমীকে। এটি কোনো ভাবেই মেনে নিতে নারাজ মৌসুমীর মা। সেজন্য পাহাড় থেকে ঝাঁপ দিয়ে মৃতু্যর জন্য সুদূর নির্জন নেপালে যায় মৌসুমী। অতএব, নেপালে গিয়ে মৃতু্যর জন্য প্রস্তুত মৌসুমী। তিনি সেখানের একটি পাহাড়ে উঠে লাফ দেওয়ার সময় বাংলাদেশ থেকে বেড়াতে যাওয়া আরেক তরুণ শিপন ওই পাহাড়েই ছিলেন। তিনি মৌসুমীকে রক্ষার চেষ্টা করেন। শিপন একটি বনজ ওষুধ কোম্পানিতে চাকরির সুবাদে নেপাল বেড়াতে গিয়েছিলেন। এরপর ঘটতে থাকে নানান নাটকীয় ঘটনা।