সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০১ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
গানের মডেল ফজলুর রহমান বাবু তারার মেলা রিপোর্ট 'গানের রাজা' প্রতিযোগিতার প্রথম রানারআপ শফিকুল ইসলাম। যদিও দর্শক ভাবনা ছিল চূড়ান্ত বিজয়ী হবেন। কিন্তু শেষে তা আর হল না। তবে তখনই শফিকুল বলেছিলেন, মৌলিক গান গেয়েই তিনি সামনের জীবনটাকে উৎসর্গ করবেন, জয় করবেন বাংলার মন। শফিকুলের সেই কথা বাস্তবায়নের শুরু হচ্ছে ৩ আগস্ট থেকে। এদিন সিএমভির ব্যানারে মুক্তি পাচ্ছে তার প্রথম মৌলিক গান 'ভাবতে ঘেন্না লাগে'। যে গানের গল্পনির্ভর ভিডিওতে প্রথমবারের মতো মডেল হলেন দেশের অন্যতম অভিনেতা ফজলুর রহমান বাবু। লোক আঙ্গিকের এই গানটির কথা লিখেছেন স্নোহাশীষ ঘোষ। সুর-সংগীতায়োজন করেছেন 'গানের রাজা' অনুষ্ঠানের অন্যতম বিচারক ইমরান মাহমুদুল। অন্যদিকে ফজলুর রহমান বাবুকে মডেল করে ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। এর বিভিন্ন দৃশ্যে আরও দেখা যাবে ইমরান, শফিকুল, সারিকা সাবাহ ও বাঁধনকে। গানটি প্রসঙ্গে ইমরান মাহমুদুল বলেন, 'প্রতিযোগিতার দিনগুলোতে শফিকুলের মধ্যে সম্ভাবনা দেখেছি। ওর কণ্ঠে যে ধরনের গান দারুণ মানায়, প্রতিযোগিতায় সে যে ধরনের গান গেয়েছে, তেমনই একটি গান তৈরি করেছি। যেমনটা চেয়েছিলাম, ও তেমনই গেয়েছে। আমি তো বলব, গানটি শ্রোতাপ্রিয়তা পাবে।' প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি জানায়, ৩ আগস্ট বেলা ৩টায় প্রতিষ্ঠানটির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও উন্মুক্ত করা হবে। পাশাপাশি গানটি শোনা যাবে দেশের সব ক'টি মিউজিক অ্যাপ-এ। শ্রদ্ধার ৩৬ সেকেন্ডের ঝড় তারার মেলা ডেস্ক ভারতের দক্ষিণের সুপারস্টার প্রভাসের সঙ্গে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের 'সাহো' সিনেমাটি মুক্তির তারিখ পিছিয়েছে। তবে আয়োজনের কমতি নেই এ ছবি সংশ্লিষ্ট আয়োজকদের। সম্প্রতি সাহো সিনেমার দ্বিতীয় গানের টিজারে দেখা গেছে এই জুটির অন্যরকম রসায়ন। মঙ্গলবার মুক্তি পেয়েছে এই ছবির দ্বিতীয় গান 'ইন্নিসনি'র টিজার। মাত্র ৩৬ সেকেন্ডের এই টিজারেও জমেছে প্রভাস ও শ্রদ্ধার কেমিস্ট্রি। নতুন যুগের লাভ অ্যানথেম বলা হচ্ছে এই গানকে। এই গানের একটি পোস্টার ইনস্টাগ্রামে পোস্ট করেন শ্রদ্ধা।