কলকাতা উৎসবে শামীম জামানের 'দি রিলেশনশিপ'

প্রকাশ | ২২ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
তারার মেলা রিপোর্ট টিভি নাটকের পরিচিত মুখ শামীম জামান। অভিনয়ের পাশাপাশি এই অভিনেতা নিয়মিত নাটক নির্মাণও করেন। সম্প্রতি শামীম জামান প্রথমবারের মতো নিজের গল্প ভাবনায় আমানুল হক হেলালের রচনায় একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। ইউনিটি পিকচার্সের আয়োজনে কলকাতার টিএনআইএসএফএফ-২০১৯ আন্তর্জাতিক ফেস্টিভ্যালে 'দি রিলেশনশিপ' স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রদশিত হবে আজ ২২ আগস্ট বিকেল ৩টায় রোটারী সদন, কলকাতা। এতে অভিনয় করেছেন শামীম জামান, আমানুল হক হেলাল, চাঁদনী প্রমুখ। এ প্রসঙ্গে শামীম জামান বলেন, এটি আমার পরিচালিত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। কিন্তু এর গল্পটি সমসাময়িক। একটি প্রাইভেট হাসপাতালের অনিয়ম এবং অমানবিক ঘটনা নিয়ে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। তবে এটি নির্মাণ করতে গিয়ে আমাকে নানান বাধার সম্মুখীন হতে হয়েছে। কেউ কোনো হাসপাতালে শুটিংয়ের জন্য পারমিশন দিতে রাজি হয়নি। কারণ তারা দেখেছে তাদের বিরুদ্ধেই গল্পটি। তবে গল্পটি সবার বিরুদ্ধে নয় যারা অমানবিক তাদের বিরুদ্ধে। অনেক হাসপাতাল ঘুরে একটা হাসপাতাল কর্তৃপক্ষ পারমিশন দিলে তারপর শুটিং করেছি। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি আরো কয়েকটি দেশের আন্তর্জাতিক ফেস্টিভ্যালে পাঠানো হয়েছে। এবং আশা করি সাফল্য আসবে। ভবিষ্যতে আরও ভালো কিছু করার ইচ্ছে আছে।