প্রকাশ | ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বঙ্গবন্ধুকে নিয়ে নতুন গান তারার মেলা রিপোর্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেল থেকে বাংলায় ফিরে আসেন ১৯৭২ সালের ১০ই জানুয়ারি। ঐতিহাসিকভাবে তার ফিরে আসাকে কেন্দ্র করে একটি গান গেয়েছিলেন ভারতের বিখ্যাত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। গানটির শিরোনাম ছিল 'বঙ্গবন্ধু ফিরে এলে', লিখেছিলেন আবিদুর রহমান, সংগীতায়োজনে ছিলেন সুধিন দাসগুপ্ত। এই গানটি নতুন করে গেয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ইলিয়াস হোসাইন। সংগীত করেছেন এমএমপি রনি। গানটি প্রসঙ্গে শিল্পী ইলিয়াস জানান, বঙ্গবন্ধু নামটি বাঙালি জাতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। তিনি না থাকলে আজ আমরা স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ পেতাম না। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে গানটি নতুন করে গেয়েছি। 'বঙ্গবন্ধু ফিরে এলে' মুজিবনগরে গানটির আধুনিকভাবে শুটিং শেষ করেছি। যেখানে ভিএফএক্সের কিছু কাজ থাকবে। গানের শিল্পী ইলিয়াস আরও জানান, তিনি এবারই প্রথম কোনো রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে গান করলেন। এর আগে শেখ হাসিনাকে নিয়ে নির্মিত ডকুফিল্ম 'হাসিনা-অ্যা ডটারস টেল' দেখে ১৩ মিনিটের একটি ভিডিও স্পিচ দিয়েছিলেন। উলেস্নখ্য, আগামীকাল ৬ সেপ্টেম্বর (শুক্রবার) 'স্টেজ ফর ইউথ' সংগঠনের অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে বঙ্গবন্ধুকে নিয়ে ইলিয়াস তার এই গানটি মুক্তি দিচ্ছেন। তিনি বলেন, স্টেজে গানটি দেখানোর পর 'স্টেজ ফর ইউথ'-এর অফিশিয়াল ফেসবুক পেজে দর্শকদের জন্য গানটি অবমুক্ত করা হবে। 'পরাণ' ছবির শুটিং শুরু তারার মেলা রিপোর্ট 'পোরামন টু', 'দহন' সিনেমাখ্যাত পরিচালক রায়হান রাফি শুরু করেছেন তার নতুন সিনেমার শুটিং। ছবির নাম 'পরাণ'। ময়মনসিংহে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে সিনেমার শুটিং। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ এবং ইয়াশ রোহান। প্রথম দিনে রাজ ও মিমকে নিয়ে হয়েছে ছবির শুটিং, বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক রায়হান রাফি। তিনি জানান, ময়মনসিংহে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত শুটিং করার পরিকল্পনা আছে তাদের। শিগগিরই ইয়াশ যুক্ত হবেন তাদের সঙ্গে। মফস্বলের তিন তরুণের জীবন এবং সেই জায়গার বিভিন্ন ক্রাইসিস, আবেগ, অনুভূতি উঠে আসবে ছবিতে। ছবিতে ভালোবাসা যেমন থাকবে, তেমন থাকবে নেশা, রাজনীতি, বিয়ে বিচ্ছেদসহ বিভিন্ন ঘটনা। ছবিটি মফস্বলের প্রেক্ষাপটে, তাই মিমের রূপ-লাবণ্যের জৌলুসটা মিস করতে পারেন দর্শকরা। আবার একেবারে হতাশও হবেন না। মিম আগেই বলেছিলেন, 'আমার চরিত্রটা নন গস্ন্যামারস বিষয়টা এমন না। চরিত্রটা একটু ক্যাজুয়াল, তার কথা বলা বা তার পোশাকে মফস্বলের ছাপ আছে।' তবে 'লাল লিপস্টিক'-এর মতো সৌন্দর্য ছড়াবেন না তিনি, এটা নিশ্চিত। মফস্বলের একটি মেয়ে ও তার আশপাশের আনন্দ, ভালোবাসা ও সমস্যা উঠে আসবে মিমের চরিত্রে। এর বেশি বলতে চাননি মিম। আর ছবিতে নিজের চরিত্র নিয়ে রাজ বলেন, 'আমি এমন একটা চরিত্রের জন্য অপেক্ষা করছিলাম বলতে পারেন। অর্থাৎ, আমার মনে হয়েছে এই চরিত্রে চ্যালেঞ্জ আছে, অভিনয় করার সুযোগ আছে। সে কারণেই আমি ছবিটি করছি। তা না হলে আরও অনেক ছবির মতো এটাও ছেড়ে দিতাম।' 'পরাণ' ছবিতে বিদ্যা সিনহা মিম অভিনয় করছেন নামভূমিকায়। এতে মিমকে ডাকা হবে পরাণ নামে। আগরতলা বাংলাদেশ উৎসবে 'অন্তর জ্বালা' তারার মেলা রিপোর্ট ঢাকাই চলচ্চিত্রের গুণী নির্মাতা মালেক আফসারি পরিচালিত 'অন্তর জ্বালা' সিনেমাটি দেশের রেকর্ডসংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। আলোচিত এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন জায়েদ খান-পরীমনি। জেড কে মুভিজ প্রযোজিত 'অন্তর জ্বালা' সিনেমাটি মুক্তির পর প্রশংসা কুড়িয়েছেন জায়েদ খান, পরীমনি, জয় চৌধুরী, বড়দা মিঠুসহ অনেকেই। এবার আগরতলা-বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে যাচ্ছে 'অন্তর জ্বালা' সিনেমাটি। আগামী ১৬ সেপ্টেম্বর সিনেমাটি প্রদর্শিত হবে বলে জানান সিনেমাটির চিত্রনায়ক জায়েদ খান। এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, 'অন্তর জ্বালা' বাংলাদেশের রেকর্ডসংখ্যক হলে মুক্তি পেয়েছিল। মুক্তির পর বেশ ভালো সাড়া পেয়েছি। আগরতলা-বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে সিনেমাটি প্রদর্শনের জন্য আমন্ত্রণ পেয়েছে। এটা খুবই আনন্দের। আশা করছি, সেখানেও প্রশংসা কুড়াবে।' 'আমি জেল থেকে বলছি', 'হীরা চুনি পান্না', 'লাল বাদশা', 'রাজা', 'মৃতু্যর মুখে', 'এই ঘর এই সংসার', 'ধনী গরীব', 'গোলমাল'সহ বেশকিছু জনপ্রিয় সিনেমা নির্মাণ করেছেন 'মাস্টার মেকার'খ্যাত নির্মাতা মালেক আফসারি। রানুকে নিয়ে বিরক্ত লতা মঙ্গেশকর! তারার মেলা ডেস্ক লতা মঙ্গেশকরের জনপ্রিয় গান 'এক পেয়ার কা নাগমা' গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন রানু মন্ডল। তার জীবন বদলে যায়। রানুকে অনেকেই লতা বলেও ডাকতে শুরু করেছেন। কারণ তার গায়কী অনেকটা লতার মতোই। লতা মঙ্গেশকর নিজেও শুনেছেন রানুর গান। রানুকে এ কালের লতা বলা হচ্ছে এই কথাও তার জানা। লতার প্রতিক্রিয়া জানার অপেক্ষায় ছিলেন সংগীতাঙ্গনের মানুষেরা। ভারতীয় এক গণমাধ্যমে অবশেষে রানু বিষয়ে মন্তব্য করেছেন লতা মঙ্গেশকর। তিনি বলেছেন, 'এটা দর্শকের সাময়িক উচ্ছ্বাস, রানুকে নিয়ে দর্শকের উচ্ছ্বাস হয়তো বেশিদিন থাকবে না।' রেলস্টেশন থেকে উঠে আসা একজন শিল্পীকে সবাই লতা বলছে তা নিয়ে লতা মঙ্গেশকরের ভাবনা নেই। সংগীত জীবনের দীর্ঘ অভিজ্ঞতার আলোকেই কথা বলেছেন তিনি। ভারতীয় সংগীতের জীবন্ত কিংবদন্তি গায়িকা বললেন, 'কেউ আমার নাম নিয়ে সুনাম অর্জন করলে অনেক ভালো লাগে। নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হয়। কিন্তু আমার মনে হয়, অনুকরণ করে কেউ কখনো দীর্ঘস্থায়ী হয় না।' লতা মঙ্গেশকর বলেন, 'কিশোর কুমার দা, মোহাম্মদ রাফি কিংবা আমার গান গেয়ে অনেকেই প্রশংসা কুড়িয়েছে। কিন্তু শেষ পর্যন্ত টেকেনি। টিকে থাকতে হলে অবশ্যই নিজস্ব গায়কী ঢং লাগবে।' উঠতি গায়কদের পরামর্শ দিয়ে লতা বলেন, 'মৌলিক হও। আমার বা আমার সহযাত্রীদের চিরসবুজ গানগুলো গাইতে পার, কিন্তু সেই সঙ্গে একজন গায়কের উচিত নিজের গানের সন্ধান করা। যেমন আমার বোন আশা ভোঁসলে যদি নিজের গায়কি তৈরি করতে না পারত, তবে চিরকাল আমার ছায়া হয়ে থাকত। কীভাবে নিজস্বতা তৈরি করতে হয়, সেটার বড় উদাহরণ সে।' গান ভাইরালের মাধ্যমে রানুর জীবনের মোড় ঘুরে যায়। রাতারাতি জনপ্রিয় বনে যান রানু। এরই মধ্যে কলকাতায় দুর্গাপূজার একটি থিম সং করেছেন রানু। পরে হিমেশের সুর দেয়া 'তেরি মেরি' গানটি করেন। হিমেশ রেশমিয়ার পর রানুকে এবার 'দাবাং ৩'র জন্য প্রস্তাব দিয়েছেন সালমান। শিগগিরই হয়তো এই গানটির রেকর্ডিংয়ে দেখা যাবে রানুকে। রানুর বায়োপিকও নির্মাণ হতে যাচ্ছে শিগগিরই। ফের শুটিং-এ ব্যস্ত নুসরাত জাহান তারার মেলা ডেস্ক স্বামী-সংসার, সংসদ সবমিলে দম ফেলার সময় নেই নুসরাত জাহানের। এতটাই ব্যস্ত এই নায়িকা। ভক্তরা ভাবছিলেন হয়তো প্রিয় এ অভিনেত্রীকে আর সিনেমার পর্দায় দেখাই যাবে না। তবে সব দুশ্চিন্তা পেছনে ফেলে নতুন সিনেমার শুটিং শুরু করলেন নুসরাত জাহান। সাময়িক বিরতি কাটিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন নুসরাত। ছবির নাম 'অসুর'। পরিচালনা করেছেন পাভেল। সিনেমায় নুসরাতের সঙ্গে দেখা যাবে আরও দুই অভিনেতা আবীর চট্টোপাধ্যায় এবং জিৎকে। কয়েকদিন আগে সিনেমাটির ছবির শুটিং শুরু হয়েছিল। নায়িকা প্রসঙ্গে পরিচালক পাভেল বলেন, 'নুসরাত আমার ছবিতে সারপ্রাইজ এলিমেন্ট। সাধারণত নায়িকাদের দেরি করে আসা নিয়ে আমি খুব বিরক্ত হই। তবে নুসরাত রাজনৈতিক কাজ সামলেও কোনও ঝামেলা করেনি। এত ভালো অভিনয় করছে যে, এই ছবি তার ক্যারিয়ারে মাইলফলক হবে।' এদিকে কদিন আগেই নিজের ইনস্টাগ্রাম থেকে অভিনেতা জিতের সঙ্গে শুটের ছবি শেয়ার করেছেন নুসরাত। হ্যাশট্যাগে লিখেছেন, 'শুট মোড'। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষদিকে বড় পর্দায় দর্শকরা নুসরাতকে দেখতে পাবেন। শুভমিতার নতুন গান তারার মেলা ডেস্ক বাংলাদেশের বেশকিছু গান গেয়েছেন কলকাতার কণ্ঠশিল্পী শুভমিতা। তার গাওয়া 'এক জীবন' গানটি মানুষের মুখে মুখে ফেরে। এবার বঙ্গবন্ধুকে নিয়ে গানে কণ্ঠ দিলেন ওপার বাংলার নন্দিত কণ্ঠশিল্পী শুভমিতা। 'দেখো তোমার জন্যে বাংলার আকাশে গাঙচিল উড়ে যায়, দেখো তোমার জন্যে রঙতুলিতে কত শিশু ছবি এঁকে যায়, টুঙ্গীপাড়ার মেঠোপথ ধরে সবুজের বুক চিরে আবার এসো পিতা সেই মধুমতি নদীর তীরে' এমন কথার গানটি লিখেছেন কবি সুজন হাজং। সুর করেছেন যাদু রিছিল ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। 'আবার এসো পিতা' শিরোনামের এই গানটিতে সোমবার সন্ধ্যায় কলকাতার গড়িয়াহাট 'গান বাজনা' স্টুডিওতে কণ্ঠ দেন শুভমিতা। সংগীতশিল্পী শুভমিতা বলেন, 'বাংলাদেশের জাতির পিতাকে নিয়ে গান গাইতে পেরে সম্মানিত বোধ করছি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বাঙালির আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। গানের কথা খুব চমৎকার। বঙ্গবন্ধুর প্রতি সত্যিকারের ভালোবাসা না থাকলে এমন গান লেখা যায় না। গানের লাইনগুলো হৃদয়ে গেঁথে গেছে তাই গানটি মুখস্থ গেয়েছি। আশা করি এই গানটির মধ্যে বাংলাদেশের মানুষ তাদের জাতির পিতার প্রতিকৃতি খুঁজে পাবে।'