আলোচনায় তাপসী পান্নু

প্রকাশ | ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
তারার মেলা ডেস্ক বলিউডে নিত্যনতুন যোগ হচ্ছে অভিনেতা-অভিনেত্রী। আবার কেউ কেউ দীর্ঘদিন ধরে অভিনয় করলেও সাম্প্রতিক সময়ে আলোচনায় উঠে এসেছেন। এমন রহস্যজনক পরিক্রমার জন্যই বিশ্বব্যাপী বলিউডের পরিচিতি। পরিসংখ্যানও রয়েছে এর পক্ষে। ঠিক তেমনই একজন অভিনেত্রী তাপসী পান্নু। বলিউডে তার পথচলা আজকের নয়। দেখতে দেখতে ক্যারিয়ারের ১০ বছর অতিক্রম করে ফেলেছেন এ অভিনেত্রী। তবুও যেন হালে পানি নেই। উলেস্নখ করার মতো কোনো ছবি নেই তার। তবে হঠাৎ করেই চলতি বছর আলোচনায় উঠে এসেছেন এই নায়িকা। হাল সময়ে তাকে নিয়ে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মতোই আলোচনা হচ্ছে। এর নেপথ্য কারণ, পান্নু অভিনীত নতুন ছবি 'রেশমি রকেট'। ছবিটি মূলত খেলাধুলাবিষয়ক। গুজরাটের প্রত্যন্ত গ্রামের একটি মেয়ে কিভাবে হাজারও প্রতিবন্ধকতা পেরিয়ে নিজের অ্যাথলেট হওয়ার স্বপ্ন পূরণ করেছেন; সেই দৃশ্যই দেখা যাবে এ ছবিতে। এর মূল চরিত্রে থাকছেন তাপসী পান্নু। এর আগেও তাকে খেলোয়াড়ের জীবনে ঘটে যাওয়া উত্থান-পতনের গল্প নিয়ে নির্মিত 'সুরমা'তে দেখা গেছে। তবে 'রেশমি রকেট'র মতো এত আলোচনা কখনোই হয়নি। ইতোমধ্যেই তাপসী পান্নু অভিনীত 'রেশমি রকেট'র পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে রেশমি চরিত্রে তাপসীর লুক দেখে চলছে নেট দুনিয়ায় উন্মাদনা। জানা গেছে, গুজরাটের একটি উপত্যকায় বেড়ে ওঠা এক দুরন্ত মেয়ের দৌড়ের গতি দেখে গ্রামের লোকে তাকে আদর করে 'রকেট' নাম দেয়। হাজারটা বাধা সত্ত্বেও রেশমি পৌঁছে যায় নিজের লক্ষ্যে। এসব দেখানো হবে এ ছবিতে। এটি পরিচালনা করছেন আকর্ষ খুরানা। অবশ্য ছবির পোস্টার প্রথম প্রকাশ্যে এনেছেন অভিনেতা অক্ষয় কুমার। এ অভিনেতার মুক্তি পাওয়া শেষ ছবি 'মিশন মঙ্গল'-এ সহ-অভিনেতা হিসেবে দেখা গিয়েছিল তাপসীকে। নিজ টুইটারে শেয়ার করে অক্ষয় লিখেছেন, 'রকেট তার পরবর্তী মিশনের জন্য তৈরি। তবে এবার একটু অন্য পথে। দেখে নিন রেশমি হিসেবে তাপসীর নতুন রূপ।' 'রেশমি রকেট' ছবিতে অভিনয় নিয়ে তাপসী বলেন, 'গল্পটা শুনেই আমার খুব পছন্দ হয়েছিল। রেশমির জীবনে ধীরে ধীরে যে নাটকীয় মোড় আসে, তা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল। জীবনে যে ক'টা ছবি করেছি, তার মধ্যে এই ছবিটা একেবারে অন্যরকম। এদিকে ২০১০ সালে রাগবেন্দ্র রায়ের হাত ধরে বলিউডে অভিষেক ঘটে তাপসী পান্নুর। এতে তিনি এক ধনকুবের মেয়ের চরিত্রে অভিনয় করেন। বলিউডের পাশাপাশি সমান তালে কাজ করেছেন তামিল ছবিতেও। ঠিক এক বছর পরেই প্রভাস ও কাজল আগারওয়ালের মতো অভিনয় শিল্পীদের সঙ্গে অভিনয় করেন তিনি। তবে কখনোই আলোচনায় আসতে পারেননি তিনি। তবুও চেষ্টা চালিয়ে যান এ অভিনেত্রী। এ বিষয় সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে তিনি বলেন, আমার দীর্ঘদিনের পথ চলার মাঝে অনেক চড়াই-উতরাই পেরোতে হয়েছে। কেউ আমাকে এক চুল পরিমাণ ছাড় দেয়নি। নিজের যোগ্যতায় আমি এত দূর এসেছি। তবে সবসময় চেষ্টা করেছি সৎ থাকতে। আর সবসময় ভালো গল্পের কাজ খুঁজতাম। হয়তো রেশমি রকেট তেমনই একটি গল্প নির্ভর ছবি, যেমনটি আমি করতে চেয়েছিলাম।'