গল্পটি পদ্মার...

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
আইরিন সুলতানা
তারার মেলা রিপোর্ট সব সময়ই ছিলেন আলোচনায়। তবে সে আলোচনা কখনোই প্রশংসায় রূপ নেয়নি। কোনো এক অদ্ভুত কারণে চলচ্চিত্রাঙ্গনে নিজের দু্যতি ছড়াতে বরাবরই ব্যর্থ হয়েছেন তিনি। বলা হচ্ছে, চিত্রনায়িকা আইরিন সুলতানার কথা। আগামীকাল প্রথম বারের মতো কলকাতায় মুক্তি পাচ্ছে এ অভিনেত্রীর নতুন একটি সিনেমা। নাম 'পদ্মার প্রেম।' শুরু থেকেই নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছেন এ অভিনেত্রী। তবে এখনো সাফল্য নামের সোনার হরিণ ধরা দেয়নি তার ক্যারিয়ারে। মুক্তিপ্রাপ্ত সিনেমার তালিকায় নেই ব্যবসায় সফল কোনো সিনেমার নাম। তবে হাল ছাড়ার পাত্রী নন আইরিন। একের পর এক চলচ্চিত্রে কাজ করেই যাচ্ছেন তিনি। সেই ধারাবাহিকতায় ভালো চিত্রনাট্যে কাজের অঙ্গীকার নিয়ে এ বছরের শুরুর দিকে অভিনয়ে নেমেছিলেন 'পদ্মার প্রেম' শিরোনামের ছবিতে। এরই মধ্যে সিনেমাটির সব কাজ শেষ হয়েছে। এখন মুক্তির পালা। আগামীকাল কলকাতার ২৫টি সিনেমা হলে মুক্তি পাবে 'পদ্মার প্রেম'। তবে সিনেমার নামে এসেছে হালকা পরিবর্তন। বাংলাদেশে সিনেমাটির নাম 'পদ্মার প্রেম' হলেও কলকাতায় মুক্তি পাবে 'পদ্মার ভালোবাসা' শিরোনামে। এ বিষয়টি আইরিন নিজেই নিশ্চিত করেছেন। সিনেমাটি পরিচালনা করেছেন হারুনুজ্জামান। আগামীকাল কলকাতার ২৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবার পর একে একে উড়িষা ও ভোজপুরিতেও মুক্তি পাবে 'পদ্মার ভালোবাসা' সিনেমাটি। এর মধ্য দিয়ে এবারই প্রথম আইরিন অভিনীত কোনো সিনেমা ওপার বাংলায় মুক্তি পাচ্ছে। এ বিষয়ে আইরিন বলেন, " 'পদ্মার ভালোবাসা' সিনেমায় নামভূমিকায় অভিনয় করছি আমি। একটু ভিন্ন ধরনের গল্প নিয়ে নির্মিত এ সিনেমাটির প্রযোজক ঢাকার এবং কলকাতার। যে কারণে দুই বাংলাতেই সিনেমাটি মুক্তি পাচ্ছে। আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তবে এবারের সিনেমা মুক্তির বিষয়ে ভালো লাগাটা একটু অন্যরকম। কারণ আমার অভিনীত সিনেমা কলকাতায় মুক্তি পাচ্ছে।" প্রথমবারের মতো কলকাতায় নিজের অভিনীত ছবি মুক্তি পাওয়ায় বেশ উচ্ছ্বসিত আইরিন। তবে সিনেমাটি মুক্তি উপলক্ষে তিনি কলকাতায় যাবেন কীনা তা এখনো নিশ্চিত নয়। জানা গেছে, 'পদ্মার ভালোবাসা' সিনেমায় ষাটের দশকের কাহিনি দেখানো হয়েছে। এতে আইরিনকে দেখা যাবে গ্রামের একটি প্রভাবশালী পরিবারের মেয়ের চরিত্রে। সিনেমাটির গল্প পদ্মার পাড় ঘেঁষে যাওয়া একটি গ্রামের মানুষের জীবন নিয়ে। আজ সকাল ১১টায় রাজধানীর মধুমিতা সিনেমা হলে শুরু হতে যাওয়া 'সালমান শাহ জন্মোৎসব'-এ উপস্থিত থাকবেন আইরিন। এদিকে মুক্তির মিছিলে রয়েছে আইরিন অভিনীত বেশ কয়েকটি সিনেমা। তার মধ্যে কলকাতার রাজা দীপ্ত ব্যানার্জির নির্দেশনায় 'শিবরাত্রি' সিনেমা অন্যতম। তবে সিনেমাটি কবে মুক্তি পাবে তা এখনো নিশ্চিত নয়। এরই মধ্যে আইরিন শেষ করেছেন অনন্য মামুনের 'পার্টনার' ও আশিকের নির্দেশনায় 'থার্টিফাইভ মিলিমিটার' সিনেমার কাজ। শেষ করেছেন সৈকত নাসিরের নির্দেশনায় একটি ক্রিমের বিজ্ঞাপনের কাজও। মুক্তির অপেক্ষায় আছে আইরিন অভিনীত বুলবুল জিলানী পরিচালিত 'রৌদ্র ছায়ার খেলা' সিনেমাটি। তবে বিভিন্ন কারণে আটকে আছে আমিরুল ইসলাম শোভা পরিচালিত 'সেভ লাইফ' সিনেমার কাজ। এদিকে অনন্য মামুনের নির্দেশনায় 'ধোঁকা' ওয়েব সিরিজে প্রথমবারের মতো একজন মাফিয়ার ভূমিকায় অভিনয় করেছেন আইরিন। দেবাশীষ বিশ্বাস পরিচালিত 'ভালোবাসা জিন্দাবাদ' সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে নায়িকা হিসেবে আইরিনের অভিষেক হয়। এরপর তার অভিনীত সাইফ চন্দনের 'ছেলেটি আবোলতাবোল মেয়েটি পাগল পাগল', এস এ হক অলিকের 'এক পৃথিবী প্রেম', আলভী আহমেদের 'ইউটার্ন', আকাশ আচার্য্যর 'মায়াবিনী'সহ বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। অরণ্য পলাশের 'গন্তব্য' সিনেমার কাজও শেষ করেছেন আইরিন।