ভাবনার চলমান ভাবনা

আশ্‌না হাবিব ভাবনা। ছোট পর্দার এই ব্যস্ত অভিনেত্রী নতুন করে আলোচনায় আসেন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। অনিমেশ আইচের 'ভয়ঙ্কর সুন্দর' ছবিতে নাম ভূমিকায় অভিনয় করে খুব সহজেই চলচ্চিত্রবোদ্ধাদেরও নজর কাড়েন তরুণ এই মডেল অভিনেত্রী। সমসাময়িক বিষয় নিয়ে তারার মেলার সঙ্গে কথা হয় তার। লিখেছেন- মাসুদুর রহমান

প্রকাশ | ১০ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
আশ্‌না হাবিব ভাবনা
আপন ভাবনা.... দীর্ঘ ক্যারিয়ারে নানা চরিত্রে সাবলীল অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী ভাবনা। নিয়মিত তাকে টিভি পর্দায় দেখা না গেলেও নিজেকে ব্যস্ত রাখেন আপন কাজে। মন যখন যা চায় তখন তাই করেন তিনি। মনের বিরুদ্ধে কোনো কিছু করতে চান না এই অভিনেত্রী। তিনি বলেন, 'মন সায় না দিলে আমি কোনো কিছু করার পক্ষে নই। জোর করে কিছু করলে তার ফলাফলও ভালো আসে না। আমি যখন যা করি তা মন থেকেই করি। এ জন্যই অনেকের মতো টিভি নাটকে আমাকে নিয়মিত দেখা যায় না। অনেকেই হয়তো ভাবতে পারেন কাজ পায় বলেই ভাবনা নাটক কম করেন। আসলে তা নয়। আমি কাজের প্রস্তাব নিয়মিত পাই। কিন্তু মনের মতো না হলে অভিনয় করি না। ব্যস্ত শিল্পী নই, প্রকৃত অভিনয় শিল্পী হতে চাই।' গল্প ও চরিত্র ভাবনায়... এ সময়ের ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে দর্শকের কাছে সমাদৃত ও নন্দিত অভিনেত্রী হিসেবে নাম রয়েছে ভাববনার। সব সময়ই ভাবনা চেষ্টা করেন চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে। নাটক বা টেলিফিল্মের গল্প এবং নিজের চরিত্র পছন্দ না হলে ভাবনাকে সাধারণত অভিনয়ে দেখা যায় না। এ নিয়ে ভাবনা বলেন, 'সংখ্যার চেয়ে মানকে গুরুত্ব দিই বলেই বরাবরই গল্পনির্ভর নাটকে কাজ করি। এমনো হয়েছে শুটিংয়ের আগের দিন স্ক্রিপ্ট পেয়েছি, গল্প পছন্দ না হওয়াই সে নাটকে অভিনয় করিনি। নিজের চরিত্রের গুরুত্ব না থাকলে তাতে কাজ করি না। আমার অভিনীত প্রায় নাটকগুলোতেই গুরুত্বপূর্ণ এমনকি চ্যালেঞ্জিং চরিত্রে দেখা গেছে আমাকে।' নাটকের ভাবনা... বর্তমানে তিনটি ধারাবাহিকে অভিনয় করছেন ভাবনা। এর মধ্যে বাংলাভিশনে এস এ হক অলিকের পরিচালনায় 'জায়গির মাস্টার', মাছরাঙা টিভিতে নজরুল ইসলাম রাজুর 'ঘুমন্ত শহরে' এবং নতুন ধারাবাহিক নাটক 'গোলস্নাছুট'-এ অভিনয় করছেন তিনি। নাটক তিনটি নিয়ে ভাবনা বলেন, 'যেহেতু টিভি পর্দায় নিজেকে বারবার দেখানোর ইচ্ছে আমার একেবারইে নেই। তাই বেছে বেছে কাজ করি। একই চরিত্রে বারবার অভিনয় না করে বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে ভাঙতে চাই। তাই যে তিনটি ধারাবাহিকে কাজ করছি সেগুলোর গল্প ও চরিত্রে একটির সঙ্গে আরেকটির কোনো মিল নেই।' ধারাবাহিকের পাশাপাশি খন্ড নাটকেও কাজ করছেন এই অভিনেত্রী। সম্প্রতি 'শেষ দেখা' ও 'মাপকাঠি' নাটকের শুটিং শেষ করেছেন ভাবনা। চলচ্চিত্রের ভাবনা... শুধু নাটকে নয়, ভাবনা অভিনয় করেছেন চলচ্চিত্রেও। বছর দুই আগে মুক্তি পায় তার অভিনীত চলচ্চিত্র 'ভয়ংকর সুন্দরী'। এতে তার অভিনয় প্রশংসিত হলেও এরপর নতুন কোনো চলচ্চিত্রে দেখা যায়নি ভাবনাকে। নতুন চলচ্চিত্র নিয়ে ভাবনা বলেন, ' 'ভয়ংকর সুন্দরী'র মুক্তির পর বেশ কিছু চলচ্চিত্রের প্রস্তাব পেয়েছি। কিন্তু যে ধরনের সিনেমা আমি করতে চাই সেসব ছবির প্রস্তাব পাচ্ছি না। গড়পড়তা ছবিতে অভিনয় করে সিনেমার নায়িকা হওয়ার ইচ্ছে আমার নেই। আমি সিনেমার নায়িকা হতে চাই না, গল্পের নায়িকা হতে চাই। নাচের ভাবনা... অনেকেই হয়তো জানেন না, ভাবনা শুধু অভিনেত্রীই নন, তিনি একজন নাচের শিল্পীও। সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে চলতি বছরেও দেশের বাইরে গিয়েছেন নাচ নিয়ে। তিনি বলেন, 'আমি নাচও করি। অনেকেই হয়তো জানেন না। ছোটবেলা থেকেই নাচ করি। সরকারের তত্ত্বাবধানে এ বছর ভিয়েনাতে ও ব্রম্ননাই গিয়েছি নাচ করতে।' নিজের ভুলে ভাবনা... নিজের কাজ নিয়ে অনেকেই পরিতৃপ্ত হন। কাজের প্রচারণাও করেন কেউ কেউ। কিন্তু ভাবনা নিজের কাজ নিয়ে সন্তুষ্ট হন না কখনোই। তিনি বলেন, 'নিজের কাজ যখন নিজে দেখি তখন হাজারো ভুল বের হয়। কাজে পরিতৃপ্ত হওয়া যায় না। আর ভুল সংশোধনের জন্য নিজে সচেতন হই।' \হলেখালেখিতে ভাবনা... অভিনয়ের পাশাপাশি ভাবনা লেখালেখিও করেন। গত দুই বছর ধরে বইমেলায় তার 'গুলনেহার' ও 'তারা' নামের দুটি উপন্যাস প্রকাশিত হয়েছে। প্রথম উপন্যাস প্রকাশের পরপরই তা নাট্যরূপে টিভি পর্দায় আসে। আগামী বইমেলার জন্যও লিখছেন। এটাও উপন্যাস। এ ছাড়া বাচ্চাদের মনস্তাত্ত্বিক বিষয় 'তারা'র অনুবাদ করছেন। ভাবনার লেখালেখির অভ্যাসটা সেই ছোটবেলা থেকেই। তিনি বলেন, 'ছোটবেলা থেকেই লেখালেখির অভ্যাস ছিল। বাবা লেখালেখি করতেন। তা দেখে নিজের মধ্যেও আগ্রহ তৈরি হয়। বাবা জিজ্ঞেস করতেন মা সারাদিন কি করেছ? বলতে চাইলে বাবা বলতেন, লিখে নিয়ে আস। সেই থেকেই শুরু। স্কুল-কলেজে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন কবিতা ও গল্প লিখতাম। বিভিন্ন পত্রিকাতেও আমার লেখা ছাপা হয়েছে। তখন তারকা ছিলাম না বলেই বিষয়টি আলোচনায় আসেনি।' ভাবনার অনুপ্রেরণায় ভাবনা... অভিনয়, নাচ এবং লেখালেখিতে ভাবনা কারও অনুপ্রেরণায় এতদূর আসেনি বলে মন্তব্য করেন। বলেন, 'আমি নিজেই নিজের অনুপ্রেরণা। কারো থেকে অনুপ্রাণিত হয়ে আমি আমার কাজ করি না।' ভাবনার ইচ্ছে... টিভিতে নাটক করলেও মঞ্চে নাটক করা হয়নি ভাবনার। কিন্তু বাবার সঙ্গে নিয়মিতই মঞ্চে যাতায়াত ছিল তার। তিনি বলেন, 'মঞ্চ শিল্পীদের স্নেহেই আমি বড় হয়েছি। কারণ বাবার সঙ্গে মঞ্চে যেতাম। মঞ্চে কাজ করলে কণ্ঠের কাজ আরও ভালো হতো। আমি কখনো রেডিওতে নাটক করিনি। রেডিওতে কাজ করতে গেলে কণ্ঠের কাজ ভালো হতে হয়। ইচ্ছে আছে রেডিওতে নাটক করার। বিয়ের ভাবনা... মিডিয়া পাড়ায় পরিচালক অনিমেষ আইচ ও ভাবনাকে নিয়ে নানা কথার গুঞ্জন উড়ে বেড়ায় থেকে থেকে। এ বিষয়ে ভাবনা বলেন, 'বিয়ে তো আলস্নাহর হাতে। তিনি যখন চাইবেন তখনই হবে। তবে আপাতত বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা নেই। বিয়ে যখন করতে হবে তখন অবশ্যই সবাইকে জানিয়ে করব। আমি যেহেতু শোবিজের লোক তাই বিষয়টি গোপন থাকবে না। তবে আমাকে নিয়ে যেসব গুজব রটে তা নিয়ে আমার কিছু বলার নেই। কিছু ব্যক্তি ও অখ্যাত মিডিয়া আমাকে নিয়ে মিথ্যা খবর প্রচার করেছে যা বিশ্বাসযোগ্য নয়।'