ভিন্নরূপে শাহতাজ

তরুণ প্রজন্মের প্রিয় মডেল, অভিনেত্রী ও গায়িকা শাহতাজ মুনিরা হাশেম। সবসময় নিজের মনের খেয়ালখুশিকেই প্রাধান্য দিয়ে কাজ করেন তিনি। তাইতো বছরে হয়তো তিন-চারটি নাটক, দু-একটি বিজ্ঞাপন বা মিউজিক ভিডিওতে কাজ করেন। আর এক ‘উড়ে উড়ে যায়’ গানের মাধ্যমে ভক্তদের মাতিয়ে গায়িকা শাহতাজেরও কোনো হদিস নেই। এই তারকাকে নিয়ে লিখেছেন মাসিদ রণ

প্রকাশ | ০৯ আগস্ট ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
শাহতাজ মুনিরা হাশেম
অবশেষে নতুন কাজের খবর পাওয়া গেল মেধাবী মডেল-অভিনেত্রীর শাহতাজের। তবে এতদিনের মডেল, অভিনেত্রী ও গায়িকা পরিচয়ের বাইরে নতুন পরিচয়ে হাজির হলেন তিনি। বাংলাভিশনে ‘ওয়েব লাইফ উইথ শাহতাজ’ নামের একটি অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেছেন তিনি। এরই মধ্যে অনুষ্ঠানটির পঁাচটি পবর্ প্রচার হয়েছে। এ প্রসঙ্গে শাহতাজ বলেন, ‘অনুষ্ঠানের নাম আমার নামে। এটা অন্যরকম ভালোলাগার। অনুষ্ঠানে ইউটিউব, ফেসবুক বা কোনো একটি চমকপ্রদ কাজের মাধ্যমে আলোচনায় আসা ব্যক্তিরা অতিথি হিসেবে থাকেন। এটা আমার প্রথম উপস্থাপনা। অনুষ্ঠানটি প্রতি শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে প্রচার হচ্ছে।’ প্রথমবার উপস্থাপনা করতে কেমন লেগেছে? জানতে চাইলে শাহতাজ বলেন, ‘শুরুতে খুব ভয় পেয়েছিলাম। তবে করতে গিয়ে ভালো লেগেছে। আগামীকাল ৬ষ্ঠ পবর্ প্রচার হবে। এই পবর্গুলোতে আমার অতিথি হিসাবে এসেছিলেন সাবিলা নূর, সালমান মুক্তাদির, জন কবির, জেফার, প্রিতম হাসান, অদিত, সস্ত্রীক বালাম, ব্যামি, শবনম ফারিয়া ও হৃদি শেখ। প্রতিটি পবর্ ভিন্নভাবে করার চেষ্টা করছি। দশের্কর বেশ ভালো রেসপন্স পাচ্ছি। এই শোয়ের বাইরে শাহতাজ গত সপ্তাহে একটি ঈদের খÐ নাটকে অভিনয় করেছেন। নাম চ‚ড়ান্ত না হওয়া এই নাটকটি পরিচালনা করেছেন আরবি প্রিতম। এতে তার সহশিল্পী চিত্রনায়ক রিয়াজ। নাটকটি নিয়ে শাহতাজ বলেন, ‘গল্প-চরিত্র ভালো না লাগলে তো অভিনয় করি না। এই নাটকটি ব্যতিক্রম মনে হয়েছে। এখানে আমি একজন স্টুডেন্ট। রিয়াজ ভাইয়ার প্রতিবেশী। তিনি দাম্পত্য জীবনে বেশ অসুখি। একপযাের্য় তার সঙ্গে আমার ভালো একটি বন্ডিং তৈরি হয়। কিন্তু গল্পের পরিণতি কী হয় তা দেখতে অপেক্ষা করতে হবে ঈদ পযর্ন্ত। উত্তরায় নাটকটির শুটিং করেছি। রিয়াজ ভাইয়ার মতো দক্ষ অভিনেতার সঙ্গে কাজ করে অনেক কিছু শিখতে পেরেছি। তা ছাড়া তিনি ভীষণ ভদ্র ও বিনয়ী একজন মানুষ। এই দিকটি বেশি ভালো লেগেছে। নাটকটি আরটিভিতে প্রচারের সম্ভাবনা রয়েছে।’ বলা নেই কওয়া নেই অনেকটা চুপি চুপি চলচ্চিত্রেও নাম লিখিয়ে ফেলেছেন শাহতাজ। এটা তার ভক্তদের জন্য দারুণ একটি খবর। চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে শাহতাজ বললেন, ‘‘চ্যানেল আইয়ের ‘ইতি তোমারই ঢাকা’ চলচ্চিত্রের একটা অংশে আমি কাজ করেছি। আমার ছবির পরিচালক ছিলেন কিবরিয়া ফারুকী। পুরো চলচ্চিত্রের ব্যবস্থাপনা খুব ভালো লেগেছে। এটা আমার জন্য সত্যিই অনেক বড় একটা অভিজ্ঞতা।” শাহতাজ সবই হুট করেই করেন। এত ঢাকঢোল পেটানো তার পছন্দ নয়। শুধু ভালো মানের কাজ চাই। ভালো কোনো কাজের প্রস্তাব পেলে না করেন না। যেনতেন নাটকের প্রস্তাব প্রায়ই ফিরিয়ে দেন। ব্যক্তিগত কাজেই বেশিরভাগ সময় ব্যয় করেন; কিন্তু যেনতেন কাজ করে ভক্তদের ঠকানোর পক্ষপাতী তিনি নন। তাইতো দশর্ক-ভক্তের এত চাওয়া সত্তে¡ও নতুন কোনো গান নিয়ে আর হাজির হননি। এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘যেখানেই যাই, সবাই জানতে চায় নতুন গান কবে আসবে। আসলে গানটা আমার প্যাশন। তাই হুটহাট করে যেনতেন গান আমি গাইতে পারি না। প্রস্তুতি নিয়ে তারপরই গান গাইতে চাই। এখন প্রস্তুতি চলছে। খুব তাড়াতাড়ি হয়তো গাওয়া শুরু করব।’ এর মধ্যে শাহতাজ ‘চকোবাই’, ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ আর একটা চিপসের বিজ্ঞাপনে মডেল হয়েছেন। সবশেষে নিজের ব্যক্তিজীবন নিয়ে বললেন শাহতাজ। প্রেম করাটাকে রীতিমতো যন্ত্রনা মনে করেন এই সুন্দরী। তার চেয়ে বরং নিজের পোষা বিড়ালটা নিয়ে দিব্যি কেটে যায় সময়। এ নিয়ে ঠাট্টা করে শাহতাজ বলেন, ‘‘আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আমি এখন সিঙ্গেল। তবে ‘রিলেশন উইথ ক্যাট’ বলতে পারেন।’’