তিন বছর পর জোড়া প্রদশর্নী

প্রকাশ | ০৯ আগস্ট ২০১৮, ০০:০০

তারার মেলা ডেস্ক
প্রাচ্যনাটের আলোচিত প্রযোজনা ‘রাজা এবং অন্যান্য’। তিন বছর পর মঞ্চে ফিরছে নাটকটি, তাও জোড়া প্রদশর্নীতে। দল সূত্রে জানা যায়, আজ ও ১০ আগস্ট সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটকটি। নিদের্শনা দিচ্ছেন আজাদ আবুল কালাম। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘রাজা’ ও সমসাময়িক প্রসঙ্গ মিলিয়ে ‘রাজা এবং অন্যান্য’ লেখা হয়েছে। এ প্রসঙ্গে নিদের্শক বলেন, “আমি দেখি কাঞ্চীরাজ আর তার ছয় সঙ্গী অন্যান্য রাজা আসলে সাম্রাজ্যবাদের নতুন নকশার স্থপতি। আর বিশ্বজুড়ে তথাকথিত সন্ত্রাসবাদ নতুন ব্যাখ্যা পেয়েছে আমেরিকানদের হাতে, তাতে অন্যান্য জাতিসত্তা বিশেষত যারা এক ধরনের নিজস্ব সংস্কৃতি রাজনীতি নিয়ে নিজেদের মত আছে তারা হয়েছে হুমকির স্বীকার। এর বিরুদ্ধে রবীন্দ্রনাথের ‘রাজা’ আমাদের কাছে এক মেটাফোর হয়ে ধরা দেয়।’ নাটকের মঞ্চসজ্জা এবং আলোকবিন্যাস করেছেন সাইফুল ইসলাম, পোশাকে আছেন তৌফিকুল ইসলাম ইমন। সংগীত করেছেন কাতির্ক এবং কোরিওগ্রাফিতে ছিলেন স্নাতা শাহরিন। প্রায় এক দশক আগে ‘রাজা এবং অন্যান্য’ মঞ্চে আসে। ২০১৫ সালের ২৩ আগস্ট এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির সবের্শষ প্রদশর্নী অনুষ্ঠিত হয়।