দুরন্ত সময়ে জাহ্নবী

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৯, ০০:০০

তারার মেলা ডেস্ক
জাহ্নবী কাপুর
মাত্র এক বছর পার হলো বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের। কিন্তু এরই মধ্যে বলিউডে বেশ আলোচিত এক নায়িকা বনে গেছেন এই অভিনেত্রী। প্রথম ছবি 'ধড়ক' মুক্তির পর থেকেই বলিউডে দু্যতি ছড়াতে থাকেন তিনি। প্রস্তাব পাচ্ছেন একের পর এক ছবির। নতুন ছবির ক্ষেত্রে শুরুতে জাহ্নবীর কথাই ভাবছেন এখন নির্মাতারা। সেই সুবাদে বর্তমানে তার শিডিউলে জমা হয়েছে হাফ ডজন ছবি। এখন বলিউডে নতুন শিল্পীরা সাফল্য বজায় রাখতে ঠান্ডা মাথায় ছবি নির্বাচন করেন। প্রথম ছবি সফল মানেই কিন্তু গুচ্ছ গুচ্ছ ছবি সাইন করা এখন 'আউট অব ফ্যাশন'। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় প্রথম ছবি বক্স অফিসে সফল হওয়ার পর জনপ্রিয়তার নিরিখে শিল্পীরা হয়তো একটা কি দুটো ছবি চুক্তি করছেন। কিন্তু জাহ্নবী কাপুরের ক্যারিয়ারের দিকে তাকালে বলা যায়, তিনি একদম অন্য রাস্তায় হাঁটার পক্ষপাতী। 'ধড়ক' ছবিটা বক্সঅফিসে মোটামুটি চললে জাহ্নবী রাতারাতি দর্শকের মনে জায়গা করে নেন। আর সেই জনপ্রিয়তাই তাকে একের পর এক ভালো চিত্রনাট্য এনে দিয়েছে। বলিউডের অন্দরের খবর, খুব তাড়াতাড়ি সংখ্যাটা আরও বাড়তে পারে। বেশকিছু প্রযোজনা সংস্থার সঙ্গে অভিনেত্রীর কথাবার্তাও চলছে। 'ধড়ক' এর পর জাহ্নবী করণ জোহরের 'তখত' সাইন করেন। এর পরেই তিনি সাইন করেন গুঞ্জন সাক্সেনার বায়োপিকে। আগামী বছর মার্চ মাসে মুক্তি পেলে 'ধড়ক' এর পর এটাই হবে বক্সঅফিসে জাহ্নবীর দ্বিতীয় ছবি। এরপরেই রাজকুমার রাওয়ের সঙ্গে জুটি বেঁধে তিনি সাইন করেন হরর কমেডি 'রুহি আফজা'। এ ছাড়াও 'দোস্তানা'র সিকু্যয়ালে কার্তিক আরিয়ানের সঙ্গে দেখা যাবে জাহ্নবীকে। এখানেই শেষ নয়, নতুন চমক হচ্ছে বাবা বনি কাপুরের প্রযোজনায় একটি ছবি করতে যাচ্ছেন তিনি। প্রাথমিকভাবে ছবির নাম ঠিক হয়েছে 'বম্বে গার্ল'। ২০২০ সালের জানুয়ারি মাস থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, এতে একেবারে অন্য অবতারে দেখা যাবে জাহ্নবীকে। বাবা-মেয়ের একসঙ্গে কাজ হওয়ায়, এই প্রজেক্ট দু'জনের জন্য খুব স্পেশাল হতে চলেছে। বনি কাপুর ছাড়াও এই সিনেমার প্রযোজনায় রয়েছেন মহাবীর জৈন। 'বম্বে গার্ল' নিয়ে জাহ্নবী বলেছেন, 'এক আন্দোলনকারী মহিলার চরিত্রে দেখা যাবে আমাকে। এর বাইরে আপাতত কিছুই বলব না। তবে একটা প্রতিশ্রম্নতি দিতে পারি, এই সিনেমা ভোলার মতো হবে না। দর্শকের মনে আজীবন গেঁথে থাকবে।' এত অল্পসময়ে নির্মাতাদের পছন্দের তালিকা আসতে পেরে বেশ উচ্ছ্বসিত জাহ্নবী। তবে আজকের এই অবস্থানের জন্য মা প্রয়াত শ্রীদেবীর অবদানই বেশি বলে জানান তিনি। মায়ের আদর্শ নিয়েই তিনি আগামীর পথে হাঁটতে চান। তিনি জানান, 'যদিও শুরুতে মা চাননি আমি বলিউডে অভিনয়ের সঙ্গে যুক্ত থাকি। কারণ তার ভয় ছিল, বলিউড খুব পিচ্ছিল একটা জায়গা। এখানে মেপে মেপে পথ চলতে হয়। একবার পা পিছলে পড়ে গেলে আর উঠে দাঁড়ানো যায় না। মার এই কথাগুলোকেই আমি আদর্শ মনে করি। অনেক হিসাব-নিকেশ করে পথ চলছি। মায়ের পরামর্শ নিয়েই প্রতিটি কাজ করছি।' জাহ্নবী বলেন, 'আমার খুব আফসোস হয়, আমার এই সাফল্য মা দেখতে পারলেন না। এমনকি মার মৃতু্যর সময় তার পাশে থাকতে পারিনি। ব্যস্ত ছিলাম শুটিং নিয়ে। জীবনের পথে তার পরামর্শই ছিল আমার পাথেয়। এখনও মনে হয়, মা আমার সঙ্গেই আছেন। সর্বদা বুকের মাঝে সেই তাগিদ অনুভব করি। এই শূন্যতার মাঝেও আমি তোমার ভালোবাসা অনুভব করি। দুঃখ, ব্যথা থেকে তার সুরক্ষা এখনো আমি অনুভব করি। প্রত্যেকবার চোখ বন্ধ করলেই সুখের স্মৃতিগুলো ভেসে ওঠে।' বলিউডের অনেকেই এখন বিয়ে করছেন। অদূর ভবিষ্যতে বিয়ের কোনো চিন্তাভাবনা আছে কি না? জবাবে জাহ্নবী বলেন, আপাতত এ বিষয়ে কিছুই ভাবছি না।'