সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
অভিনয়ের তিন দশক পেরিয়ে শহীদুল আলম সাচ্চু তারার মেলা রিপোর্ট অভিনয়ের তিন দশকে পদার্পণ করলেন শহীদুল আলম সাচ্চু। দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেতা ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে তার সখ্যতা থাকলেও নব্বই দশকের শুরু থেকে পেশাদার একজন অভিনেতা হিসেবে তার যাত্রা শুরু হয়। মূলত নব্বই দশকের শুরুতে দারাশিকোর পরিচালনায় 'অঞ্জলি' সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে একজন পেশাদার অভিনেতা হিসেবে যাত্রা শুরু করেন। এরপর তিনি একে একে চাষী নজরুল ইসলাম, শহীদুল ইসলাম খোকন, মতিন রহমান, কোহিনূর আক্তার সূচন্দা, প্রিয়দর্শিনী মৌসুমীসহ আরো অনেকের নির্দেশনায় চলচ্চিত্রে অভিনয় করেন। নারগিস আক্তার পরিচালিত 'মেঘলা আকাশ' সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ খল অভিনেতা হিসেবে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। এরপর তিনি গোলাম রব্বানী বিপস্নবের 'বৃত্তের বাইরে' সিনেমাতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রাভিনেতা হিসেবে একই পুরস্কারে ভূষিত হন। সাচ্চু বলেন, 'দেশের যে প্রান্তেই শুটিং করতে যাই না কেন, সাধারণ মানুষ আমার প্রতি যে ভালোবাসা, শ্রদ্ধা প্রদর্শন করেন তাতে মুগ্ধ আমি। আবার দেশের বাইরে বিশেষত যেখানে বাংলাদেশিরা থাকেন সেখানে গেলেও ভক্তদের ভালোবাসায় মুগ্ধ হই। আবার এমনও দেখা গেছে, মক্কা, মদিনায় গিয়েছি সেখানেও আমাকে দেখে কেউ এগিয়ে এসে সহযোগিতার হাত বাড়িয়েছেন। অভিনয় না করলে সবার এত ভালোবাসা পাওয়া হতো না। পরিশেষে একটি কথাই বলতে চাই, মানুষকে মানবিক হতে হবে, তাহলেই দেশ তথা পৃথিবী সুন্দর হবে।' বিউটির স্বপ্নপূরণ তারার মেলা রিপোর্ট লালন শাহ'র ১২৯তম তিরোধান উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য নির্মিত হয়েছে বিশেষ সঙ্গীতানুষ্ঠান 'আরশী নগর'। এই অনুষ্ঠানেই ফরিদা পারভীনের সঙ্গে একই অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ পেলেন বিউটি। মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় অনুষ্ঠানে ফরিদা পারভীন গেয়েছেন 'সত্য বল সুপথে চল' এবং বিউটি গেয়েছেন 'মানুষ গুরু নিষ্ঠা যার'। বিউটির ভাষ্যমতে..... রোববার তার সঙ্গীত জীবনের এক স্মরণীয় সময় কাটিয়েছেন তিনি। কারণ যার আদর্শকে মাথায় রেখে তিনি লালন গানে নিজেকে পূর্ণ করে তোলার চেষ্টা করছেন তার সঙ্গে সময়টা কেটেছে জীবনের অন্যতম সময় হিসেবে। বিউটি বলেন, 'যে গুণীজনের গান শুনে লালন সঙ্গীতের প্রতি আগ্রহী ও অনুপ্রাণিত হয়েছিলাম, সেই শ্রদ্ধেয় লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন ম্যাডামের সান্নিধ্য ও দোয়া লাভের মাধ্যমে যেন আমার ছোটবেলার স্বপ্ন পূরণ হয়েছে। ম্যাডাম যখন মাথায় হাত দিয়ে দোয়া করে বললেন, লালন শাঁইজি গানের মাধ্যমে যে মানবতার বাণী শুনিয়ে গেছেন তা মানুষের মাঝে আরও বেশি করে পৌঁছে দেয়ার দায়িত্ব কিন্তু তোমাদের, তখন সত্যিই গর্বে আমার বুকটা ভরে গেছে। আমার ক্ষুদ্র এ সঙ্গীত জীবনে এর থেকে বড় পাওয়া আর কী বা হতে পারে।' উলেস্নখ্য, আজ বাংলাদেশ টেলিভিশনে 'আরশী নগর' অনুষ্ঠানটি প্রচার হবে। এই অনুষ্ঠানে আরো যারা গেয়েছেন তারা হলেন- কিরণ চন্দ্র রায় স্যার, চন্দনা মজুমদার, মিনা বড়ুয়া, মনির বাউলা, দীপ্তি রাজবংশীসহ আরও অনেকে। এদিকে আজ রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত বিউটি নাগরিক টিভিতে লাইভ শো'তে শুধুমাত্র লালন সঙ্গীত পরিবেশন করবেন। এবার ধারাবাহিকে শাকিলা তারার মেলা রিপোর্ট গত কোরবানির ঈদে মডেল শাকিলা পারভীন একটি খন্ড নাটকে প্রথম অভিনয় করেন। এর মধ্যে আরো বেশ কয়েকটি নাটকে অভিয়ের জন্য প্রস্তাব পেলেও গল্প ভালো না লাগায় শাকিলাকে আর কোনো নাটকে দেখা যায়নি। তবে এবারই প্রথম শাকিলা ধারাবাহিক নাটকে অভিনয় করলেন। ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় আরটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক 'বিষয়টি পারিবারিক' নাটকের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন তিনি। সম্প্রতি রাজধানীর উত্তরার ক্ষণিকালয় শুটিং হাউসে এই ধারাবাহিকের শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিলা। নাটকটিতে তিনি শাকিলা নামেই অভিনয় করেছেন। এতে তার সহশিল্পী রাশেদ মামুন অপু। ধারাবাহিকটিতে অপু অভিনয় করছেন টিংকু চরিত্রে। শাকিলা পারভীন বলেন, 'ধন্যবাদ অপু ভাইকে আমাকে সহযোগিতা করার জন্য। রাফাত ভাইয়ের নির্দেশনায় প্রথম কাজ করেই ভীষণ ভালো লেগেছে। তিনি এতটাই চমৎকারভাবে দৃশ্য বুঝিয়ে দেন যে, ক্যামেরার সামনে খুব সহজেই চরিত্রটি তুলে ধরা যায়। আমার প্রথম ধারাবাহিকের কাজটি একজন গুণী নির্মাতার নাটক দিয়ে হলো, এটাও একটা বাড়তি আনন্দ।' প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায় আরটিভিতে নিয়মিতভাবে প্রচার হচ্ছে 'বিষয়টি পারিবারিক' ধারাবাহিকটি। ২০ অক্টোবর থেকে মহাখালীতে স্টার সিনেপেস্নক্স তারার মেলা রিপোর্ট ২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে 'স্টার সিনেপেস্নক্স'। হলিউডের নতুন ছবির পাশাপাশি সুস্থধারার দেশীয় চলচ্চিত্র প্রদর্শন করে প্রশংসিত এই প্রেক্ষাগৃহ। গত ৮ অক্টোবর তাদের পথচলার ১৫ বছর পূর্ণ করল। এ উপলক্ষে আগামী ২০ অক্টোবর থেকে রাজধানীর মহাখালীতে নবনির্মিত এসকেএস (সেনা কল্যাণ সংস্থা) টাওয়ারে চালু হচ্ছে 'স্টার সিনেপেস্নক্সের' নতুন মাল্টিপেস্নক্স সিনেমা হল। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৯ অক্টোবর সন্ধ্যায় এর উদ্বোধন হবে। ২০ অক্টোবর থেকে দর্শকরা এখানে সিনেমা দেখতে পারবেন বলে জানালেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন ও মিডিয়া) মেজবাহ উদ্দিন আহমেদ। এর আগে ধানমন্ডির সীমান্ত সম্ভার (প্রাক্তন রাইফেলস স্কয়ার)-এ দ্বিতীয় শাখা চালু হয় মাল্টিপেস্নক্সটির। যখন দেশের বিভিন্ন স্থানে অনেক সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে তখন এ ধরনের নতুন মাল্টিপেস্নক্স চালু করার উদ্যোগ সিনেমা ইন্ডাস্ট্রির জন্য বড় সুসংবাদ বলে মনে করেন স্টার সিনেপেস্নক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল। তিনি বলেন, 'আমরা অত্যন্ত আনন্দিত যে, ঢাকায় আরেকটি মাল্টিপেস্নক্স সিনেমা হল চালু করতে যাচ্ছি। আশা করি, মহাখালী ও এর আশপাশের দর্শকদের জন্য এটি নতুন মাত্রা যোগ করবে। পর্যায়ক্রমে ঢাকার মিরপুর, উত্তরা, পূর্বাচলসহ বিভিন্ন স্থানে আরও ২০টি মাল্টিপেস্নক্স এবং দেশব্যাপী ১০০টি মাল্টিপেস্নক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে আমাদের।' আত্মজীবনী লিখছেন রিয়ানা তারার মেলা ডেস্ক গায়িকা রিয়ানা তার ভিজুয়াল আত্মজীবনী প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন। ৫৫ পৃষ্ঠার এই বইটিতে জন্মস্থান বার্বাডোসে তার শৈশব থেকে শুরু করে শিল্পী এবং একজন উদ্যোক্তা হিসেবে সাফল্য লাভ পর্যন্ত তার ছবি স্থান পাবে 'রিয়ানা' নামের এই বইটিতে। জানা গেছে, এই বইটিতে রিয়ানার এক হাজারের বেশি ছবি স্থান পাবে, এর মধ্যে অনেকগুলো আগে প্রকাশিত হয়নি। 'এই অসাধারণ ছবি প্রকাশ করতে পেরে আমি আনন্দিত। যে প্রতিভাবান শিল্পী আর আলোকচিত্রী এর জন্য অবদান রেখেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। পাঁচ বছর ধরে আমরা এটি নিয়ে কাজ করছি। শেষ পর্যন্ত ছবিগুলো সবাইকে দিতে পারছি বলে ভালো লাগছে,' রিয়ানা বলেন। প্রকাশনা সংস্থা ফাইডন ২৪ অক্টোবর এই আত্মজীবনী প্রকাশ করবে। গায়িকা, ফাইডন এবং দ্য হাস ব্রাদার্স এর বাইরে তিনটি সীমিত সংস্করণ প্রকাশ করবে। ফেন্টি এক্স ফাইডন সংস্করণ প্রকাশিত হয়েছে ১০ অক্টোবর। লাক্সারি সুপ্রিম সংস্করণ প্রকাশিত হবে ২০ নভেম্বর। আল্ট্রা লাক্সারি সুপ্রিম সংস্করণ 'স্টোনার' এরই মধ্যে অগ্রিম বিক্রি হয়ে গেছে। রবিন 'রিয়ানা' ফেন্টি ওরফে রিয়ানার প্রথম অ্যালবাম 'পন দে রিপেস্ন' ২০০৫ সালে মুক্তি পায়। এরপর তার আরও ৮টি স্টুডিও অ্যালবাম মুক্তি পেয়েছে। জেল হতে পারে আমিশা পাটেলের তারার মেলা ডেস্ক আর্থিক প্রতারণা ও চেক বাউন্সের ঘটনার জেরে বলিউড অভিনেত্রী আমিশা পাটেলের বিরুদ্ধে শনিবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে রাঁচির একটি আদালত। অজয় কুমার সিং নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে যে মামলা চলছিল, সেই ঘটনাতেই নায়িকার বিরুদ্ধে এ পরোয়ানা জারি হয়েছে। আমিশাকে ধরতে রাঁচি পুলিশ খুব শিগগিরই মুম্বাই যাবে বলে জানা গেছে। অভিযোগকারী অজয় সিংয়ের দাবি, 'আমিশা পাটেল ও তার ব্যবসায়ী পার্টনার কুনাল একটি ছবি তৈরির জন্য আড়াই কোটি টাকা নিয়েছিলেন। তারা কথা দিয়েছিলেন, ২০১৮ সালে ছবিটি মুক্তির পর সেই টাকা ফেরত দিয়ে দেবেন। কিন্তু ২০১৮ সালে আমিশার কোনো ছবিই মুক্তি পায়নি। আমিশার কাছে টাকা দাবি করলে তিনি তিন কোটি টাকার একটি চেক দিয়েছিলেন। কিন্তু সেটি বাউন্স করে।' অজয় আরও বলেন, 'এর পর থেকে বহুবার ফোন করেও আমিশা ও তার ব্যবসায়ী পার্টনার কুনালকে পাওয়া যায়নি। নায়িকাকে আইনি নোটিস পাঠানো হয়েছিল। সেটারও কোনো উত্তর দেননি। গত বছর আমি রাঁচির আদালতে অভিযোগ জানাই। এবার রাঁচির আদালত আমিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।'