ক্রমেই উজ্জ্বল ফারিন

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
তাসনিয়া ফারিন
মাসুদুর রহমান এ সময়ে ছোটপর্দার অভিনেত্রীদের মধ্যে নতুন হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় আছেন তাসনিয়া ফারিন। বছর দুই আগে রানার নির্দেশনায় 'আমরা ফিরবো কবে' নাটকে অভিনয়ের মধ্য দিয়ে শোবিজাঙ্গনে তার অভিষেক হলেও মূলত নিয়মিত হন এক বছর আগে। গত বছরে 'জোড়া রহস্য' নাটক দিয়ে অভিনয়ে নিয়মিত হন। ফারিন বলেন, 'মূলত আমার অভিনয় শুরু গত বছর থেকে। ২০১৭ সালে 'আমরা ফিরবো কবে' নাটকে অভিনয় করলেও পড়ালেখার জন্য আর কাজ করা হয়নি। এরপর ২০১৮ সালে 'জোড়া রহস্য' নাটকে কাজ করি। এরপর থেকে মোটামুটি নিয়মিত অভিনয় করছি।' খুব অল্প সময়ে নজরে আসেন ফারিন। গেল ভালোবাসা দিবসে 'এক্স বয়ফ্রেন্ড' নাটকে অনবদ্য অভিনয় এবং নূর হোসেন হীরা পরিচালনায় শুভমিতার গাওয়া 'বাংলা আমার মা' গানের মিউজিক ভিডিওসহ অল্প কিছু কাজ বেশ প্রশংসিত হয়েছে। যে কারণে নির্মাতাদের তাকে নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। দিন দিন তার ব্যস্ততাও বাড়তে থাকে। ফারিন বলেন, 'সত্যি আমি সৌভাগ্যবান। খুব কম সময়ে আমার গ্রহণযোগ্যতা বাড়ছে। আমি খুব ভালো অভিনয় করতে পারি সে দাবি করছি না। আমি যতটুকু কাজ করি ততটুকুই গুরুত্ব দিয়ে করার চেষ্টা করি। চরিত্রে ঢুকে অভিনয় করার চেষ্টা করি। এই চেষ্টাটা হয়তো নির্মাতাদের ভালো লেগেছে। আমার মধ্যে হয়তো সম্ভাবনা দেখতে পেয়েছেন নির্মাতারা।' ফারিন প্রতিনিয়তই অভিনয়ের প্রস্তাব পান। প্রস্তাবের তুলনায় কাজের সংখ্যা খুব কম। বেছে বেছে কম কাজ করেন বলেই ভিন্ন গল্পের বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে মেলে ধরতে পারেন। সম্প্রতি শুটিং শেষে কয়েকটি নাটকে তাকে দেখা যাবে ভিন্ন ভিন্ন চরিত্রে। এই অভিনেত্রী জানান, সোহেল আরমান, মোস্তফা কামাল রাজ, ইসতিয়াক আহমেদ রুমেলের পরিচালনায় নাটকের শুটিং শেষ করেছেন। হাতে রয়েছে মিজানুর রহমান আরিয়ান, মোস্তফা কামাল রাজসহ কয়েকজন নাম করা নির্মাতার নাটক। অভিনয়ে নিজের বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে তাসনিয়া ফারিন বলেন, 'প্রতিটি কাজের জন্য এত সাড়া পাচ্ছি এবং নির্মাতারা আমাকে নিয়ে নির্মাণের আগ্রহ দেখে আমি রীতিমতো ভয় পাচ্ছি। যদি কোনো কারণে ফসকে যাই, তখন কী করব আমি। তাই আমি একটু ভেবেচিন্তে কাজ করতে চাচ্ছি। আমি আমার কাজের মানটা ধরে রাখতে চাই।' এ সময়ের নাটকের গল্প দর্শকদের টানে না বলে নানা অভিযোগ রয়েছে। অন্যদিকে অনেক অভিনয় শিল্পীই চরিত্র ফুটিয়ে তুলতেও ব্যর্থ হন। এ নিয়ে ফারিন বলেন, 'গল্প ও চরিত্র দুটিরই গুরুত্ব। কোনোটার চেয়ে কোনোটা কম নয়। তবে আমার কাছে চরিত্রের চেয়ে গল্পের গুরুত্ব বেশি। গল্প ভালো না হলে চরিত্র দর্শকদের টানবে না। আবার গল্পও ভালো চরিত্রও ভালো কিন্তু সঠিকভাবে উপস্থাপন না হলে দর্শক গ্রহণ করবে না।' বর্তমান সময়ের নাটকের মান নানা অভিযোগ নিয়ে তিনি বলেন, 'ভালো-মন্দ দুটো থাকবেই। সবাই ভালো করার চেষ্টা করেন। কিন্তু হয়ে উঠে না। তবে মন্দ হলেও সেটার যেন একটি স্তর থাকে।' প্রতি বছরই হাজারেরও বেশি নাটক প্রচার হচ্ছে টিভি ও ইউটিউব চ্যানেলে। নতুনরাও কাজের সুযোগ পাচ্ছেন। নিজেকে টিকিয়ে রাখতে প্রতিযোগিতাও বাড়ছে। নতুনের ভিড়ে নিজিকে নিয়ে কতটুকু আত্মবিশ্বাসী? ফারিন বলেন, 'অভিনয় আমাকে করতেই হবে এমনটি নয়। আমি ভালোলাগার জায়গা থেকে অভিনয় করি। পড়াশোনার পাশাপাশি আমি অভিনয় করছি। আমার অভিনয় যতদিন দর্শকদের ভালো লাগবে ততদিন টিকে থাকা সম্ভব হবে।' ফারিন এখন 'বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশন্স'-এ বিবিএ পড়ছেন। সামনে পরীক্ষা তাই ভালো ভালো প্রস্তাব এলেও কম কাজ করছেন। ধারাবাহিক নাটকের অনেক প্রস্তাব পেলেও সময়ের অভাবে তা করছেন না। ফারিন বলেন, 'ধারাবাহিক নাটকে অনেক সময় দিতে হয়। প্রায় প্রতি মাসেই সিডিউল থাকে। তাই ধারাবাহিকে অভিনয় করছিনা। 'খন্ড নাটকে কাজ করা আমার জন্য সুবিধা। পড়ালেখার পাশাপাশি সময় দেয়া যায়।' পড়াশোনা শেষে পেশা হিসেবে যাই করুণ, অভিনয় চালিয়ে যেতে চান ফারিন। ধীরে ধীরে নিজেকে নিয়ে যেতে চান প্রকৃত অভিনেত্রীর তালিকায়। আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি পেতে চান। ফারিন নানামুখী চরিত্রে কাজ করতে চান। তিনি একই ধরনের অভিনয় করে একগুঁয়েমি অভিনেত্রীর খেতাব চান না। তিনি বলেন, আমি অভিনয়ে নিজেকে বারবার ভাঙতে চাই। বহুমুখী চরিত্রে অভিনয় করতে চাই।' নাটকের পাশাপাশি বিজ্ঞাপনেও কাজ করেন ফারিন। গত বছর ফারিন ক্রিকেটার মাশরাফির সঙ্গে একটি বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন। এ বছরও শীতের মৌসুমে শীতের প্রসাধনীর বিজ্ঞাপনে দেখা যাবে ফারিনকে। মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনা ইউনিলিভারের বিজ্ঞাপনে মডেল হবেন বলে জানান এই অভিনেত্রী। পড়ালেখা ও অভিনয়ের ফাঁকে অবসরে নাটক দেখেন ফারিন। মোশাররফ করিম ও সুবর্ণা মুস্তাফার অভিনয় ভালো লাগে। এ ছাড়া তারিন, নুসরাত ইমরোজ তিশার অভিনয়ও বারবার দেখেন।