সংবাদ সংক্ষপে

প্রকাশ | ২৪ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
মেয়ের মা হলেন রুমানা তারার মেলা রিপোর্ট মেয়ের মা হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মডেল ও অভিনেত্রী রুমানা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে ২২ অক্টোবর ভোরবেলায় রুমানার কোলজুড়ে এক কন্যাসন্তান জন্ম নেয়। সেখানকার ডা. দীপক নন্দা ও তার টিমের তত্ত্বাবধানে রুমানার প্রথম সন্তান পৃথিবীর আলোর মুখ দেখে। প্রথমবারের মতো মা হয়ে ভীষণ আনন্দিত রুমানা। রুমানা বলেন, 'নারী জীবনের পূর্ণতার স্বাদ পেলাম মা হওয়ার মধ্য দিয়ে। ভীষণ খুশিতে বারবার চোখে পানি চলে আসছে। তবে আমার চেয়ে আরও বেশি খুশি হয়েছে আমার স্বামী, স্বামীর পরিবার ও আমার মা। তাদের খুশি দেখে নিজের ভেতরের ভালোলাগার অনুভূতি প্রকাশ করতে ভুলে যাচ্ছি। আলস্নাহর কাছে অসীম কৃতজ্ঞতা, তিনি আমাকে সুস্থ, সুন্দর একটি কন্যা উপহার দিয়েছেন। আমার বন্ধুমহলের সবাই যেমন- মোনালিসা, কনা'সহ সবাই খুব খুশি। তাদের খুশির উচ্ছ্বাসটাও যেন আমার চেয়ে বেশি। সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন।' রুমানার মেয়ের নাম রাখা হয়েছে আভানকা। রুমানা ও এলেনের বিয়ে হয় ২০১৫ সালের ৭ আগস্ট। যুক্তরাষ্ট্রের নিইউয়র্কে রুমানার সঙ্গে রুমানার মা, বড় ভাইয়ের পরিবারও রয়েছেন। সন্তানকে নিয়ে বাংলাদেশ ঘুরে যাওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা? এ প্রসঙ্গে রুমানা বলেন, 'আমি বাংলাদেশি- এটাই আমার বড় পরিচয়। বাংলাদেশের আলো-বাতাসে আমি বেড়ে উঠেছি, বাংলাদেশের মাটির গন্ধ আমার গায়ে লেগে আছে। সেই আলো-বাতাস আর মাটির স্পর্শ যেন আমারও সন্তান পায়, সেই ইচ্ছাতো অবশ্যই আছে। সময় করে অবশ্যই আসব ইনশালস্নাহ।' ৫ বছর পর তনিমা হামিদ তারার মেলা রিপোর্ট দীর্ঘদিন পর টিভি পর্দায় আসছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী তনিমা হামিদ। তবে কোনো নাটকের অভিনেত্রী হিসেবে নয়, দর্শকদের সামনে তিনি আসবেন উপস্থাপক হয়ে। রান্না-বিষয়ক অনুষ্ঠান 'নানা স্বাদে রাঁধুনি' অনুষ্ঠানে পাওয়া যাবে এই অভিনেত্রীকে। এ বিষয়ে তনিমা হামিদ বলেন, 'অভিনয় থেকে দীর্ঘ পাঁচ বছর দূরে ছিলাম। এটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল। অভিনয় থেকে দূরে থাকাটা কষ্টকরও বটে। ভালো লাগছে, অনেকদিন পর উপস্থাপনায় অংশ নিতে পেরে। উপস্থাপনার কাজটি আমি বরাবরই উপভোগ করি। সব মিলিয়ে আশা করছি, অনুষ্ঠানটি দর্শকের পছন্দ হবে।' জানা গেছে, 'নানা স্বাদে রাঁধুনি' অনুষ্ঠানের পর্বগুলোতে তুলে ধরা হবে প্রাচ্য ও প্রাশ্চাত্যের বিভিন্ন ধরনের খাবারের রেসিপি। সেই সঙ্গে থাকবে দেশ-বিদেশের খাবার নিয়ে ফুড ট্রিভিয়া, রান্না-বিষয়ক বিভিন্ন টিপস ও কুইজ। অনুষ্ঠানের প্রতি পর্বে অতিথি হিসেবে থাকবেন দেশের বিভিন্ন পাঁচতারা হোটেলের প্রধান শেফদের একজন এবং 'সেরা রাঁধুনি' বিজয়ীদের একজন। রিয়াদ শিমুলের গ্রন্থনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মনিরুজ্জামান খান। 'নানা স্বাদে রাঁধুনি' প্রচার হবে প্রতি বৃহস্পতিবার রাত ৯টায় মাছরাঙা টিভিতে। চলে গেলেন 'ম্যাকগাইভার' রচয়িতা জেমস শিমার তারার মেলা ডেস্ক যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি সিরিজ রচয়িতা এবং প্রযোজক জেমস শিমার মারা গেছেন। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের অরেগন-এ নিজ বাড়িতে স্ট্রোক করে মৃতু্যবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮১। 'ম্যাকগাইভার'সহ বহু জনপ্রিয় টিভি সিরিজের রচয়িতা জেমস শিমার। ১৯৮৫-১৯৯২ পর্যন্ত এবিসি-তে প্রচারিত হয়েছিল জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ 'ম্যাকগাইভার'। বাংলাদেশেও এই টিভি সিরিজ তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। 'ম্যাকগাইভার' ছাড়াও 'চিপস', 'ভেগাস', 'মেডিকেল সেন্টার', 'মড স্কোয়াড', 'স্টার ট্রেক' অ্যানিমেশন সিরিজ, 'দ্য স্ট্রিটস অব স্যান ফ্রানসিসকো', 'দ্য রুকিজ', 'ফ্যান্টাসি আইল্যান্ড', 'দ্য সিক্স মিলিয়ন ডলারম্যান', 'স্টার স্কাই' সহ আরও অনেক জনপ্রিয় সিরিজের রচয়িতা তিনি। প্রথমবার রাজীব তারার মেলা রিপোর্ট দেশ-বিদেশে নিয়মিত স্টেজ শো, টিভি লাইভ শো'সহ নিজের ইউটিউব নিয়ে ব্যস্ত ক্লোজআপ তারকা রাজীব। দীর্ঘদিনের পথচলায় এবারই প্রথম রাজীব কোনো রিয়েলিটি শো'র থিম সং'-এ কণ্ঠ দিলেন। আজ রাত ৯-২৫ মিনিটে এনটিভিতে গ্র্যান্ড ওপেনিং হতে যাচ্ছে পঞ্চমবারের মতো মার্সেল প্রেজেন্টস 'হা শো'। এই শো'টিরই থিম সং গেয়েছেন রাজীব। গানটি লিখেছেন রোমেন রায়হান এবং সুর-সংগীত করেছেন মাকসুদ জামিল মিন্টু। প্রথমবারের মতো রিয়েলিটি শো'র থিম সং'এ কণ্ঠ দেয়া প্রসঙ্গে রাজীব বলেন, 'প্রথমবারের মতো কোনো রিয়েলিটি শো'র গান গাইলাম। এ জন্য শুরুতেই আমি হা শো'র সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা শ্রদ্ধেয় মিন্টু ভাইয়ের প্রতি। কারণ, তিনি সত্যিই চমৎকার সুর করেছেন। রিয়েলিটি শো'র থিম সং করা একজন শিল্পীর জন্য আগামীর পথে এগিয়ে যাওয়ার আরও একটি নতুন ধাপ অতিক্রম করা। আমার সৌভাগ্য যে, এমন একটি রিয়েলিটি শো'র থিম সং এ কণ্ঠ দিলাম। ধন্যবাদ গানটির গীতিকবিকেও, কারণ তিনিই প্রথম গানটির ভিত্তি স্থাপন করলেন।' হা শো'র পরিচালনা করছেন জাহাঙ্গীর ও মোস্তফা। অনুষ্ঠানটির উপস্থাপনা করছেন আবু হেনা রনি এবং এতে বিচারক হিসেবে রয়েছেন মুনমুন আহমেদ, তুষার খান ও আমিন খান। জুটি বাঁধলেন ইমন-মম তারার মেলা রিপোর্ট একসঙ্গে কাজ করলেও প্রথমবারের মতো সিনেমায় জুটি বাঁধলেন ইমন ও মম। ছবির নাম 'আগামীকাল'। এটি পরিচালনা করছেন অঞ্জন আইচ। ২২ অক্টোবর থেকে এই দুই তারকাকে নিয়ে ছবির শুটিং শুরু করেছেন পরিচালক। এ বিষয়ে ইমন বলেন, অঞ্জন আইচ আমার খুব প্রিয় একজন নির্মাতা। তার প্রতিটি কাজেই দারুণ গল্প থাকে। চরিত্রগুলোর একটা আকর্ষণ থাকে। চলচ্চিত্রেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি। আমার চরিত্রটি ভালো লাগবে দর্শকের। মম আমাদের প্রজন্মের ফ্যান্টাস্টিক একজন অভিনেত্রী। ভার্সেটাইল কাজ সে করেছে। তার সঙ্গে নাটকে নায়ক হয়েছি। এবার সিনেমাতেও জুটি বাঁধলাম। আশা করি, আমাদের জুটি পছন্দ করবেন দর্শক। পরিচালক জানান, সাভারের আমিনবাজারে চলছে শুটিং। এখানে টানা সব দৃশ্যের কাজ শেষ করার ইচ্ছা রয়েছে তার। এরপর কিছু গানের শুটিং নিয়ে নতুন করে পরিকল্পনা করবেন। এর আগে ২০০৭ সালে তৌকির আহমেদ পরিচালিত 'দারুচিনি দ্বীপ' চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন ইমন ও মম। এই চলচ্চিত্রে মম রিয়াজের বিপরীতে কাজের সুযোগ পান। আবার খলচরিত্রে জুহি চাওলা তারার মেলা ডেস্ক গতানুগতিক চরিত্র থেকে বেরিয়ে ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত 'গুলাব গ্যাং' ছবিতে প্রথমবার খলচরিত্রে অভিনয় করেছিলেন জুহি চাওলা। আর তাতেই দারুণ সাড়া ফেলেছিলেন বলিউডের এই অভিনেত্রী। চমকপ্রদ তথ্য হলো- এবার আরও একবার খলনায়িকা হয়ে রূপালি পর্দায় হাজির হতে যাচ্ছেন ৫১ বছর বয়সী এই তারকা। শিগগিরই একটি ওয়েব সিরিজের কাজ শুরু করতে যাচ্ছেন জুহি চাওলা। সেখানেই তাকে পাওয়া যাবে খলনায়িকা হিসেবে। তবে ওয়েব সিরিজটি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। খলচরিত্রে অভিনয় প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে জুহি বলেন, 'আমি সবসময় চাই ভিন্ন চরিত্রে অভিনয় করতে। যখন 'গুলাব গ্যাং' ছবিটিতে অভিনয় করেছিলাম সে সময় মানুষ ভাবতেও পারেনি আমি খলনায়িকার চরিত্রে অভিনয় করবো। কিন্তু আমি করে দেখিয়েছি। আর এটি ছিল আমার সেরা কাজ।'