কেমন আছেন রিয়াজ!

টিভি ও চলচ্চিত্রের আলোকিত তারকা রিয়াজ। ১৯৯৫ সালে 'বাংলার নায়ক' ছবির মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন। ক্যারিয়ারের দুই যুগে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন। অভিনয়ের স্বীকৃতি স্বরূপ তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। এক সময় চলচ্চিত্রে দাপিয়ে বেড়ালেও এখন নেই। ভক্তরাও জানতে চান কেমন আছেন চিত্রনায়ক রিয়াজ? কিভাবে কাটছে তার দিনকাল? এ নিয়ে তারার মেলার মোখোমুখি হন রিয়াজ।

প্রকাশ | ২৪ অক্টোবর ২০১৯, ০০:০০

মাসুদুর রহমান
রিয়াজ
আলোচনা শুরুতেই বর্তমান ব্যস্ততা প্রসঙ্গ। রিয়াজ বলেন, 'অভিনয় আর ব্যবসা নিয়েই আমার ব্যস্ততা। আমার একটা কমিউনিকেশন ফার্ম আছে, এজেন্সি পিঙ্ক ক্রিয়েটিভ। এটার বিভিন্ন কাজের পাশাপাশি অভিনয় করছি। ব্যবসা হচ্ছে ব্যবসার জায়গা, আর অভিনয়টা হচ্ছে প্যাশনের জায়গা। তাই দুটোতেই সময় দিচ্ছি।' দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে না থাকলেও রিয়াজকে দেখা যায় টিভি নাটকে। বিশেষ দিবসের বিভিন্ন নাটকে তার অভিনয় দর্শককে টানে। বিশেষ করে ঈদের 'কলুর বলদ' সিকু্যয়েল তার অভিনয় হৃদয় ছুঁয়ে যায়নি এমন দর্শক খুঁজে পাওয়া কঠিন। রিয়াজ বলেন, 'চলচ্চিত্রে কাজ করছি না। ভালো স্ক্রিপ্ট হলে নাটকে অভিনয় করা হয়। এ জন্য বিশেষ দিবসের নাটকে দেখা যায়।' চলচ্চিত্রের অভিনয় শিল্পীদের ছোটপর্দায় কাজ করাটা অনেকেই নেতিবাচক হিসেবে দেখেন। বড় পর্দায় চাহিদা নেইসহ নানা মন্তব্য করেন অনেকে। বড় পর্দার সফল নায়ক হয়েও ছোট পর্দায় কাজ নিয়ে রিয়াজ বলেন, 'আমার কাছে অভিনয় করাটা গুরুত্বপূর্ণ, পর্দা কোনো বিষয় না। আমার কাছে বড় পর্দা বা ছোট পর্দা বলে এমন কিছু নেই। হুমায়ূন আহমেদের মতো একজন পরিচালকের সঙ্গে কাজ করাটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, তাই তার সঙ্গে কাজ করেছি। সেটা কোন পর্দা তা দেখতে চাইনি। আমি যা করি তা আমার নিজস্ব বিচার, বিবেচনা ও বুদ্ধি দিয়েই করি। আমার চাহিদা কমে গেছে বা চাহিদা কমে যায়নি এটা দর্শকই ভালো বলতে পারবেন। আমি খুব পজেটিভ এবং সাধারণভাবে চলার চেষ্টা করি। দর্শকের ভালোবাসা পেয়ে তাদের মনে আমার যে জায়গা রয়েছে আমি মনে করি তা আজীবনই থাকবে। নাটক ও চলচ্চিত্র দুই মাধ্যমেই কাজ করার অভিজ্ঞতা আছে রিয়াজের। সমস্যা ও সম্ভাবনাও দেখেছেন কাছে থেকে। চলচ্চিত্র এবং নাটকের বর্তমান অবস্থা মূল্যায়ন করতে গিয়ে রিয়াজ বলেন, 'বর্তমানে সবাই খুব ভালো করার চেষ্টা করছে। কিন্তু কোনো একটা বিচিত্র কারণে বর্তমান মিডিয়াটা ভালো অবস্থানে আছে বলে মনে হচ্ছে না। মানুষের হাতে কাজ কমে যাচ্ছে। শিল্পীদের সম্মাননা কমে যাচ্ছে। বর্তমান মিডিয়ার অবস্থাকে খুব বেশি পজেটিভ মনে হচ্ছে না।' চলচ্চিত্রে চলছে নির্বাচনী হাওয়া। ২৫ অক্টোবর চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এ নির্বাচনে প্রার্থী হওয়ারও কথা ছিল রিয়াজের। কিন্ত শেষ অবধি নির্বাচনে তিনি অংশগ্রহণ করেননি। রিয়াজ বলেন, 'শিল্পী সমিতির পরিবেশ ভয়াবহ রকমের দূষিত হয়ে গেছে। নিয়মের বাইরে কাজ করা হয়েছে। আড়াই বছর ঝুলিয়ে রেখে অনিয়মতান্ত্রিকভাবে ভোটার করা হয়েছে। এমন পরিবেশে নির্বাচন করা যায় না।' নির্বাচন না করলেও ভোটের দিন তার ভোট প্রদান করবেন বলে জানান রিয়াজ। কোনো কিছু করতে গেলে যে নেতা হওয়া বড় কথা নয়, কাজ করাটাই বড় বিষয় বলে মনে করেন তিনি। মিশা সওদাগর ও জায়েদ খানকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'যারা অন্যের জন্য কিছু করে তারা প্রচার করেন না। প্রচারের জন্য তারা ভালো কাজ করেন না। নিজের দায়িত্ববোধ থেকে কল্যাণকর কিছু করেন। তারা বলে বেড়ায় না।' চলচ্চিত্রে নায়ক রিয়াজের সঙ্গে অনেক নায়িকার জুটিই দর্শকপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে রিয়াজ-শাবনূর, রিয়াজ-পূর্ণিমা জুটি দর্শকদের কাছে প্রিয় হয়ে উঠে। ব্যক্তি রিয়াজ এবং নায়ক রিয়াজের মধ্যে পার্থক্য কী? জবাবে রিয়াজ বলেন, 'দুই রিয়াজের মধ্য অনেক পার্থক্যই রয়েছে। নায়ক রিয়াজ তৈরি হয়েছে মানুষের ভালোবাসার মধ্য দিয়ে। নায়ক রিয়াজ অনেক বেশি বিনয়ী। আর ব্যক্তি রিয়াজের একটা ব্যক্তিগত জীবন আছে এবং সে তার ব্যক্তি জীবনের বলয়ের মধ্যেই থাকতে পছন্দ করে। ব্যক্তি রিয়াজ খুবই চুপচাপ এবং একজন সাধারণ মানুষ। ব্যক্তি জীবনে সে খুবই সুখী একজন মানুষ।' পর্দায় অনেকের সঙ্গে জুটি বাঁধলেও ব্যক্তি জীবনে রিয়াজ জুটি বেঁধেছেন মুশফিকা তিনার সঙ্গে। তাদের সংসারে এক কন্যা সন্তানও রয়েছে। আগামী ২৬ অক্টোবর এই চিত্রনায়কের জন্মদিন। ১৯৭২ সালে ফরিদপুর জেলা সদরের কমলাপুর মহলস্নায় জন্মগ্রহণ করেন তিনি। এ নায়কের জন্মদিন উপলক্ষে নাগরিক টেলিভিশন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। তার অভিনীত ১২টি সিনেমা প্রচারিত হবে নাগরিক টেলিভিশন। ছবিগুলো দেখানো হবে ২৬ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত। রিয়াজ বলেন, 'নাগরিকের মাধ্যমে এবারই প্রথম কোনো চ্যানেল আমার জন্মদিনে ছবি প্রদর্শনের উদ্যোগ নিয়েছে। আশা করছি, ছবিগুলো যারা দেখেননি, তারাও উপভোগ করবেন।' তবে জন্মদিন নিয়ে রিয়াজের নিজের কোনো পরিকল্পনা নেই। নেই কোনো আয়োজন। তিনি বলেন, 'জন্মদিন আমি সেই রকম ঘটা করে পালন করি না। তাই কোনো পরিকল্পনাও নেই। বরাবরের মতো এবারও পরিবারের সঙ্গেই দিনটি কাটবে।' জন্মদিনে ভবিষ্যৎ নিয়েও কোনো পরিকল্পনা নেই রিয়াজের। তিনি বলেন, 'শিল্পীরা ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে পারে না। শিল্পীদের ভবিষ্যৎ নির্ভর করে অন্য কারো কাজের অফারের ওপর। আর সে কারণেই আমি ভবিষ্যৎটা পরিষ্কার দেখতে পাচ্ছি না এবং ভবিষ্যৎ নিয়ে কিছু বলতেও চাচ্ছি না।' অবসরে রিয়াজের সময় কাটে পরিবারের সঙ্গে। এ ছাড়া মাঝেমধ্যে অবসরে চলে যান মাছ ধরতে।