তারা সুতারিয়া বলিউডে নতুন তারা

প্রকাশ | ২৮ নভেম্বর ২০১৯, ০০:০০

জাহাঙ্গীর বিপস্নব
তারা সুতারিয়া
বলিউডে কদিন পর পরই হাওয়া পরিবর্তন হয়। রদ-বদল হয় নায়ক-নায়িকাও। মাধুরী, ঐশ্বরিয়া, প্রিয়াঙ্কা, দীপিকাদের পর এসেছেন একঝাঁক নতুন নায়িকা। তাদের মধ্যে অনেকেই ব্যস্ত হয়ে পড়লেও এখনও তারকার কাতারে ফেলা যাচ্ছে না কাউকে। সবাই উঠতি তারকা বলেই বিবেচিত হচ্ছে। এই তালিকায় যুক্ত হয়েছে আরও একটি নতুন নায়িকা। নাম তার তারা সুতারিয়া। বলিউড বোদ্ধাদের মতে, উঠতি তারকা থেকে অচিরেই পূর্ণাঙ্গ তারকায় পরিণত হবেন তারা সুতারিয়া। কারণ, অন্যদের মতো হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেননি এই নায়িকা। সেই ছোটবেলা থেকেই মিডিয়ার সঙ্গে বসবাস তার। চলতি বছর 'স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু' ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। গত ১৫ নভেম্বর মুক্তি পেয়েছে তার নতুন ছবি 'মারজাভা'। এ ছবিতে সাবলীল অভিনয়ের সুবাদে প্রশংসা কুড়াচ্ছেন তিনি। সবার এক কথা তারাই হবেন বলিউডের নতুন তারা। ২০১০ থেকে ২০১৯। এই নয় বছরে অভিনেত্রী তারা সুতারিয়া নিজের উত্তরণ ঘটিয়েছেন অনেকটা। ২০১০-এ ডিজনি ইন্ডিয়া চ্যানেলে শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। ওই শিশুতোষ টিভি চ্যানেলের 'বিগ বড়া বুম' শোতে প্রথম কাজ করেছিলেন। এরপর ওই চ্যানেলেরই সিটকম 'দ্য সুইট লাইফ অব করণ' ও 'ওয়ে জেসি'তে অভিনয়ের সুবাদে ঘরে ঘরে প্রিয়মুখে পরিণত হয়েছিলেন। তখন তার বয়স ছিল অনেক কম। তেরো-চৌদ্দ হবে। এখন তারা সুতারিয়া এক সুন্দরী তরুণী। এ বছরেই বলিউডে নায়িকা হিসেবে অভিষেক হয়েছে তার। 'স্টুডেন্ট অব দ্য ইয়ার টু'তে তাকে দেখা গেছে দুই নায়িকার একজন হিসেবে। প্রথম অভিনীত সিনেমাতেই দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছেন তিনি। সিনেমাটিতে মিয়া মৃদুলা চাওলা চরিত্রে অভিনয় করেছেন। ২৩ বছর বয়সী তারার জন্ম এক পারসি পরিবারে। পিয়া নামে তার আরেক যমজ বোন রয়েছে। দুই বোন ইংল্যান্ডে রয়্যাল একাডেমি অব ড্যান্সে ক্লাসিক্যাল, ব্যালে, মডার্ন, ল্যাটিন আমেরিকান ও ওয়েস্টার্ন ড্যান্সের তালিম নিয়েছেন। সাত বছর বয়স থেকে একজন পেশাদার গায়িকা হিসেবে বিভিন্ন অপেরা ও প্রতিযোগিতায় গাইছেন। নাচ ও গানে নিজেকে ভালোভাবেই সম্পৃক্ত রাখার পাশাপাশি সেন্ট অ্যান্ড কলেজ অব আর্টস, সায়েন্স অ্যান্ড কমার্স থেকে মাস মিডিয়া বিষয়ে ব্যাচেলর ডিগ্রিও নিয়েছেন তারা সুতারিয়া। হলিউডের ফ্যান্টাসি মুভি 'আলাদিন'-এ প্রিন্সেস জেসমিন চরিত্রে অভিনয়ের জন্য দুজন অভিনেত্রীর একজন হিসেবে মনোনীতও হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত হলিউড অভিনেত্রী নাওমি স্কটকে কাস্ট করা হয়। বলিউডে তারা সুতারিয়ার অভিষেক হয়েছে করণ জোহরের মতো একজন প্রভাবশালী চিত্র নির্মাতার হাত ধরে। প্রথম অভিনীত সিনেমাতেই চমৎকার পর্দা উপস্থিতির সুবাদে সবার নজর কাড়তে সক্ষম হয়েছেন। প্রথম অভিনীত সিনেমাটি বক্স অফিসে মোটামুটি ভালো সাফল্য পাওয়ায় একজন নতুন মুখের অভিনেত্রী হিসেবে অনেকটা স্বস্তিতে রয়েছেন তিনি। এরকম অবস্থায় প্রায় ছয় মাসের ব্যবধানে তার অভিনীত সিনেমা 'মারজাভা' মুক্তি পেল। অ্যাকশন- রোমান্টিক ধাঁচের সিনেমাটিতে আরো অভিনয় করেছেন রাকুল প্রীত সিং, সিদ্ধার্থ মালহোত্রা, রিতেশ দেশমুখ প্রমুখ। এ সিনেমায় একজন বাক প্রতিবন্ধী তরুণী জোয়ার চরিত্রে রূপদান করেছেন তিনি। 'স্টুডেন্ট অব দ্য ইয়ার টু'তে তাকে যে ধরনের ইমেজে দেখা গিয়েছিল এবারের সিনেমাটিতে তার সম্পূর্ণ বিপরীত একটি চরিত্রে দেখা যাবে। এখানে তার মুখে কোনো সংলাপ নেই। সম্পূর্ণভাবে অভিব্যক্তি ও ইশারা ভাষার মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করতে হয়েছে। কাজটি নিঃসন্দেহে কঠিন ছিল তার মতো একজন নবীন অভিনেত্রীর জন্য।