বছরটি হতে পারে সিয়ামের

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
সিয়াম আহমেদ
তারার মেলা রিপোর্ট মাসের সংখ্যা 'বারো'তে পৌঁছলেই শুরু হয়ে যায় নানা রকমের হিসাবনিকাশ। সিনেদুনিয়াও এর বাইরে নয়। নতুন বছরের চলচ্চিত্রাঙ্গনের রাজত্ব নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে কানাঘুষা। ছবি মুক্তি ও বাণিজ্যিকভাবে বিগত বছরগুলোতে শাকিব খান এক চেটিয়া রাজত্ব করলেও নতুন বছরে ভাগ বসাবেন চিত্রনায়ক সিয়াম আহমেদ; এমটিই মানছেন চলচ্চিত্র বিশ্লেষকরা। ঢাকাই চলচ্চিত্রের নতুন এ নায়ক শুরু থেকেই দাপট দেখাচ্ছেন। মূলধারার বাণিজ্যিক ছবির সঙ্গে; ইতোমধ্যে দুটি শিল্পভিত্তিক সিনেমায় কাজ করে দর্শকের মন জয় করে নিয়েছেন। দিনকে দিন তার কাজের পরিধি বেড়েই চলেছে। তার 'পোড়ামন টু' ও 'দহন' ছবি দুটি মধ্যম মানের ব্যবসায় করলেও আলোচনায় এসেছে। তবে চলতি বছরে এ নায়কের একটি ছবি মুক্তি পেলেও ২০২০ সালে এ সংখ্যা দাঁড়াবে পাঁচে। মুক্তির জন্য পুরোপুরি তৈরি আছে 'শান' ও 'বিশ্বসুন্দরী'। বাকি তিনটি ছবির মধ্যে 'ইত্তেফাকে'র শুটিং চলছে, আর 'স্বপ্নবাজি' ও 'অপারেশন সুন্দরবন' ছবি দুটির পি-প্রোডাকশনের কাজ চলছে। অবস্থা এমন যে সামনের দুই ঈদে সিয়ামের জোড়া ছবি মুক্তি পেলেও অবাক হওয়ার কিছু নেই। 'শান' ছবিটি নির্মাণ করেছেন নবীন নির্মাতা এম রহিম। এটিই তার প্রথম চলচ্চিত্র। এতে সিয়ামের বিপরীতে দেখা যাবে পূজা চেরীকে। অ্যাকশন থ্রিলার ঘরোনার এ ছবিটি মুক্তির আগেই আলোচনায় এসেছে। নতুন লুক ও গল্পের মুন্সিয়ানা মিলিয়ে নতুন বছরে ছবিটি দিয়ে সিয়াম যে ধামাকা দেখাবেন, তা বলার অপেক্ষা রাখে না। এ বিষয় সিয়াম তারার মেলাকে বলেন, শানের গল্পটাই আলাদা। সেখানে আমি পুলিশের ঊর্ধ্বতন র্কমকর্তার চরিত্রে অভিনয় করেছি। সত্য ঘটনা অবলম্বনে ছবিটি নির্মিত হয়েছে। আগামী বছরের শুরুর দিকে বা মাঝামাঝি সময়ে মুক্তি পাবে ছবিটি।' অন্যদিকে 'বিশ্বসুন্দরী' ছবিটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। প্রথমবারের মতো চিত্রনায়িকা পরীমনির সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন এ নায়ক। ছবিটি এ মাসে মুক্তির কথা থাকলেও বেশ কিছু জটিলতায় তা পিছিয়ে গেছে। ফলে নতুন বছরের শুরুর দিকে মুক্তির সম্ভাবনা রয়েছে। এ ছবিটি নিয়ে সিয়াম বলেন, 'চয়নিকাদির সঙ্গে কাজ করার বিষয়টিই অন্যরকম। তিনি অতি যত্নে সব কিছু করেন। আর আমরাও শতভাগ দিয়ে নতুন কিছু করতে চেয়েছি। ইতোমধ্যে এ ছবির একটি গানও রিলিজ হয়েছে। বাকিটা দর্শক জানেন।' বর্তমানে সিয়াম ব্যস্ত রয়েছে 'ইত্তেফাক' সিনেমার শুটিংয়ে। শুটিং হচ্ছে সিলেটের বিভিন্ন লোকেশনে। পরিচালক রায়হান রাফি নির্মাণ করছেন এ ছবিটি। এটি শেষ হলেই হাত দেবেন একই পরিচালকের আরও একটি ছবিতে। নাম 'স্বপ্নবাজি'। অনেক স্বপ্ন নিয়ে মিডিয়াতে কাজ করতে আসা কয়েকজন তরুণ-তরুণীর গল্প দেখানো হবে এ সিনেমায়। এতে সিয়ামের বিপরীতে চিত্রনায়কা মাহিয়া মাহীকে দেখা যেতে পারে। জানা গেছে, কোন কারণে স্বপ্নবাজি সিনেমার কাজ শুরু হতে দেরি হলে 'অপারেশন সুন্দরবন' সিনেমায় হাত দেবেন সিয়াম।র্ যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বাস্তব অ্যাকশন থেকে অনুপ্রাণিত হয়ে এ সিনেমাটি নির্মাণ করা হচ্ছে। এতে সিয়ামের সঙ্গে নুসরাত ফারিয়াকেও প্রথমবারের মতো দেখা যাবে। এ বিষয় সিয়াম বলেন, 'আমি একসঙ্গে একাধিক কাজ করতে পছন্দ করি না। একটার পর একটা কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। এতে প্রতিটি কাজ গুরুত্ব দিয়ে করা যায়। এই মুহূর্তে যেমন 'ইত্তেফাক' নিয়ে পড়ে আছি। মাথায় ইত্তেফাক ছাড়া অন্য কোনো গল্প নেই। এটির কাজ শেষ হলে অন্য চিত্রনাট্য নিয়ে বসবো। আমি এভাবেই কাজ করি।' কথায় কথায় এ নায়ক ইত্তেফাকের রহস্যও ফাঁস করলেন। জানালেন, ইত্তেফাক একটি ইমোশনাল গল্পের সিনেমা। যেখানে সিয়াম আহমেদের সঙ্গে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকে দেখা যাবে। অল্পসময়েই তারকা খ্যাতি পাওয়া সিয়াম অভিনয়ের পাশাপাশি যুক্ত আছেন আইন পেশার সঙ্গেও। শুটিংয়ের ফাঁকে নিয়মিত ল' চেম্বারেও বসেন তিনি। বহুমাত্রিক এ অভিনেতার শুরুটা ছোট পর্দা দিয়ে। টিভিসি ও টিভি নাটকের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। এরপর জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে বড় পর্দায় অভিষেক হয় তার। নাট্যাভিনেতা থেকে রাতারাতি হয়ে উঠেন চিত্রনায়ক। তবে ব্যস্ততা বাড়ালেও কাজের মান নিয়ে আপস করতে নারাজ এ হিরো। তিনি বলেন, 'প্রথম থেকেই চলচ্চিত্র বাছাইয়ে আমি খুঁতখুঁতে। সিনেমার গল্পে নতুনত্ব না থাকলে কাজ করে মজা পাই না। তবে ছবিটি ব্যবসায় সফল হবে কি হবে না সেটা দর্শকের ওপর নির্ভর করে। আমি বিশ্বাস করি, একটি ভালো ছবি সবসময়ই ভালো ছবি। আমার গুরুত্বটাও ভালো ছবির দিকে। আমি চাই, আমার চরিত্রটি দর্শক সারাজীবন মনে রাখুক। তাই প্রতিটি কাজের আগেই গুরুত্ব দিয়ে হোম ওয়ার্ক করি।'