ইউরোপ মাতাচ্ছে 'মেইড ইন বাংলাদেশ'

প্রকাশ | ১২ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
'মেইড ইন বাংলাদেশ'র একটি দৃশ্য
তারার মেলা রিপোর্ট 'মেহেরজান' ও 'আন্ডার কনস্ট্রাকশনে'র পর রুবাইয়াত হোসেনের তৃতীয় ছবি 'মেইড ইন বাংলাদেশ'। বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা অর্জনে পোশাকশিল্পের যে ভূমিকা আছে তার আলোকে দৃঢ়চেতা নারী পোশাক শ্রমিকদের সংগ্রাম ও সাফল্যের গল্প বলা হয়েছে ছবিটিতে। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হওয়ার পর ছবিটি এবার ইউরোপে বাণিজ্যিকভাবে মুক্তি পেয়েছে। বর্তমানে ইউরোপের ৬১টি সিনেমা হলে চলছে 'মেইড ইন বাংলাদেশ'। এর মধ্যে ফ্রান্সের ৫৩, ডেনমার্কের ৭ ও পুর্তগালের ১টি সিনেমা হলে চলছে। 'মেইড ইন বাংলাদেশ'-এ অভিনয় করেছেন রিকিতা নন্দিনী, নভেরা হোসেন, দীপান্বিতা মার্টিন, পারভীন পারু, মায়াবি মায়া, মুস্তাফা মনোয়ার, শতাব্দী ওয়াদুদ, জয়রাজ, মোমেনা চৌধুরী, ওয়াহিদা মলিস্নক জলি ও সামিনা লুৎফা প্রমুখ।