দু্যতি ছড়াচ্ছেন তোরসা

প্রকাশ | ১২ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
রাফাহ নানজীবা তোরসা
তারার মেলা রিপোর্ট মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় নজর কেড়েছেন বাংলাদেশের প্রতিযোগী রাফাহ নানজীবা তোরসা। প্রথম হেড টু হেড চ্যালেঞ্জে ১৯ নাম্বার গ্রম্নপ থেকে জয় পেয়েছেন তিনি। মঙ্গলবার ভারতের প্রতিযোগীর সঙ্গে হেড টু হেড চ্যালেঞ্জের মোকাবিলা করেন তোরসা। আগামী ১৪ ডিসেম্বর বসবে প্রতিযোগিতাটির চূড়ান্ত আসর। কক্সবাজারের কুতুবদিয়ায় বাবার পৈতৃক বাড়ি হলেও তোরসার জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে। সাড়ে তিন বছর বয়স থেকেই তার নাচের হাতেখড়ি। পরবর্তী সময়ে গান, আবৃত্তি, অংকন, বিতর্ক, মাইম, থিয়েটার, মডেলিং, উপস্থাপনাসহ সব ভুবনে সংযুক্ত হয়ে পড়া মেধাবী তোরসা প্রকৃত অর্থেই অলরাউন্ডার। তোরসা ২০০৯ সালে বঙ্গবন্ধু জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় লোকনৃত্যে সেরা পুরস্কার পান। পাশাপাশি পেয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক অনেক সম্মাননা।