শুরুতেই সরব আসিফ

প্রকাশ | ০৯ জানুয়ারি ২০২০, ০০:০০

তারার মেলা রিপোর্ট
'দুঃখ যদি দিতে চাও' মিউজিক ভিডিওতে আসিফ ও নাদিয়া নদী
গত বছরের মতো এবারও বছরের শুরুতেই বহুমুখী ব্যস্ততায় সরব হয়ে উঠেছেন যুবরাজ'খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর। ধারণা করা হচ্ছে, ২০২০ সালেও আলোচনার শীর্ষে থাকবেন তিনি। নতুন বছরের ঠিক শুরুর মুহূর্তে অনলাইনে এসেছে আসিফ আকবরের মিউজিক ভিডিও 'লালটিপ'। থার্টি ফার্স্টের রাত ১২টা ১০ মিনিটে এটি প্রকাশিত হয়েছে ম্যাক্স ব্যাগ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। 'লালটিপ'র কথা লিখেছেন সুদীপ কুমার দীপ এবং সুর করেছেন প্রীতম ও সংগীত করেছেন জে কে মজলিশ। এতে মডেল হয়েছেন আসিফ আকবর নিজেই। নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান। গানটি নিয়ে আসিফ বলেন, 'বিশ বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছি। যেখানে অর্থনীতির ব্যাপার সেখানে আঁতলামী চলে না, তবুও চেষ্টা করেছি সুন্দর কথা সুরের গান করতে। যে গান শ্রোতার নেবে সেই গানই ভলো গান মনে করি। লাল টিপ সেই রকম একটি গান হয়েছে মনে করি।' লাল টিপ প্রকাশের পরপরই আরও একটি মিউজিক ভিডিওর মডেলিংয়ের কাজ শুরু করেন তিনি। রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে বছরের প্রথম মিউজিক ভিডিওর শুটিং করলেন আসিফ আকবর। তার এবারের গানের শিরোনাম 'দুঃখ যদি দিতে চাও'। গানটি লিখেছেন, সুর সঙ্গীত করেছেন তরুণ মুন্সী। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তৌহিদুর রহমান রুবেল। এতে আসিফের বিপরীতে মডেল হয়েছেন সালহা খানম নাদিয়া। এই নিয়ে তৃতীয়বারের মতো আসিফ ও নাদিয়া মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করলেন। ফের তার বিপরীতে নাদিয়ার কাজ করা প্রসঙ্গে আসিফ আকবর বলেন, 'নাদিয়া ভীষণ সহযোগিতা পরায়ন একজন অভিনেত্রী। এর আগে যে দুটি গানে মডেল হিসেবে কাজ করেছি তখন এবং নতুন এই গানেও নাদিয়া আমার অভিনয়ের শিক্ষক হিসেবে কাজ করেছে। আমার সহশিল্পী হিসেবে নাদিয়া থাকলে আমি নিশ্চিন্ত থাকি যে কাজটি ভালো হবে। আমার চরিত্রে আমি ভালো করতে পারবো তারই সহযোগিতায়। এই কাজটির ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। অনেক অনেক ধন্যবাদ নাদিয়াকে। নতুন এই গানটিও খুব ভালো হয়েছে। যথারীতি তরুণ মুন্সী চমৎকার লিখেছে এবং সুর সঙ্গীত করেছে। আমি খুব আশাবাদী কাজটি নিয়ে।' গত বছর জুড়েই বহুমুখী ব্যস্ত ছিলেন গানের যুবরাজ'খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর। নতুন নতুন গানে ভিন্ন ভিন্ন লুকে মিউজিক ভিডিওতে সরব ছিলেন তিনি। বছরের শুরুতেই চমক নিয়ে আসেন এই কণ্ঠশিল্পী। তার 'মন হয়ে যায় ভালো' মিউজিক ভিডিওটি প্রকাশিত হয় ২৪ জানুয়ারি। সাউন্ডটেকের ব্যানারে এ গানের ভিডিও পরিচালনা করেছেন সৈকত নাসির। এতে আসিফের সঙ্গে দেখা গেছে আরশিকে। আসিফ ও ডলি সায়ন্তনীর গাওয়া এ গানটির কথা লিখেছেন প্রদীপ সাহা, সুর করেছেন অভি আকাশ। সংগীতায়োজনে মুশফিক লিটু। মার্চে প্রকাশ হয় আসিফের 'আগুন' গানের মিউজিক ভিডিও। সুহৃদ সুফিয়ানের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন জুয়েল মোর্শেদ। প্রকাশ করে ধ্রম্নব মিউজিক স্টেশন। একই প্রতিষ্ঠান থেকে আগস্টে প্রকাশ হয় আসিফের 'দেবদাস' শিরোনামের গানটি। এই গানের ভিডিওতে অনেক গেটাপে হাজির হন এই কণ্ঠশিল্পী- যা দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলে। রাজীব আহমেদের লেখা গানে সুর দিয়েছেন এবং সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী এবং মডেল হিসেবে রয়েছেন নাফিসা কামাল ঝুমুর। এ ছাড়া জুলাইয়ের প্রথম সপ্তাহে মুক্তি পাওয়া 'হাহাকার' শিরোনামের মিউজিক ভিডিওটিও সাড়া ফেলে দর্শক মহলে। এতে তিন চরিত্রে দেখা গেছে আসিফকে। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর। ফেরারি ফরহাদের কাহিনী ও চিত্রনাট্যে মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন ওয়াহীদ বিন চৌধুরী। 'হাহাকার' গানের কথাগুলো লিখেছেন নীহার আহমেদ। আসিফ আকবর বলেন, 'এ বছর নিয়ে আমার বেশ কিছু নতুন পরিকল্পনা আছে। যেগুলো এক এক করে জানাব সবাইকে। তবে এটা বলতে পারি, গত বছরের তুলনায় এবার আরও বেশি ব্যস্ত থাকতে হবে আমাকে।'