বাজল বিয়ের বাদ্যি...

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২০, ০০:০০

তারার মেলা রিপোর্ট
সেলিনা আফ্রি
ভিন্ন এক গস্নামার নিয়ে বর্তমানে মিডিয়াতে নিয়মিত কাজ করছেন সেলিনা আফ্রি। মডেলিং দিয়ে নিজেকে চেনানোর পথে নামলেও তিনি বড় পর্দাতে অভিনয় করবেন বলে নিজেকে প্রস্তুত করেন। কিন্তু না, তারপর তিনি সিদ্ধান্ত নেন কাজ করবেন সব মাধ্যমেই। সেই থেকেই তিনি নিয়মিত হন চলচ্চিত্র, বিজ্ঞাপন, নাটক এই তিন মাধ্যমেই। সেই সঙ্গে ভালোমানের কিছু গানের মিউজিক ভিডিওতে মডেল হয়ে আলোচিত হয়েছেন। ধারাবাহিক নাটক ও মিউজিক ভিডিওর কাজ নিয়ে এরই মধ্যে নতুন বছরের হালখাতা খুলেছেন এ অভিনেত্রী। শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার শুরু হবে তার অভিনীত নতুন ধারাবাহিক নাটকটির 'আলো ছায়ার কাব্য'। এটি পরিচালনা করছেন সানজিদ খান প্রিন্স। এ ছাড়া সঙ্গীতশিল্পী শাফিন খানের একটি গানের ভিডিওতে মডেল হয়েছেন। ভিডিওটি নির্মাণ করেছেন মঞ্জুরুল হক মঞ্জু। নতুন কাজ প্রসঙ্গে আফ্রি সেলিনা বলেন, 'বছরের শুরুতেই কিছু ভালো কাজের সঙ্গে যুক্ত হয়েছি। এটা আমার ভীষণ ভালোলাগার। এ বছরে আরও ভালো ভালো কাজ করতে চাই।' অভিনয়ের সঙ্গে আফ্রির নতুন বছরটা শুরু হয়েছে নতুন করেই। এ বছরেই শুরু করছেন নতুন জীবন। বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। সম্প্রতি রাজধানীর বসুন্ধরার নিজ বাসায় এক ঘরোয়া আয়োজনে দুই পরিবারের সম্মতিতে আংটি বদল হয়েছে তার। আর বাগদানের খবর ও কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন আফ্রি। অচিরেই ধুমধাম করে বিয়ে করবেন বলেও জানান এই তারকা। আফ্রি সেলিনা জানান, 'পাত্র হৃদয় খান পেশায় একজন ব্যবসায়ী। বাড়ি কুমিলস্না হলেও পাত্রের পরিবার ঢাকায় থাকেন। পাত্রের সঙ্গে অনেকদিন ধরেই আফ্রির পরিচয়। প্রায় নয় বছর ধরে তাদের মধ্যে বেশ ভালো একটা জানাশোনা ছিল। আফ্রির মায়ের পছন্দেই অবশেষে তাদের চার হাত এক হলো।' শোবিজের প্রায় জনই প্রেম থেকে বিয়ে করেন। পছন্দের পাত্রকে নিয়ে আফ্রি বলেন, 'আমার মায়ের পছন্দেই সবকিছু হয়েছে। তবে ছেলেকে আমি অনেকদিন ধরেই চিনি। আমার মা যখন অসুস্থ ছিলেন তখন সে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল। তখন থেকেই তার প্রতি আমার মায়ের একটা ভালো লাগা তৈরি হয়েছে। মায়ের ইচ্ছাকেই আমি সম্মতি দিয়েছি।' বিয়ের আনুষ্ঠানিকতা কবে সারবেন জানতে চাইলে আফ্রি বলেন, 'সবেমাত্র আংটি বদল হয়েছে। তবে আমরা দুজন নিজেদের আরও একটু সময় দিতে চেয়েছি। যার কারণে বিয়ের জন্য একটু সময় নিচ্ছি। চলতি বছরের শেষের দিকে নয়তো আগামী বছরের মাঝামাঝি সময়ে বিয়ের কাজটা সম্পন্ন হবে। তখন অনুষ্ঠান করে সবকিছু হবে।' আফ্রি সেলিনার জন্ম দিলিস্নতে হলেও পাঁচ বছর বয়সে তিনি বাংলাদেশে চলে আসেন। ওম্যান্স ওয়ার্ল্ডের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসেবে ২০১১ সালে শোবিজে যাত্রা শুরু করেছিলেন তিনি। ওই বছরেই নাঈম তালুকদারের নির্দেশনায় ওপার বাংলার ইন্দ্রনীলের বিপরীতে 'অন্যপথ' চলচ্চিত্রে প্রথমবারের মতো অভিনয় করেন। এরপর অভিনয় করেছেন বাংলাদেশের অনেক নাটক চলচ্চিত্রে। অনন্য মামুন নির্দেশিত আনিসুর রহমান মিলনের বিপরীতে 'রোমান্স' চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। তার অভিনীত আলোচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছেন 'চিরকুট'। এটি নির্মাণ করেছেন অলোক হাসান। ক্যারিয়ারের এ সময়ে এসে আফ্রি নিজেকে সত্যিই একজন অভিনেত্রী হিসেবে পরিণত করেছেন। প্রতিনিয়তই অভিনয় করছেন নতুন গল্পের বৈচিত্র্যময় চরিত্রে। আফ্রি বলেন, 'এখন বেশ ভালো ভালো কাজ করছি। হোক সেটা নাটক, শর্টফিল্ম কিংবা মিউজিক ভিডিও। তবে আমি সত্যিকার অর্থেই একজন ভালো অভিনেত্রী হতে চাই। অভিনয়ের পথচলায় আমি জয়া আপার আদর্শকে অনুসরণ করার চেষ্টা করি। সবার সহযোগিতায় নিজেকে একজন দক্ষ অভিনেত্রীতে পরিণত করতে চাই।' চলতি বছরে আরেকটি চমক নিয়ে আসছে আফ্রি। আগামী ভালোবাসা দিবসে কিংবা পহেলা বৈশাখে মুক্তি পাওয়ার কথা রয়েছে তার অভিনীত ইদ্রিস হায়দার পরিচালিত ভিন্ন ঘরানার সিনেমা 'নীল ফড়িং'। কিন্তু শেষ পর্যন্ত মুক্তি পায়নি। এদিকে গেল ১২ জানুয়ারি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে 'নীল ফড়িং' সিনেমার 'আপন মানুষ যায় না চেনা' গানটি। গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ, সুর সঙ্গীত করেছেন ইমন সাহা এবং গেয়েছেন ইমরান। গানটিতে আফ্রি সেলিনার উপস্থিতি বেশ প্রশংসিত হচ্ছে।