সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ৩০ জানুয়ারি ২০২০, ০০:০০

তারার মেলা রিপোর্ট
বাপ্পারাজ
ফের সিনেমায় বাপ্পারাজ আশির দশকে ঢাকাই সিনেমায় 'চাপাডাঙ্গার বউ' ছবি দিয়ে অভিষেক ঘটে নায়ক বাপ্পারাজের। তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে অভিনয় করেছেন শতাধিক চলচ্চিত্রে। অভিনয় গুণে হয়ে উঠেছেন ঢাকাই চলচ্চিত্রের উজ্জ্বল এক নক্ষত্রের নাম বাপ্পারাজ। দীর্ঘ ক্যারিয়ারে নানা গল্পের নানান চরিত্রে দর্শক মাতিয়েছেন এই অভিনেতা। ত্রিভুজ প্রেমের ছবিতে স্যাক্রিফাইসিং চরিত্রগুলোতে বা ব্যর্থ প্রেমিকের চরিত্রে বাপ্পারাজ এ দেশের সিনেমায় একটি ব্র্যান্ড হয়ে আছেন। 'প্রেমের সমাধি', ' প্রেমগীত', 'হারানো প্রেম', 'ভুলোনা আমায়', 'বুক ভরা ভালোবাসা', 'ভালোবাসা কারে কয়' ইত্যাদি চলচ্চিত্রগুলো বাপ্পারাজকে দিয়েছে অনন্য জনপ্রিয়তা। এখন আগের মতো অভিনয়ে নিয়মিত নন। সর্বশেষ তাকে দেখা গিয়েছিল 'পোড়ামন-২' সিনেমায়। এরপর প্রায় দুই বছরের বিরতি কাটিয়ে আবারও সিনেমায় ফিরছেন তিনি। সাফি উদ্দিন সাফি পরিচালিত অ্যাকশন থ্রিলার 'সিক্রেট এজেন্ট' নামের সিনেমাতে দেখা যাবে তাকে। এই ছবিতে বাপ্পারাজকে দেখা যাবে নতুন মোড়কে, নতুন চমকে। বাপ্পারাজ বলেন, 'বর্তমানে এফডিসিতে এই সিনেমার শুটিং করেছি। বেশ ভালো একটি গল্প। আমার চরিত্রটি দর্শকের জন্য বিশেষ চমক হিসেবে থাকবে। কী সেই চমক তা এখনই বলছি না। শুধু বলছি, এখানে দর্শক আমাকে পুলিশ কমিশনারের চরিত্রে দেখবেন। আর একটি ভালো ছবি নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক। আমি সিক্রেট এজেন্ট হিট হবে এটাই প্রত্যাশা করছি।' এই অভিনেতা আরও জানান, বছরের প্রথম ছবি হিসেবে 'সিক্রেট এজেন্ট'-এ কাজ করলেন। আরও বেশ কিছু সিনেমার প্রস্তাব আছে তার কাছে। সেগুলোর গল্প বাছাই করছেন তিনি। শিগগিরই আরও ছবির ঘোষণা আসবে। বাপ্পারাজ ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করছেন বাপ্পী চৌধুরী, নবাগতা উষ্ণ প্রমুখ। নতুন গানে দিতি সরকার তারার মেলা রিপোর্ট 'ম্যাজিক বাউলিয়ানা' চ্যাম্পিয়ন দিতি সরকার গাইলেন আনন্দের গান। 'প্রেমের মানুষ' শিরোনামের গানটি প্রকাশ করেছে গানকুটির ইউটিউব চ্যানেল। 'মনটারে যখন বান্ধিলীরে পরান রাখিয়া, যাওয়ার কী আর সাধ্য আছে তোরে ছাড়িয়া- এমন কথার গানটি লিখেছেন তারেক আনন্দ। এর সুর ও সংগীতায়োজন করেছেন সজীব দাস। এই গান নিয়ে কণ্ঠশিল্পী দিতি সরকার বলেন, আমার খুব বেশি মৌলিক গান প্রকাশ হয়নি। এ গানটি ক্যারিয়ারে নতুন সংযোজন হলো। সজীব দাস, তারেক আননন্দ ভাই মৌলিক গানটি উপহার দিলেন। সত্যিই আমি অভিভূত। গানটি ভালো লাগবে সবার আশা করছি।' সজীব দাস বলেন, 'গানের ভাবনার সঙ্গে মিল রেখে সুর ও সংগীত করেছি। দিতি দারুণ গেয়েছে। দিতির জন্য শুভ কামনা রইলো।' গীতিকবি তারেক আনন্দ বলেন, এ বছর আমার কথায় বেশকিছু গান প্রকাশ হবে ধারাবাহিকভাবে। বছরের প্রথম দিন প্রকাশ হয়েছে প্রদীপ্ত বাপ্পীর কণ্ঠে 'মাতাল' গানের মিউজিক ভিডিও। একই মাসে দিতির কণ্ঠে প্রকাশ হলো 'প্রেমের মানুষ'। গানটি শ্রোতারা পছন্দ করবেন বলে আশা করছি। কঙ্গনা রানৌতকে ফুলেল শুভেচ্ছা আলিয়ার তারার মেলা ডেস্ক বলিউড তারকা কঙ্গনা রানৌত ও তার বোন রঙ্গোলি চান্দেলের সঙ্গে আলিয়া ভাটের দ্বন্দ্বের কথা কারও অজানা নয়। কিন্তু অতীতের সবকিছু ভুলে কঙ্গনাকে ফুলের তোড়া উপহার পাঠালেন আলিয়া। সম্প্রতি পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকা প্রকাশ করেছে কেন্দ্র। মোট ১৪১ জন পদ্ম সম্মানে ভূষিত হতে চলেছেন। যার মধ্যে পদ্মবিভূষণ পাচ্ছেন ৭ জন। ১৬ জন পাচ্ছেন পদ্মভূষণ পুরস্কার। এছাড়া ১১৮ জন পাচ্ছেন পদ্মশ্রী। সেই তালিকাতেই রয়েছে কঙ্গনা রনৌতের নামটি। আর এ কারণেই বলিউডের এই অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে তাকে একটি ফুলের তোড়া উপহার পাঠিয়েছেন আলিয়া। কঙ্গনাকে পাঠানো সেই ফুলের তোড়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেয়ার করে রঙ্গোলি চান্দেল লিখেছেন, 'এই দেখুন আলিয়া কঙ্গনাকে এই ফুলের তোড়া পাঠিয়েছেন। কঙ্গনার কথা জানি না, তবে আমার খুব মজা লাগছে।' কঙ্গনার পাশাপাশি ওই তালিকায় আরও রয়েছেন সংগীতশিল্পী আদনান সামি, প্রযোজক একতা কাপুর এবং করণ জোহর।