তানজিন তিশা আরও পরিণত

প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

তারার মেলা রিপোর্ট
তানজিন তিশা
ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়শৈলী, চরিত্রের কাঠামোগত রূপদান ও সময়োপযোগী গল্প নির্বাচনের কারণে সমসাময়িক অভিনেত্রীদের থেকেই তিনি ব্যতিক্রম। নাট্যপাড়ায় কান পাতলেই শোনা যায়, তানজিন তিশার পরিণত হওয়ার গল্প। দিনকে দিন, নিজেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। কাজের সংখ্যার বিচারেই নয়, মানের দিকেও তার কড়া নজর। সংলাপে ত্রম্নটি, কিংবা গল্পের গাঁথুনি মনে না ধরলে কাজে সায় দেন না। তার প্রমাণ মেলে বিগত কয়েক বছরের কাজের ফিরিস্তি দেখেই। ইউটিউব হোক আর টেলিভিশনের পর্দা, প্রচারিত কাজের জন্য তানজিন তিশাকে নিয়ে আলোচনা হবেই। এই আলোচনার শুরুটা হয় 'এক্স বয়ফ্রেন্ড' নাটক প্রচারিত হওয়ার পর। এ নাটকে আরফান নিশোর সঙ্গে জুটি বেঁধে দুর্দান্ত অভিনয় করেন তিনি। নাটকের বেশ কিছু সংলাপ কেটে ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক শেয়ার করেছেন। তার রেশ কাটতে না কাটতেই গত বছরের শেষের দিকে প্রচারিত হয় তানজিন তিশা ও আরফান নিশোর 'অনলি মি' নামের আরও একটি নাটক। এতে আগের তানজিন তিশাকে খুঁজে পাওয়া যায়নি। পাওয়া গেছে ভিন্ন এক অবয়বে। গল্পের ঢং অনুসারে নিজের চরিত্রটিকে ফুটিয়ে তুলতে রীতিমতো ভেলকি দেখিয়েছেন এ অভিনেত্রী। তার রেশ পড়ছে চলতি বছরেও। সম্প্রতি প্রচারিত হয়েছে 'একবার বলো ভালোবাসি' নাটকটি। এতে পুরনো ঢাকার ঐতিহ্যবাহী ভাষার যে স্ফুরণ তিশা দেখিয়েছেন, সেটা এক কথায় অসাধারণ। এ ধারাবাহিকতায় এবারের ভালোবাসা দিবসেও তানজিন তিশাকে দেখা যাবে হাফ ডজনের বেশি নাটকে। ইতোমধ্যে বেশ কিছু ব্যতিক্রম ধর্মী নাটকের শুটিং সম্পন্ন করেছেন। তারমধ্যে মোস্তফা কামাল রাজের 'সেই তো এলে তুমি', শিহাব শাহিনের 'অবুঝ দিনের গল্প দুই', মহিদুল মহিমের 'স্পর্শে তুমি', মোস্তফা কামাল রাজের 'আই হ্যাট লাভ স্টোরি' অন্যতম। এর মধ্যে 'সেই তো এলে তুমি ' নাটকে তিশার বিপরীতে দেখা যাবে আরফান নিশোকে, অবুজ দিনের গল্প দুই' নাটকে জিয়াউল ফারুক অপূর্ব, 'স্পর্শে তুমি' নাটকে এ অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে তাহসান খানকে এবং জোভান আহমেদকে দেখা যাবে 'আই হ্যাট লাভ স্টোরি নাটকে। এসব নিয়ে তানজিন তিশার ভাষ্য অনেকটা এরকম। 'দর্শকের কথা ভেবেই ভালো কাজ করার চেষ্টা করেছি। মন দিয়ে অভিনয় করেছি। যার ফলে বেশ কিছু নাটকের জন্য সাড়া পাচ্ছি। একজন অভিনেত্রী হিসেবে এটা যে কত ভালোলাগার, তা ভাষায় প্রকাশ করতে পারব না। ভালোলাগার এ ধারাবাহিকতা আমার কাজ দিয়ে ধরে রাখতে চাই।' রাতদিন এক করে নাটকে অভিনয় করলেও তিশার শুরুটা ছিল মিউজিক ভিডিওর মডেল হিসেবে। ফলে মিউজিক ভিডিওর প্রতি তার ভালোবাসা এখনো কমেনি। সময়-সুযোগ পেলেই মিউজিক ভিডিওতে কাজ করেন। এই যেমন, চলতি বছরের শুরুতেই একটি নতুন মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। 'স্মৃতির ফানুস' নামের এই গানটি প্রচারিত হবে ৮ ফেব্রম্নয়ারি। এ বিষয় তানজিন তিশা বলেন, "নতুন বছরে প্রথম গানের মডেল হলাম সংগীতশিল্পী তাহসান খান ও সুস্মিতা আনিসের গানে। 'স্মৃতির ফানুস' গানটি খুব সুন্দর। এই গানের মিউজিক ভিডিওতে কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো। আমি সবসময়ই আমার প্রতিটি মিউজিক ভিডিওতে কিছু একটা এক্সক্লুসিভ রাখার চেষ্টা করি। সহজ ভাষায় বলতে গেলে, আমার মিউজিক ভিডিওগুলো গতানুগতিক নয়, কিছুটা হলেও ব্যতিক্রম হয়।" এখানেই শেষ নয়। গত বছরও কণ্ঠশিল্পী ইমরানের 'আমার এ মন' গানের মিউজিক ভিডিওতে দেখা গেছে তানজিন তিশাকে। গানটি ইউটিউব থেকে ৬৭ লাখেরও বেশি মানুষ দেখেছে। আর রিজভী ওয়াহিদের 'চোখের পলকে' মিউজিক ভিডিওতে মডেল হিসেবে সুনাম কুড়িয়েছেন বহু আগেই। হয়েছেন প্রশংসিতও। এ ছাড়াও হাবিবের 'বেপরোয়া মন', চন্দন-সিথি'র 'আঙ্গুল ছুঁয়েছে আঙ্গুল তোমার' গানগুলোও দর্শকের মন ছুঁয়েছে। তবে অভিনয়ে দর্শকপ্রিয়তা ও চাহিদা থাকা শর্তেও তানজিন তিশার দেখা নেই বড় পদার্য়। এ নিয়ে তার ভাষ্য, 'চলচ্চিত্রে অভিনয় করার ইচ্ছা অনেক আগে থেকেই। গল্প, চরিত্রসহ অন্যান্য আনুষঙ্গিক বিষয় যদি মনের মতো হয়, তাহলে অবশ্যই আমি চলচ্চিত্রে কাজ শুরু করব। তবে চলচ্চিত্রে কাজ করার জন্য চুক্তিস্বাক্ষর না হওয়া পর্যন্ত আমি ছোটপর্দায় নিজেকে ব্যস্ত রাখতে চাই।' কথা বলেছেন বিয়েশাদি নিয়েও। তিশার সাফ কথা, 'আমি তেমন কাউকেই বিয়ে করব যিনি আমার কাজকে, আমাকে মূল্যায়ন করবেন যথাযথভাবে। তবে এটাও ঠিক, বিয়ের পর মেয়েদের সংসারও একটা মুখ্য বিষয়। পেশা এবং সংসার দুটিই যদি ঠিক রেখে চলতে পারি সেটাই হবে আমার জন্য সুখের পৃথিবী।'