সংবাদ সংক্ষপে

প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
হুমায়ূন স্মরণে শাওন-টুটুল তারার মেলা রিপোর্ট 'যদি মন কাঁদে, তুমি চলে এসো এক বরষায়/ এসো ঝরো ঝরো বৃষ্টিতে, জল ভরা দৃষ্টিতে/ এসো কমলো শ্যামলো ছায়/ চলে এসো এক বরষায়' এমন কথার গানটি রচনা করেছেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। গানটির সুর ও সংগীত করেন এসআই টুটুল। হুমায়ূনপত্নী মেহের আফরোজ শাওনের কণ্ঠে গানটি দারুণ সমাদৃত হয়। ২০১৬ সালে শাওন নির্মিত 'কৃষ্ণপক্ষ' সিনেমায় গানটি ব্যবহার করা হয়। চলচ্চিত্রটিতে সংগীত পরিচালক হিসেবে কাজ করেন টুটুল। এ গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন শাওন। 'যদি মন কাঁদে' শিরোনামের গানের পর আর কোনো গানে একসঙ্গে পাওয়া যায়নি শাওন-টুটুলকে। বিরতি ভেঙে আবারো টুটুলের সুর ও সংগীতে গাইলেন মেহের আফরোজ শাওন। 'নামিছে অঝোর শ্রাবণধারা' শিরোনামে গানটি লিখেছেন ড. আবুল ফজল। ইতোমধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটি নিয়ে নির্মিত হবে মিউজিক ভিডিও। এটি নির্মাণ করবেন সিহানুর রহমান আসিফ। আর হুমায়ূন আহমেদের মৃতু্যবার্ষিকীতে মুক্তি পাবে গানটি। এসআই টুটুল বলেন, 'উত্তরার একটি স্টুডিওতে এ গানের রেকর্ড সম্পন্ন হয়েছে। গানের কথা অনেক সুন্দর। দীর্ঘ দিন পর আমার সুর ও সংগীতে গাইলেন শাওন। আশা করি, গানটি সবার ভালো লাগবে।' ধুমে এবার অক্ষয়! তারার মেলা ডেস্ক বলিউডের আলোচিত সিকু্যয়েল সিনেমা 'ধুম'। ইতোমধ্যেই এর তিনটি সিরিজ মুক্তি পেয়েছে। এবার চতুর্থ সিরিজ নিয়ে হাজির হতে যাচ্ছে যশ রাজ ফিল্মস। দর্শকদের মনে কৌতূহল- জন আব্রাহাম, হৃত্বিক রোশন ও আমির খানের পর এবার কে আসছেন এর ভিলেনের চরিত্রে? ধুম-৪ সিকু্যয়েলের কথা শুরুর পর থেকেই এর ভিলেনের চরিত্রে অভিনয়ের জন্য রণবীর সিং, রণবীর কাপুর, শাহরুখ খান এমনকি সালমান খানের নাম উঠে এসেছিল। তবে এবার সেই ভিলেনের কোট পরতে চলেছেন কি অক্ষয় কুমার? সোমবার এক টু্যইটে বলিউড অ্যানালিসিস্ট অতুল মহন জানান, অক্ষয় কুমার এগিয়ে নিয়ে যাবেন 'ধুম' ফ্র্যাঞ্চাইজিকে। খুব শিগগিরিই নাকি আনুষ্ঠানিক ঘোষণা হবে তার। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে অক্ষয়ের অভিনয়নের বিষয়ে শোরগোল পড়ে যায়। তবে এ নিয়ে প্রযোজক সংস্থা এবং অভিনেতা কেউই মুখ খুলেনি। অফিসিয়াল কোনো ঘোষণা হয়নি। খবর অনুযায়ী আন্ডার ওয়ার্ল্ড ডনের ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে এবং সেই চরিত্র আগের খলনায়কদের থেকেও দুরন্ত, ভয়ঙ্কর। এতে অভিষেক বচ্চন আর উদয় চোপড়া থাকবেন না। যদিও পুরো ব্যাপারটাই বেমালুম অস্বীকার করেছে যশরাজ ফিল্মস। তাদের দাবি, এ ধরনের কোনো কথাই হয়নি কারোর সঙ্গে। এমনকি ধুম-৪ নিয়ে কোনো ভাবনাচিন্তাই নেই প্রযোজনা সংস্থার মাথায়। সম্পূর্ণটাই রটনা এবং ভিত্তিহীন। প্রযোজনা সংস্থা আরও জানায়, এ ধরনের কোনো পদক্ষেপ নিলে অবশ্যই তার আনুষ্ঠানিক ঘোষণা হবে। তাই সংস্থার থেকে কোনো খবর না নিয়ে এ ধরনের ভুয়া খবর ছড়ানো একেবারেই অর্থহীন। ধরা পড়ল হ্যাকার শিল্পীদের ফেসবুক উদ্ধার তারার মেলা রিপোর্ট শোবিজ অঙ্গনের অনেক তারকার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। মাস ছয়েক আগে চিত্রনায়ক জায়েদ খানের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকারদের দখলে চলে যায়। এদিকে সোমবারর্ যাব একটি হ্যাকার চক্রকে গ্রেপ্তার করেছে। তার সঙ্গে উদ্ধার হয়েছে জায়েদ খানের ফেসবুক অ্যাকাউন্টও। জায়েদ খান বলেন, 'আলহামদুলিলস্নাহ! ৫-৬ মাস পর নিজের প্রথম ফেসবুক আইডি হ্যাকারদের হাত থেকে উদ্ধার করলাম। যাদের কারণে উদ্ধার হয়েছে তারা এনটিএমসি। যারা আইডিটি হ্যাক করেছিলেন তাদের টার্গেট ছিল শিল্পীদের আইডি হ্যাক করে, তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণে অর্থ হাতিয়ে নেওয়া। অবশেষে মূল হোতাকে ময়মনসিংহের ত্রিশাল থেকের্ যাব গ্রেপ্তার করেছে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা এনটিএমসি।' তিনি আরো বলেন, 'এই হ্যাকার চক্র শিল্পী রেসির আইডি হ্যাক করে তার কাছে ২০ হাজার টাকা দাবি করেছিল। এ ছাড়া মিশা ভাইসহ অনেক শিল্পীদের আইডি হ্যাক করেছে।র্ যাব সদস্যদের অক্লান্ত পরিশ্রমে হ্যাকার চক্র ধরা পড়ায় শিল্পীরা স্বস্তি পেয়েছেন।'