মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সময়ের আলোচিত সঞ্চালকরা

বর্তমান সময়ে টিভি পর্দায় সবচেয়ে বেশি দেখা যায় বিষয়ভিত্তিক অনুষ্ঠান। এর মধ্যে দর্শক চাহিদার বিচারে এগিয়ে খেলাধুলা, শোবিজ ও রান্নাবান্নাবিষয়ক অনুষ্ঠানগুলো। আর এসব অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ উপস্থাপক বা উপস্থাপিকা। তাদের নান্দনিক শব্দ চয়ন, বিষয়ভিত্তিক আলোচনা করার সক্ষমতা ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে আড্ডা জমানোর জুড়ি নেই। এ সময়ের তেমনই কয়েকজন আলোচিত অনুষ্ঠান সঞ্চালককে নিয়ে আজকের আয়োজন। লিখেছেন- রায়হান রহমান
নতুনধারা
  ২৭ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

মারিয়া নূর

মারিয়া নূরের নাম শোনলেই চোখে ভাসে ক্রিকেট। বিশেষ করে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ মানেই টিভি পর্দায় তার উপস্থিতি। এক কথায় গত কয়েক বছর ধরে ক্রিকেটবিষয়ক টিভি অনুষ্ঠানগুলোতে তার বুদ্ধিদীপ্ত উপস্থাপনা সবার নজর কেড়েছে। এর আগে অনেকই এসব করতে গিয়ে জগাখিচুড়ি পাকালেও মারিয়া স্বমহিমায় উজ্জ্বল। এর কারণও আছে। ছোট থেকেই খেলাধুলার প্রতি তার বিশেষ আগ্রহ। দিন যতই বেড়েছে, এর প্রতি ভালোবাসা আরও বেড়েছে। আর সেই ভালোলাগা থেকেই খেলাধুলাবিষয়ক উপস্থনায় নিজেকে আষ্টেপৃষ্ঠে জড়িয়েছেন। এ বিষয় মারিয়া নূর বলেন, 'উপস্থাপনা করি মনের আনন্দে। এই ভালোলাগা আরও বেড়েছে, যখন মানুষ আমাকে উপস্থাপিকা হিসেবে আলাদাভাবে মূল্যায়ন করে। তাই উপস্থাপিকা হিসেবে পরিচয় দিতে সত্যিই অন্যরকম অনুভূতি হয়।'

তিনি আরও বলেন, 'সাম্প্রতিক সময়ে দেখা যায়, অনেকেই প্রডিউসারের লিখে দেওয়া স্ক্রিপ্ট মুখস্থ করে উপস্থাপনা করেন। এর ফলে একজন উপস্থাপকের সকিয়তা নষ্ট হয়। একটি বিষয়কে জেনে-বুঝে, ওই বিষয় পড়াশোনা করে উপস্থাপনায় নামতে হয়। নচেৎ মানসম্পন্ন উপস্থাপনা হয় না। আমি সবসময়ই চেষ্টা করেছি, গদবাঁধা কথাবার্তা বাদ দিয়ে ভিন্ন কিছু করে দেখাতে। হয়তো এই জন্যই মানুষ আমাকে আলাদাভাবে মূল্যায়ন করেন।'

২০০৯ সালে রেডিও জকি হিসেবে মারিয়া নূরের পেশাদারি জীবন শুরু হয়। এরপর টেলিভিশন উপস্থাপনায় মন দেন। মূলত জিটিভির 'ক্রিকেট এক্সট্রা' শিরোনামে একটি অনুষ্ঠান উপস্থাপনার মধ্য দিয়ে আলোচনায় আসেন তিনি।

শ্রাবণ্য তৌহিদা

সময়ের অন্যতম আলোচিত উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা। পেশায় একজন ডাক্তার হলেও, উপস্থাপনা তার নেশা। রান্নার অনুষ্ঠান হোক কিংবা রিয়েলিটি শো অথবা তারকাদের নিয়ে অনুষ্ঠান, সব ক্ষেত্রে সুনামের সঙ্গে উপস্থাপনা করছেন শ্রাবণ্য। বর্তমানে তার উপস্থাপনায় এনটিভিতে প্রচারিত হচ্ছে রিয়েলিটি শো 'সিঙ্গার ফ্যামিলি অ্যান্ড ফান'। সচরাচর যে ধরনের অনুষ্ঠান এখন চ্যানেলে প্রচার হয়, তার থেকে এ অনুষ্ঠানটি অনেকটাই আলাদা। এ আয়োজনটি করা হয়েছে মূলত বিভিন্ন পরিবারের কথা মাথায় রেখে। ইতোমধ্যেই অনুষ্ঠানটিকে দর্শক ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। এ ছাড়াও রান্নাবিষয়ক অনুষ্ঠানে তাকে নিয়মিত পাওয়া যায়। তবে শ্রাবণ্য খেলাধুলাবিষয়ক অনুষ্ঠানও উপস্থাপনা করেন। এবারের বিপিএলে নিয়মিতই তাকে ক্রিকেটবিষয়ক অনুষ্ঠানে উপস্থাপনা করতে দেখা গেছে। শ্রাবণ্য তৌহিদা ২০১৪ সালে তার উপস্থাপনার ক্যারিয়ার শুরু করেন। শুরুর দিকে চ্যানেল ২৪-এ নিয়মিত উপস্থাপনা করতেন। এরপর জি টিভির আইসিসি টি-টুয়েন্টি ওয়ার্ল্ড কাপ-২০১৪ নিয়ে অনুষ্ঠান উপস্থাপনা করে দেশব্যাপী আলোচিত হয়েছেন।

মৌসুমী মৌ

অনুষ্ঠান সঞ্চালক পরিবারের নবীনতম সদস্য মৌসুমী মৌ। বর্তমানে ডজনখানেক টিভি অনুষ্ঠানের উপস্থাপনা করছেন। এর মধ্যে স্টার জোন, 'আমাদের স্কুল', 'ফোক মোমেন্ট', 'বেলাশেষে' 'আমার গ্রাম আমার শহর', 'মালঞ্চ', 'আইটিসি ভিশন', 'জানতে চাই' অনুষ্ঠানগুলো অন্যতম। তবে সর্বশেষ বিপিএল নিয়ে উপস্থাপনা করে দর্শক মহলে বেশ সমাদ্রিত হয়েছেন তিনি। এ বিষয় মৌ বলেন, 'অনুষ্ঠানের উপস্থাপনা করাটা বেশ মজার আবার চ্যালেঞ্জেরও। অন্য কাজ কিছুটা আলাদা। এখানে কথা বলতে হয়ে বেশ যত্ন নিয়ে।' মৌসুমী মৌ টিভি উপস্থাপনা ছাড়াও মুকাভিনয়ের সঙ্গে যুক্ত আছেন।

সারা ফ্যায়রুজ যাইমা

বছর দুয়েক আগে দেশীয় বাজারে অনলাইনভিত্তিক বিভিন্ন কনটেন্ট নির্মাণের হিড়িক পড়ে। শুরু হয় অনলাইনভিত্তিক লাইভ প্রোগ্রামের জো। এ জোয়ারে গা ভাসিয়ে অনেকেই এসেছেন, আবার হারিয়ে গেছে। তবে রয়েগেছেন সারা ফ্যায়রুজ যাইম। 'ক্যাফে লাইভ' নামের একটি অনুষ্ঠান উপস্থাপনা করে রীতিমত তারকা বনে গেছেন তিনি। বর্তমানে এ অনুষ্ঠানটি নিয়মিত উপস্থাপনা করছেন যাইমা। পাশাপাশি বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানেও উপস্থাপনা করতে দেখা যায় তাকে। শুরুর দিকে একটি বেসরকারি টেলিভিশনের রিপোর্টার ও নিউজ প্রেজেন্টার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে ব্যস্ত আছেন উপস্থাপনা নিয়ে। যাইমার মতে, 'আমি কখনোই পস্ন্যানিং করে কিছু করিনি। ছোটবেলায় ইচ্ছা ছিল, আমি পুলিশ বা সেনাবাহিনীতে চাকরি করব। তারপর মনে হতো পাইলট হব। খেলাধুলা নিয়ে সব সময় ব্যস্ত থাকতাম। কিন্তু একটু বড় হওয়ার পর করপোরেট হতে চাইতাম। এখন উপস্থাপনা করছি।'

তিনি আরও বলেন, ভালো উপস্থাপনা করার জন্য প্রচুর পড়তে হবে। যে বিষয় উপস্থাপনা করতে চান, সেই বিষয়গুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে; দেশ ও দেশের বাইরেও। পড়াশোনা ছাড়াও চারপাশের সবকিছু সম্পর্কে ধারণা থাকতে হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<90164 and publish = 1 order by id desc limit 3' at line 1