সংবাদ সংক্ষপে

প্রকাশ | ০৫ মার্চ ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
দেশে ফিরছেন অ্যান্ড্রু কিশোর তারার মেলা রিপোর্ট দেশবরেণ্য আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোর প্রায় ৫ মাস ধরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। অসুস্থ অবস্থায় গত ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। পাঁচ মাস পেরিয়ে গেছে। এখনো চিকিৎসা চলছে তার। তার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে দেশে ফিরবেন অ্যান্ড্রু কিশোর, কবে আবারও গান গাইবেন তিনি! এরই মধ্যে সিঙ্গাপুরে একটি কনসার্টে অসুস্থ অবস্থায়ই হাজির হয়েছিলেন শ্রোতানন্দিত এই শিল্পী। গান গেয়ে নিজেও কেঁদেছিলেন আর ভক্তদেরও কাঁদিয়েছিলেন। অনেক অপেক্ষার পর এবার জানা গেল সুখবর। দীর্ঘ চিকিৎসার পর এখন অনেকটাই ভালো আছেন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, মার্চ মাসেই দেশে ফিরতে পারেন। জানা গেছে, সম্ভাব্য তারিখ ১৮ কিংবা ২০ মার্চ দেশে ফিরতে পারেন অ্যান্ড্রু কিশোর। চিকিৎসকরা চূড়ান্তভাবে হাসপাতাল থেকে ছুটির তারিখ জানাননি এখনো। তবে তারা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে মার্চ মাসের মাঝামাঝি হাসপাতাল থেকে তার ছুটি মিলতে পারে। বহুমুখী অভিজ্ঞতা আহমেদ সাজুর তারার মেলা রিপোর্ট ছোট পর্দার নতুন অভিনেতা আহমেদ সাজু। কয়েক বছর ধরে অভিনয় করছেন টিভি নাটকে। এরই ধারাবাহিকতায় বর্তমানে বেশ কয়েকটি ধারাবাহিক নাটকে কাজ করছেন। লেখক আকিদুল ইসলামের রচনায় ও লিটু করিমের পরিচালনায় ধারাবাহিক নাটক 'মন দরোজা'য় অভিনয় করছেন সাজু। নাটকটি অস্ট্রেলিয়া ও বাংলাদেশে শুটিং হচ্ছে। বরজাহান হোসেনের রচনা ও ফরিদুল হাসানের পরিচালনা ধারাবাহিক নাটক 'ফরেন ভিলেজ' কায়সার আহমেদ-এর 'বকুলপুর'সহ বেশকিছু এক নাটক ও টেলিফিল্ম এ কাজ করছেন। সম্প্রতি সফিউল আজমের মুক্তিযুদ্ধের চলচ্চিত্র 'উদীয়মান সূর্য'-এর শুটিংয়ের কাজ শেষ করেছেন। আগামী মার্চ মাসে চলচ্চিত্রটি মুক্তির অপেক্ষায়। এই সময়ে দেশের সর্বোচ্চ ভিউ শর্ট ফিল্ম রেকর্ড আহমেদ সাজুর দখলে। শর্ট ফিল্ম 'দীপালি' ভিউ তিন কোটি ছাব্বিশ লক্ষ। এরকম মিলিয়ন ছাড়িয়ে যাওয়া বেশকিছু শর্ট ফিল্ম করেছেন যেমন এক রাতের গল্প, পুরুষ পতিতা ইত্যাদি। ধীরে ধীরে বেশ ব্যস্ত হয়ে উঠছেন এই অভিনেতা। অভিনয়ের জন্য তিনি শিখেছেন স্কটিং বোর্ড, স্কেটিং সু, সাঁতার, সাইক্লিং, বাইকিং, ড্রাইভিং, ড্যান্স ইত্যাদি। ঢাকা মৌলিক থিয়েটারে তিনি কাজ করছেন। এর আগেও তিনি অবয়ব ও থিয়েটার সেন্টারে কাজ করছেন।