সংবাদ সংক্ষপে

প্রকাশ | ০৫ মার্চ ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
সংগীত প্রতিভার সন্ধানে অডিশন শুরু তারার মেলা রিপোর্ট বাংলাদেশে সম্ভাবনাময় সংগীত প্রতিভা খুঁজে বের করতে বীণকার মিউজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের আয়োজনে ১ মার্চ থেকে একটি সংগীত অডিশন শুরু হয়েছে। বাংলাদেশ ও ভারতের স্বনামধন্য শাস্ত্রীয় গুরুদের যৌথ পরিচালনায় রোববার বিকাল ৪টা থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে এই অডিশন নেয়া শুরু হয়। ঢাকার অডিশনের পর ক্লাস শুরু হবে আগামী ৮ই মার্চ, রোববার থেকে। অন্যদিকে ঢাকার বাইরে খুলনাতেও অডিশনের আয়োজন করা হয়েছে। গতকাল ৪ মার্চ বুধবার রংধনু মাল্টিমিডিয়ায় বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে অডিশন। খুলনায় ক্লাস শুরু হবে ১১ মার্চ বুধবার থেকে। আগ্রহী শিক্ষার্থীরা সরাসরি ভেনু্যতে গিয়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে অডিশনে অংশগ্রহণ করতে পারবেন। বিস্তারিত তথ্য পাওয়া যাবে যঃঃঢ়ং://িি.িভধপবনড়ড়শ.পড়স/ইরহশধৎইউ/ পেজে। অডিশনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিভাবান সম্ভাবনাময় কিছু শিক্ষার্থী বেছে নিয়ে পরবর্তীতে তাদের বিভিন্ন মেয়াদে সংগীতের উপর তালিম দেয়া হবে। তালিমের প্রথমভাগে বিশেষভাবে জোর দেওয়া হবে ভয়েস ডেভেলপমেন্ট এবং পারফর্মিং আর্টের উপর। এছাড়া টেকনিক্যাল বিষয়ের মধ্যে থাকবে মাইক্রোফোনের ব্যবহার এবং শ্রোতাদের সাথে সংযোগ স্থাপনের দীক্ষা। বীণকার মিউজিক সোসাইটি অব বাংলাদেশ শাস্ত্রীয় সংগীত শেখার একটি স্বনামধন্য পস্নাটফর্ম। শাস্ত্রীয় সংগীতের সার্বিক দিক বিবেচনা করে অডিশনের পর আগ্রহীদের নেয়া হবে মূল পর্বের ক্লাসে, যেখানে থাকবে বেসিক ৬ মাস (৩০টি ক্লাস), ইন্টারমিডিয়েট ৬ মাস (৩০টি ক্লাস), অ্যাডভান্স ১৫ মাস (৭৫টি ক্লাস), প্রাইম ২৪ মাস (১২০টি ক্লাস), প্রফেশনাল ২৪ মাস (১২০টি ক্লাস)।