সংবাদ সংক্ষপে

প্রকাশ | ০৫ মার্চ ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
আমেরিকার সিনেমায় ডন তারার মেলা রিপোর্ট ২০০৯ সালে শাহিন সুমন পরিচালিত 'রাস্তার ছেলে' চলচ্চিত্রে একজন ডিবি পুলিশ অফিসার চরিত্রের মাধ্যমেই বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় রাজীব চৌধুরী ডনের। সেই থেকে এই পর্যন্ত 'পাঁচ টাকার প্রেম', 'জীবন মরণের সাথী', 'টাইগার নাম্বার ওয়ান', 'সাহেব নামে গোলাম', 'ঢাকার কিং', 'প্রেম প্রেম পাগলামী', 'ফাঁদ-দ্য ট্রাপ', 'হানিমুন', 'বিগ ব্রাদার', 'ওয়ার্নিং', 'গুন্ডা-দ্য টেরোরিস্ট', 'গেইম', 'আতংক', 'মিসডকল'সহ অনেক সিনেমায় অভিনয় করেন। রাজীব চৌধুরী ডন বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। এ বিষয় তিনি বলেন, সবশেষ 'মিসডকল' সিনেমা মুক্তি পায় আমার। আর 'আতংক' সিনেমায় অভিনয় করার পর কিছুদিন অসুস্থ ছিলাম। বর্তমানে আমেরিকায় নতুন একটি সিনেমা নিয়ে কথা হয়েছে। খুব শিগগিরই এর কাজ শুরু করব। আমেরিকায় বসবাস করলেও নিয়মিত সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গেই কাজ করে যেতে চান তিনি।