এই সময়ের মডেল-অভিনেত্রী মিষ্টি মারিয়া। সাংস্কৃতিক অঙ্গনের পথচলায় একাধারে নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে কাজ করছেন তিনি। সঙ্গীত ও নৃত্য চর্চাও করেন। এ ছাড়া উপস্থাপনারও অভিজ্ঞতা রয়েছে। সেই ধারাবাহিকতায় 'বিয়ে বাণিজ্য' নামের ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। যেখানে দেখা যাবে, এক প্রতারকের ফাঁদে পড়ে তাকে বিয়ে করেছেন মিষ্টি মারিয়া। বিয়ের পরেই তারও মুখোশ খুলে যায়। মারিয়াও কম যান না। তার মধ্যেও লোভ কাজ করে। এমনি এক রহস্যময় গল্পে নির্মাণ নির্মিত হয়ে ৬ পর্বের ধারাবাহিক নাটক 'বিয়ে বাণিজ্য'।
\হবৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক টিপু আলম মিলনের গল্পে এটি নির্মাণ করেছেন আকাশ রঞ্জন। শিগগিরই এটি প্রচারে আসবে। নাটকটিতে মিষ্টি মারিয়া ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রাশেদ মামুন অপু ও নুরে আলম নয়ন। মিষ্টি মারিয়া জানান, তার একমাত্র লক্ষ্য চলচ্চিত্র। তার অভিনীত 'ভালোবাসার উত্তাপ' ও 'আলোয় ভুবন ভরা' ছবি দুটি মুক্তি পেয়েছে। আরো বেশ কয়েকটি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। এর বাইরে লেখালেখিও করে যাচ্ছেন তিনি। ২০১৮ সালের বইমেলায় তার লেখা 'কন্যা', ২০১৯ সালে 'আলেয়া' ও ২০২০ সালে 'অদৃশ্য স্পর্শ' গল্পগ্রন্থ প্রকাশ হয়।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd