করোনায় সিদ্ধান্তহীনতায় মোশাররফ করিম

প্রকাশ | ১৯ মার্চ ২০২০, ০০:০০

তারার মেলা রিপোর্ট
টানা এক সপ্তাহ কলকাতায় ব্রাত্য বসুর নির্দেশনায় 'ডিকসনারি' সিনেমার শুটিং শেষে গত সোমবার রাতে ঢাকায় ফিরেছেন দেশের আলোচিত অভিনেতা মোশাররফ করিম। তবে দেশে ফিরে এখনো সিদ্ধান্ত নেননি শুটিংয়ে ফিরবেন কি না। মোশাররফ করিম বলেন, 'করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী যে জরুরি অবস্থার জারি হয়েছে সেই জরুরি অবস্থার মধ্যে আমাদেরও থাকা উচিত বলে আমি মনে করি। কারণ করোনার কারণে বিশ্বব্যাপী কী হয়েছে সেই সম্পর্কে সবাই অবগত। এরই মধ্যে আমাদের দেশেও বেশ ক'জন করোনা আক্রান্ত হয়েছেন। আমাদেরও যথেষ্ট সচেতন থাকতে হবে। তাই ভাবছি, এ সময়ে শুটিং করা ঠিক হবে কি না। এখন নিজে নিরাপদে থাকাটাও যেমন জরুরি, অন্যদের নিরাপদে থাকতে দেওয়াটাও জরুরি।' গত সাতদিন মোশাররফ করিম 'ডিকসনারি' সিনেমার শুটিংয়ে কলকাতায় ব্যস্ত ছিলেন। মোশাররফ করিম জানান, দুটো ছোটগল্প নিয়ে একটি সিনেমা 'ডিকসনারি' নির্মিত হচ্ছে। তার অংশের শুটিংয়ের কাজ তিনি শেষ করে এসেছেন। ব্রাত্য বসুর নির্দেশনায় কাজ করা প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, 'আমি কাজ করে ভীষণ তৃপ্ত। নির্মাতা ব্রাত্য বসু অনেক যত্ন নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন। সত্যি বলতে কী একেকজন পরিচালকের নির্মাণের স্টাইল বা ধরন আলাদা। ব্রাত্য বসুরও নিজস্ব একটি স্টাইল আছে। তিনি সেই ধারাতেই সিনেমাটি নির্মাণ করেছেন। তার নির্মাণের ধারাটি আমার কাছে ভালো লেগেছে। এখন শুধু অপেক্ষা সিনেমাটি মুক্তির।' এদিকে কলকাতা যাওয়ার আগে জাকিয়া বারী মমর সঙ্গে তিনটি নাটকের কাজ শেষ করে গেছেন মোশাররফ করিম। একটি ঈদের নাটক এবং অন্যটি আগামী পহেলা বৈশাখের বিশেষ নাটক। সাজিন আহমেদ বাবুর নির্দেশনায় ঈদের জন্য মোশাররফ করিম ও মম অভিনয় করেছেন 'উচ্চতর ভালোবাসা' নাটকে।