করোনা আতঙ্কে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। বন্ধ ঘোষণা করা হয়েছে সব প্রেক্ষাগৃহও। গতকাল থেকে সারাদেশে নাট্য প্রদর্শনীসহ নাট্যদলগুলোর বিভিন্ন আয়োজন বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ গ্রম্নপ থিয়েটার ফেডারেশন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ঘোষণা কার্যকর থাকবে। অন্যদিকে ১৮-৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির পাঁচটি মিলনায়তন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন একাডেমি কর্তৃপক্ষ। এ বিষয়ে নির্দেশনার চিঠি সংশ্লিষ্টদের কাছে শিগগির পাঠানো হবে বলেও জানা গেছে।
বাংলাদেশ গ্রম্নপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ বলেন, 'শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও গ্রম্নপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকী ভাইয়ের সঙ্গে কথা বলেছি। দেশের বর্তমান পরিস্থিতিতে কয়েকটি নাট্যদল নিজেরাই হল বরাদ্দ নিয়েও নাট্য প্রদর্শনী বাতিল করেছে। আমরাও মনে করছি, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিল্পকলা একাডেমির হল বরাদ্দ বাতিল করা উচিত। এরই মধ্যে লাকী ভাই শিল্পকলা একাডেমির সচিবকে নির্দেশনা দিয়েছেন।'
কামাল বায়েজীদ বলেন, 'সবার আগে মানুষের জীবন। বিশ্বজুড়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে সবকিছুই বন্ধ হয়ে যাচ্ছে। আমরাও নাট্য প্রদর্শনী বাতিলসহ মহড়াও বাতিল করার আহ্বান জানাব নাট্যদলগুলোকে।'
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd