সংসার চালাতে মার্কিন গায়কের গিটার বিক্রি

প্রকাশ | ১৯ মার্চ ২০২০, ০০:০০

তারার মেলা ডেস্ক
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কাউন্টি ডরসেটের এক গায়ক চার হাজার পাউন্ডে বিক্রি করে দিচ্ছেন তার প্রিয় গিটার। অর্থকষ্টে তিনি এই গিটারটি বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। করোনাভাইরাসের কারণে অর্থকষ্টে পড়ে যান এই গায়ক। ফিল দেউহার্স্ট নামের ওই গায়ক 'জিনদার' নামে পরিচিত। গত বছর ভিটামিন ডি-এর অভাবে অসুস্থ হয়ে পড়লে তিনি গান গাওয়ার বেশিরভাগ সরঞ্জাম বিক্রি করতে বাধ্য হন। কারণ তিনি অসুস্থ হয়ে পড়লে একটি কাজও করতে পারেননি। তাই পরিবার নিয়ে চলতে বেশিরভাগ সরঞ্জামই তিনি বিক্রি করে দেন। অসুস্থতা থেকে ফিরে আসার পর তিনি আবারও গান শুরু করেন। কিন্তু এরই মধ্যে যুক্তরাজ্যে হানা দেয় করোনা। এই কারণে তার কনসার্টগুলো বাতিল হতে শুরু হয়।