ছয় বছর সিনেমায় হোমায়রা হিমু

প্রকাশ | ১৯ মার্চ ২০২০, ০০:০০

তারার মেলা রিপোর্ট
এক সময় মঞ্চ নাটকেই বেশি দেখা যেত অভিনেত্রী হোমায়রা হিমুকে। কিন্তু টিভি নাটকে অভিনয় করে জনপ্রিয় হয়ে উঠার কারণে এখন আর মঞ্চ নাটকে একেবারেই দেখা যায় না বললেই চলে। টিভি নাটকে অভিনয় নিয়েই এখন বেশি ব্যস্ত হোমায়রা হিমু। তবে মাঝে মাঝে হিমুকে সিনেমাতে অভিনয়েও দেখা যায়। তার অভিনীত দর্শকপ্রিয় সিনেমা হলো মোরশেদুল ইসলাম পরিচালিত 'আমার বন্ধু রাশেদ'। সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন হিমু। এই সিনেমাটি ২০১১ সালে মুক্তি পায়। পরবর্তী সময়ে হিমু চিত্রনায়ক ফেরদৌস প্রযোজিত ও অভিনীত 'এক কাপ চা' সিনেমায় সর্বশেষ অভিনয় করেন। এটি ২৮ নভেম্বর, ২০১৪ সালে মুক্তি পায়। এরপর আর নতুন কোনো সিনেমায় হিমুকে দেখা যায়নি। হিমুর ভাষ্যমতে, বেশ কয়েকটি সিনেমাতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু সবকিছু মিলিয়ে ব্যাটে বলে মিলেনি বিধায় তার আর এই গত অর্ধযুগে সিনেমাতে অভিনয় করা হয়ে উঠেনি। দীর্ঘ ছয় বছর পর হিমু আবারো নতুন একটি সিনেমায় অভিনয় করলেন। সিনেমার নাম 'তোরে কতো ভালোবাসি'। সিনেমাটি নির্মাণ করছেন দেওয়ান নাজমুল।