বুবলির ছক্কা

ক্যারিয়ারে ছক্কা হঁাকালেন এ সময়ের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলি। গেল ঈদুল ফিতরে তার ক্যারিয়ারের পঞ্চম ও ষষ্ঠ নম্বর ছবি মুক্তি পেয়েছে। ছবি দুটি হচ্ছেÑ ‘সুপার হিরো’ ও ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’। দুটি ছবিই দশর্ক দারুণভাবে গ্রহণ করেছে বলে জানালেন বুবলি। ক্যারিয়ারের শুরু থেকেই একটি বিষয় মেনে চলেন বুবলি। তা হলোÑ তিনি কখনোই নায়িকা হিসেবে ছবি চলাকালীন হলে প্রবেশ করেন না। এ নিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি, আমি যদি শো চলাকালে হলে যাই তাহলে দশর্ক তাদের বিনোদন সঠিকভাবে পাবেন না। তারা কিছুটা হলেও ছবি থেকে মনটাকে দূরে সরিয়ে দেবেন। তাই আমার প্রতিটি ছবি বোরখা পরে দশের্কর মধ্যে বসে দেখি। একেবারে লোকাল কোনো সিনেমা হলে যাই, যাতে ডায়ালগের সঙ্গে সঙ্গে দশের্কর চিৎকার, গানের সঙ্গে সঙ্গে তাদের নাচ চাক্ষুস দেখতে পাই। এবারও তাই করেছি।’

প্রকাশ | ২৮ জুন ২০১৮, ০০:০০

মাসিদ রণ
শবনম বুবলি
এবারের ঈদে জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলি জুটি অভিনীত দুটি ছবি মুক্তি পেয়েছে। দশর্ক সাড়া কেমন পেলেন জানতে চাইলে বুবলি বলেন, ‘ঈদের দিন থেকেই আমার দুটি ছবিই ভালো চলেছে। সব হলে তো খবর নেয়া সম্ভব নয়। তবে ঢাকা ও আশপাশের বেশকিছু সিনেমা হলে খবর নিয়ে জানতে পেরেছি প্রায় সব শো হাউসফুল। এ ছাড়া আমার পরিচিত অনেকেই বিভিন্ন জায়গা থেকে ফোন করে ছবি দুটিসহ আমার অভিনয়ের প্রশংসা করেছেন। আমি প্রথমে একটু চিন্তিত ছিলাম। তবে এখন বেশ ফুরফুরে মেজাজে আছি।’ চিন্তার কারণ জানতে চাইলে এই চিত্রনায়িকা বলেন, ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্ল্যা মাইয়া’ ছবিটি অনেক আগে থেকেই ঈদে মুক্তির জন্য প্রস্তুত ছিল। সেভাবেই আমরা এ ছবির প্রচার প্রচারণা চালিয়েছি। তাছাড়া ঈদের সময় মানুষ বেশ খোশ মেজাজে থাকেন। আর এই ছবিটিও একবারেই বিনোদনধমীর্ ছবি। ফলে এই ছবি দশর্ক সাড়া ফেলবে তা মোটামুটি অঁাচ করতে পেরেছিলাম। কিন্তু ‘সুপার হিরো’ ছবিটি ঈদের মাত্র একদিন আগে সেন্সর ছাড়পত্র পায়। এ জন্য আমরা তেমন কোনো প্রচার প্রচারণাই করতে পারিনি এই ছবিটির জন্য। তাছাড়া এত পরে সেন্সরশিপ পাওয়ায় ছবিটি আশানুরূপ হল পায়নি। যার ফলে আমি বেশ চিন্তায় পড়ে যাই; কিন্তু বরাবরই দশর্ক আমাকে তাদের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত করেছেন। এবারও তার কোনো কমতি ছিল না। ‘সুপার হিরো’ ছবিটি একে একে প্রায় ৯০টি হল পায়। এবং আমরা প্রচারণা চালাতে না পারলেও দশর্করাই ছবির প্রচারণার দায়িত্ব নিয়েছেন। তারা ছবি দেখে ভালোলাগায় তাদের বন্ধু-বান্ধবদের বলেছেন ছবিটি দেখতে। এভাবেই আমার দুটি ছবিই সমান দশর্ক সমাদর পেয়েছে। কোনো প্রচারণা ছাড়াই ‘সুপার হিরো’ ছবিটি দশের্কর কাছে পেঁৗছে গেছে। এর কারণ জানতে চাইলে বেশ দৃঢ় কণ্ঠে বুবলি বললেন, ‘আসলে ভালো কাজ যে কোনোভাবেই দশের্কর কাছে পেঁৗছবেই। এই ছবির গল্প আসলেই অসাধারণ। একেবারেই ভিন্নধমীর্ একটি গল্প। ছবিতে টানটান গল্প, অ্যাকশন, রোমান্স সবই রয়েছে। অনেকেই ভাবছেন ছবির নাম যেহেতু সুপার হিরো, ফলে এ ছবির নায়ক হয়তো কোনো সুপার ন্যাচারাল পাওয়ার নিয়ে উড়ে বেড়াবেন। আসলে এ ছবিতে তেমন কিছুই নেই। একজন সাধারণ মানুষ তার দায়িত্ব ও কতর্ব্য পালনের মাধ্যমেও যে সুপারহিরো হতে পারেন তা দেখানো হয়েছে ছবিটিতে। তাছাড়া একটি গুরুত্বপূণর্ বাতার্ দেওয়া হয়েছে ছবিটির মাধ্যমে। আমরা সাধারণত মনে করি বীর মুক্তিযোদ্ধারাই শুধু দেশপ্রেমী হন। কিন্তু যে কোনো মানুষই তার নিজ নিজ অবস্থান থেকে দেশপ্রেমী হয়ে দেশের সেবা করতে পারেন।’ ক্যারিয়ারের শুরু থেকেই একটি বিষয় মেনে চলেন বুবলি। তা হলোÑ তিনি কখনোই নায়িকা হিসেবে ছবি চলাকালীন হলে প্রবেশ করেন না। এ নিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি, আমি যদি শো চলাকালে হলে যাই তাহলে দশর্ক তাদের বিনোদন সঠিকভাবে পাবেন না। তারা কিছুটা হলেও ছবি থেকে মনটাকে দূরে সরিয়ে দেবেন। তাই আমার প্রতিটি ছবি বোরখা পরে দশের্কর মধ্যে বসে দেখি। একোবারে লোকাল কোনো সিনেমা হলে যাই, যাতে ডায়লগের সঙ্গে সঙ্গে দশের্কর চিৎকার, গানের সঙ্গে সঙ্গে তাদের নাচ চাক্ষুস দেখতে পাই। এবারও তাই করেছি।’ এবারে হলে গিয়ে ছবি দেখার অভিজ্ঞতা জানালেন বুবুলি, ‘‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্ল্যা মাইয়া’ ছবিটি একেবারেই কমেডি ছবি। তাই দশর্ক প্রতিটি ডায়লগের সঙ্গে হাসিতে লুটোপুটি খেয়েছেন। বিশেষ করে এর টাইটেল গান ও গোলাপি গোলাপি গানটির সময় সবার উচ্ছ¡াস ছিল দেখার মতো। আর সুপারহিরো ছবির গল্পের মোড়ে মোড়ে টুইস্ট রয়েছে। তাই দশর্ক এক মুহ‚তের্র জন্যও অন্যদিকে মনসংযোগ করেননি।’ তিনি যেহেতু চিত্রনায়িকা তাই দশের্কর ভালোবাসা যেমন প্রাণভরে গ্রহণ করেন তেমনি তাদের সমালোচনাও গুরুত্বের সঙ্গে নেন। এ প্রসঙ্গে বুবলির ভাষ্য, ‘তারকাদের জীবনে শুধু ইতিবাচক ঘটনা ঘটবে এটা আশা করাটাও বোকামি। ফলে সমালোচনাও আমি ভালোভাবে গ্রহণ করি। তবে অনেক সময় অযৌক্তিক কারণে দশর্ক তারকাদের নিয়ে গুজব ছড়ান। এটা পরিহার করা উচিত। এবারও আমার সঙ্গে তেমনি একটি ঘটনা ঘটেছে। ‘সুপার হিরো’ ছবির একটি গানে আমার একটি পোশাক নিয়ে অনেকে গুজব ছড়িয়েছেন যে আমি নাকি অন্তঃসত্ত¡া! সবার কাছে অনুরোধ রইল, এই ধরনের ব্যক্তিগত ও ইমোশনাল বিষয় নিয়ে কেউ গুজব ছড়াবেন না।’ সবশেষে বতর্মান চলচ্চিত্রপাড়ার অসুস্থ প্রতিযোগিতা নিয়েও কথা বললেন বুবলি, ‘আমার সুপার হিরো ছবিটি যাতে মুক্তি না পায় এজন্য একটি মহল নানা চক্রান্ত করেছে। তবে সফল হয়নি। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই- আপনারা দয়া করে অসুস্থ প্রতিযোগিতা করবেন না। আমাদের চলচ্চিত্রের বাজার অনেক বড়। আমাদের ছবিটি ভালো হলে তার বিপরীতে আপনারা আরেকটি ভালো ছবি তৈরি করে সুস্থ প্রতিযোগিতা করুন। এতে দশর্কও বাড়বে, আর আমাদের চলচ্চিত্র সংশ্লিষ্টদেরও ভ্যাগ্যের উন্নয়ন হবে।’ বতর্মানে বুবলির হাতে রয়েছে প্রিয়তমা, একটি প্রেম দরকার মাননীয় সরকার ও ক্যাপ্টেন খান ছবিগুলো। সবগুলোতেই তার নায়ক বরাবরের মতোই শাকিব খান।